সোমনাথ চট্টোপাধ্যায়: এসইউভি গাড়ির মত, কুপ এসইউভি গাড়ির চাহিদাও এখন দিন দিন বেড়ে চলেছে। আর ক্রমবর্ধমান এই চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বিভিন্ন গাড়ি নির্মাতা সংস্থা তাঁদের নতুন মডেল নিয়ে এসেছে। বিএমডব্লিউ এক্স ৬ মডেলের হাত ধরে এই কুপ এসইউভির জার্নি শুরু হয়েছে ভারতের বাজারে। তারপর যদিও এটি যদি চলে যায় কমপ্যাক্ট এসইউভির ক্ষেত্রে। কমপ্যাক্ট এসইউভি আসলে গ্রাউন্ড ক্লিয়ারেন্স ও ডিজাইনের একটি অদ্ভুত মিশ্রণ। রুফ টেপারগুলি এখানে যেভাবে খোলাপড়া করে, সেটা কমপ্যাক্ট এসইউভির উৎকৃষ্ট নিদর্শন। বাজারে এখন এই বছর কমপ্যাক্ট কুপ এসইউভির ক্ষেত্রে আসতে চলেছে দুটি সেরা মডেল সিট্রোয়েন ব্যাসাল্ট আর টাটা কার্ভ। দুটি মডেলেরই একই রকম ডিজাইন অ্যাট্রিবিউট থাকলেও লুকের দিক থেকে দুটি একেবারেই আলাদা।


ডিজাইন ও লুক


ব্যাসাল্টের মডেলটি মূলত সি থ্রি এয়ারক্রসের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। আর এদিকে টাটা কার্ভের মডেল তৈরি হয়েছে নেক্সনের উপর ভিত্তি করে। সিট্রোয়েনের ব্যাসাল্ট মডেলে সি থ্রি এয়ারক্রসের মত ফ্রন্ট রয়েছে বড়সড় একটা গ্রিল আছে, যেখানে টাটা কার্ভ টাটা মোটরসের মডেলগুলির মধ্যে একেবারেই নতুন লুকের। তবে রিয়ারের লুকের কথা বলতে হলে, দুটি মডেলেরই ডিজাইন একেবারেই এক। টাটা কার্ভে শুধু একটা ফুল লাইটিং বার ও স্পয়লার রয়েছে।


গ্রাউন্ড ক্লিয়ারেন্স


ব্যাসাল্টে আরও বেশি স্কোয়ার শেপড লুকের পাশাপাশি একই থিমের হুইল আর্চ ডিজাইনও রয়েছে। যেখানে দুটি মডেলেরই গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুব ভালভাবে মেন্টেন করা হয়। তবে ইন্টিরিয়রের কথা বলতে হলে দুটি গাড়ির লুক সম্পূর্ণ দুই রকমের।


ফিচার্স কী কী


টাটা কার্ভ ইতিমধ্যেই গাড়ির ড্যাশবোর্ড কেমন হবে তার লুক প্রকাশ্যে এনেছে। ব্যাসাল্ট যদিও সিথ্রি এয়ারক্রসের মতই দেখতে। টাটা কার্ভ যদিও ৩৬০ ডিগ্রি ক্যামেরা নিয়ে আসবে বাজারে, থাকবে ভেন্টিলেটেড সিট, ওয়্যারলেস চার্জিং, কানেক্টেড কার টেক, সানরুফ ও আরও অনেক কিছু। সিট্রোয়েন ব্যাসাল্টে রিয়ার ক্যামেরা, অটোমেটিক ক্লাইমেট কনট্রোলের মত ফিচার্স থাকবে।


পাওয়ারট্রেন


টাটা কার্ভের পাওয়ারট্রেনের প্রসঙ্গে আসা যাক। এতে ১.২ লিটার টার্বো পেট্রোল ইউনিট, সঙ্গে একটি ডিসিটি গিয়ারবক্সের সঙ্গে একটি ম্যানুয়ালও দেওয়া হয়। ১.৫ লিটার ডিজেল ভার্সনের পাশাপাশি কিছুদিনের মধ্যে এর সিএনজি ভার্সনও এসে যাবে বাজারে। অন্যদিকে সিট্রোয়েন ব্যাসাল্টের পাওয়ারট্রেন ১.২ লিটার টার্বো পেট্রোলের সঙ্গেই আসছে বাজারে। পরে এর একটি ইভি ভার্সন আসতে পারে বলে জানা গিয়েছে।   


আরও পড়ুন: Upcoming SUVs: ভারতে আসছে চারটি নতুন গাড়ি, পাঁচ ও সাত আসনে হবে গ্র্য়ান্ড এন্ট্রি


Car loan Information:

Calculate Car Loan EMI