Premium SUV: আলোর উৎসব দীপাবলি (Diwali) শুরু হতে আর মাত্র কিছুটা সময় বাকি। অনেকেই এই উৎসবের মরসুমে বিভিন্ন জিনিস কেনার পরিকল্পনা করে থাকেন। দীপাবলিতে যদি গাড়ি কেনার ইচ্ছে থাকে এই প্রিমিয়াম এসইউভি (Premium SUV) গাড়িগুলি কিনতে পারেন। ভারতে ক্রমশ জনপ্রিয় হচ্ছে বিভিন্ন অটোমোবাইল কোম্পানি নির্মিত এসইউভি মডেল। তালিকায় কোন কোন প্রিমিয়াম এসইউভি রয়েছে দেখে নিন একনজরে।


হুন্ডাই ক্রেটা- এই গাড়ি একটি কমপ্লিট এসইউভি। সমগোত্রীয় গাড়ির মধ্যে এটিই সবচেয়ে বেশি বিক্রি হওয়া এসইউভি মডেল। রয়েছে পেট্রোল এবং ডিজেল ইঞ্জিন। একাধিক গিয়ারবক্সের অপশনও পাওয়া যাবে হুন্ডাই ক্রেটা গাড়িতে। আকার-আয়তন থেকে শুরু করে ফিচার, সবদিক থেকেই সেরা হুন্ডাই ক্রেটা। এই গাড়ির ১.৫ IVT petrol to the diesel ইঞ্জিন এবং DCT turbo মডেল কিনতে পারেন।

মারুতি সুজুকি গ্র্যান্ড ভিটারা হাইব্রিড- মারুতি সুজুকির এই নতুন গাড়ি ইতিমধ্যেই ‘মোস্ট এফিসিয়েন্ট’ এসইউভি-র খ্যাতি পেয়েছে। এই গাড়ি চালিয়ে চালকের অভিজ্ঞতা হবে ভীষণ আরামদায়ক। বিশেষজ্ঞদের মতে মারুতি সুজুকির নতুন গ্র্যান্ড ভিটারা গাড়ি ‘মোস্ট প্রিমিয়াম’ এসইউভি।


টাটা নেক্সন ইলেকট্রিক ভেহিকেল ম্যাক্স- এই মুহূর্তে কেনার জন্য টাটা নেক্সন ইলেকট্রিক ভেহিকেল ম্যাক্স সবচেয়ে ভাল ইলেকট্রিক গাড়ি। দাম অনুসারে এই গাড়িতে যা ফচের রয়েছে সেই নিরিখে জনপ্রিয়ও এই গাড়ি। নতুন ভার্সানে রয়েছে বড় ব্যাটারি প্যাক। তার ফলে গাড়ির রেঞ্জ ভাল হয়েছে। এছাড়াও যুক্ত হয়েছে নতুন ও আধুনিক অনেক ফিচার।  

Volkswagen Taigun- সবচেয়ে নিরাপদ এসইউভি বলা হচ্ছে এই গাড়িকে। কারণ সবচেয়ে শক্ত পরীক্ষা GNCAP রেটিং টেস্টে সফলভাবে পাশ করেছে এই গাড়ি। এই গাড়িতে রয়েছে দুটো টার্বো চার্জিড পেট্রোল ইঞ্জিন। তার সঙ্গে রয়েছে জনপ্রিয় ১.০ TSI Version। বলা হচ্ছে, সমগোত্রীয় অন্যান্য গাড়ির তুলনায় এই গাড়ির ইঞ্জিন প্রযুক্তিগত দিক থেকে সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে শক্তিশালী।

জিপ মেরিডিয়ান- বড় আকার-আয়তনের সাত সিটের এই এসইউভি একটি বিলাসবহুল গাড়ি। জিপ যেরকম হওয়া উচিত তেমনই ডিজাইনে তৈরি হয়েছে এই গাড়ি। মূলত এই জিপ মেরিডিয়ান গাড়ি আকার, আয়তন, ডিজাইন, ফিচার সবদিক থেকেই নজরকাড়া। বড় আকারের এই এসইউভি গাড়ির ভিতরে রয়েছে অনেক জায়গা এবং আধুনিক সমস্ত ফিচার।

মহিন্দ্রা স্করপিও এন- মহিন্দ্রার স্করপিও মডেল এমনিতেই বিখ্যাত। আর মহিন্দ্রা স্করপিও এন গাড়ি একটি প্রিমিয়াম মডেল হয়ে উঠেছে সব নিরিখে। গাড়ির লুক ও বাইরের ডিজাইনের পাশাপাশি আকর্ষণীয় প্রিমিয়াম কোয়ালিটির ইন্টিরিয়র ডিজাইনও। গাড়ির ইঞ্জিনও যথেষ্টই শক্তিশালী। মহিন্দ্রা স্করপিও এন গাড়িতে রয়েছে ডিজেল ইঞ্জিন। এর সঙ্গে এই গাড়ির off-road ability মহিন্দ্রা স্করপিও  এন মডেলকে প্রিমিয়াম এসইউভি ক্যাটেগরিতে অন্তর্ভুক্ত করেছে।

আরও পড়ুন- নতুন রূপে বাজারে এল মারুতি সুজুকি অল্টো কে১০, কেন কিনবেন এই গাড়ি ?


Car loan Information:

Calculate Car Loan EMI