নয়াদিল্লি: পেট্রোল পাম্পে গেলেও আর তেল ভরাতে পারবেন না। ৬২ লক্ষ যানবাহনের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই রাজ্যে। 'এন্ড অফ লাইফ' যানবাহনগুলির ক্ষেত্রে কোনওভাবেই আর পেট্রোল ডিজেল ভরাতে পারবেন না চালকরা। কড়া নিয়ম (Fuel Ban) জারি হয়েছে আজ ১ জুলাই থেকেই। বায়ুদূষণ রোধ করার জন্য দিল্লি সরকার এন্ড অফ লাইফ বা মেয়াদের বেশি সময় ধরে চলা যানবাহনের ক্ষেত্রে অর্থাৎ ১৫ বছর বা তার বেশি বয়সী পেট্রোল-চালিত গাড়ি-বাইকের (Petrol Diesel) ক্ষেত্রে এবং ১০ বছর বা তার বেশি বয়সী ডিজেল চালিত গাড়ি বাইকের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জ্বালানির জন্য নিষেধাজ্ঞা জারি হয়েছে দিল্লিতে।

২০২৪ সালের নভেম্বর মাসে প্রকাশিত সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের একটি বিশ্লেষণ অনুসারে জাতীয় রাজধানী দিল্লিতে যানবাহনই শীর্ষ দূষণকারী যা স্থানীয় নির্গমন উৎস থেকে দূষণের অর্ধেকেরও বেশি ৫১ শতাংশের জন্য দায়ী। এই বিষয়টি মাথায় রেখে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট (CAQM) ৮৯ নম্বর সংবিধিবদ্ধ নির্দেশিকা জারি করেছে যা এনসিআর জুড়ে সকল ধরনের যানবাহনের (মেয়াদ শেষ হওয়ার পরেও ব্যবহারযোগ্য নয় এমন) বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। এই পদক্ষেপের ফলে শুধুমাত্র দিল্লিতেই প্রায় ৬২ লক্ষ যানবাহন প্রভাবিত হবে।

হরিয়ানায় ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত ২৭.৫ লক্ষ, উত্তরপ্রদেশে ১২.৬৯ লক্ষ, রাজস্থানে ৬.২ লক্ষ মেয়াদ উত্তীর্ণ যানবাহন রয়েছে বলে জানা গিয়েছে এই রিপোর্টে।

কীভাবে বাস্তুবায়িত হবে এই নিষেধাজ্ঞা

পরিবহন বিভাগ দিল্লি পুলিশ, ট্রাফিক পুলিশ এবং দিল্লি পৌর কর্পোরেশন (এমসিডি)-র কর্মীদের জ্বালানি স্টেশন অর্থাৎ পেট্রোল পাম্পগুলিতে নিয়োগের একটি পরিকল্পনা তৈরি করেছে। কারণ অতিরিক্ত বয়সের বা মেয়াদ উত্তীর্ণ যানবাহন নিয়ে প্রচুর মানুষ তেল ভরাতে আসছেন বলে খবর পাওয়া গিয়েছে।

জানানো হয়েছে যে দিল্লি পুলিশের কর্মীরা ১ থেকে ১০০ নম্বর ফুয়েল স্টেশনে মোতায়েন থাকবেন এবং পরিবহন বিভাগের তরফে ১০১ থেকে ১৫৯ নং ফুয়েল স্টেশনে বিশেষ দল মোতায়েন করা হবে। পুরনো যানবাহনে জ্বালানি ভরার বিষয় পর্যবেক্ষণ ও প্রতিরোধ করার জন্য চিহ্নিত ৩৫০টি পেট্রোল পাম্পের প্রতিটিতে একজন করে ট্রাফিক পুলিশ অফিসার মোতায়েন থাকবেন। আইন-শৃঙ্খলা রক্ষার জন্য প্রতিটি পেট্রোল পাম্পে অতিরিক্ত দুজন করে পুলিশ সদস্য মোতায়েন করা হবে।


Car loan Information:

Calculate Car Loan EMI