Cars Sales In India: সেডান(Sedan Cars) , হ্যাচব্যাক (Hatchback Cars) এখন অতীত কথা। উৎসবের মরশুমে (Diwali 2023) ভারতের বাজারে সবথেকে বেশি বিক্রি হচ্ছে এসইউভি। এমনই বলছে সেলস রিপোর্ট। জেনে নিন, কোন এসইউভি (SUV Cars) গাড়িগুলি পচ্ছন্দ করছে দেশবাসী।  


Automobile: সবার ওপরে রয়েছে টাটা নেক্সন
উৎসবের মরশুমে বিক্রির তালিকায় সবার ওপরে রয়েছে নতুন Tata Nexon। যা ভারতে 2023 সালের অক্টোবরে 16,887 ইউনিট বিক্রি করেছে। পরিসংখ্যান বলছে, গাড়ি বিক্রির হিসাবে এটি সবচেয়ে বেশি বিক্রি হওয়া SUV। এর শার্প  ডিজাইনের নতুন সংস্করণ বিক্রি বাড়িয়েছে কোম্পানির। আগের থেকে অনেক বেশি ফিউচারিসটিক মনে হচ্ছে গাড়িকে। 


মারুতির ব্রেজা রয়েছে দ্বিতীয় তালিকায়
বিক্রির হিসেবে Nexon-এর কাছাকাছি রয়েছে মারুতি সুজুকির Brezza। যাতে সিঙ্গল পেট্রোল পাওয়ারট্রেন থাকা সত্ত্বেও 16,050 ইউনিট বিক্রি হয়েছে। এখনও ভারতে তার দাপট বজায় রেখেছে এই গাড়ি।


Cars Sales In India: তৃতীয় লিস্টে পাঞ্চ
ব্রেজার পরে আবারও এই তালিকা রয়েছে টাটা মোটরসের পাঞ্চ  যা 15,317 ইউনিট বিক্রির সাথে তার দুর্দান্ত দৌড় অব্যাহত রেখেছে। 


চতুর্থ মহিন্দ্রার নতুন স্করপিও
 Mahindra Scorpio ব্র্যান্ডটি তার সবচেয়ে জনপ্রিয় নতুন Scorpio N লঞ্চ করেছে আগেই। এটি বর্তমানে দেশের সর্বাধিক বিক্রিত প্রিমিয়াম SUV যা 13,578 ইউনিটের সম্মিলিত বিক্রয় সহ 25 লাখের মধ্যে মার্কেটে পাওয়া যায়। 


পিছিয়ে নেই হুন্ডাই ক্রেটা পঞ্চম স্থানে গাড়ি
অবশ্যই হুন্ডাই ক্রেটার মতো একটি ধারাবাহিক পারফর্মারও এই তালিকায় আসে। আগামী বছর নতুন সংস্করণ নিয়ে আসছে ক্রেটা। যদিও এই খবর পেয়েও বর্তমান ক্রেটার বিক্রি কমছে না। এখনও 13,077 ইউনিট বিক্রির সঙ্গে দুর্দান্ত সেলস দিচ্ছে এই গাড়ি। 


Cars Sales In India: সেলটস রয়েছে ষষ্ঠ স্থানে


অন্য বড় লাভকারী হল সেলটোস, যার চাহিদা নতুন সংস্করণ চালু হওয়ার পর থেকে বেড়েছে। অক্টোবরে কোম্পানি 12,362 ইউনিট বিক্রি করেছে। Hyundai এবং Maruti তাদের সাব কমপ্যাক্ট SUV যেমন Venue এবং Fronx-এর বিক্রির সঙ্গে পরবর্তী স্থান পেয়েছে৷ ভেন্যুতে 11,581 ইউনিট বিক্রি হয়েছে যেখানে ফ্রনক্স 11,357 ইউনিট করেছে। নবরাত্রি '23 সময়কালে সামগ্রিক অটো বিক্রয় 18% বৃদ্ধি পেয়েছে। SUVগুলি এখানে ক্রেতাদের পছন্দের তালিকায় সবার ওপরে রয়েছে। কারণ ভারতে সেরা 10টি সেরা বিক্রি হওয়া গাড়িগুলির অর্ধেকই SUV৷


Lotus Eletre SUV: ভারতে এল বিলাসবহুল ব্রিটিশ ইলেকট্রিক এসইউভি, দাম ২.৫৫ কোটি টাকা


 



Car loan Information:

Calculate Car Loan EMI