Raptee Motorbike: মহিলাদের মধ্যে যেমন সি-থ্রু গাউন বা সি-থ্রু শাড়ি পরার একটা চল আছে, অনেকেই লক্ষ্য করেছেন; তেমনই একই আইডিয়া নিয়ে বাজারে সি-থ্রু বাইক আনতে চলেছে র‍্যাপটি এনার্জি (Raptee Energy) নামের একটি সংস্থা। চেন্নাইতে গড়ে ওঠা এই নতুন স্টার্ট-আপ কোম্পানির হাত ধরেই বাজারে আসতে চলেছে এই নতুন ধরনের ট্রান্সপারেন্ট ই-বাইক (See Through E-Bike)। তামিলনাড়ুর গ্লোবাল ইনভেস্টর মিটে এই মডেলের প্রথম প্রদর্শনী আয়োজিত হয়। আগামী এপ্রিলের মধ্যেই বাজারে আসবে এই অভিনব ই-বাইক।


কী ফিচার্স ?


বাইক নির্মাতা সংস্থার (Raptee Energy) দাবি অনুযায়ী এই বাইকের মধ্যে শক্তিশালী পাওয়ারট্রেন রয়েছে, সর্বোচ্চ ১৩৫ কিমি প্রতি ঘণ্টায় বেগ উঠতে পারে এই গাড়িতে। একবার চার্জ দিলে টানা ১৫০ কিমি পর্যন্ত পথ যেতে সক্ষম এই অভিনব ই-বাইক খুব সহজেই CCS2 চার্জিং স্টেশনে খুব কম সময়ের মধ্যেই চার্জ দিয়ে নেওয়া যায়।


সংস্থা দাবি করছে চার্জিং স্টেশনে মাত্র ১৫ মিনিট চার্জ দিলেই ৪০ কিমি পর্যন্ত রাস্তা যেতে পারবে এই ই-বাইকে। এমনকী ৪৫ মিনিটের মধ্যেই এই গাড়িতে ৮০ শতাংশ চার্জ হয়ে যায়। এই বাইকের মোটরও অত্যন্ত শক্তিশালী যা কিনা মাত্র ৩.৫ সেকেন্ডের মধ্যেই ৬০ কিমি প্রতি ঘণ্টায় বেগ তুলতে সক্ষম। এর ইঞ্জিন মূলত ১৫০ সিসি থেকে ২০০ সিসির ভ্যারিয়্যান্টেই পাওয়া যাবে।


কোথায় তৈরি হচ্ছে এই বাইক ?


চেন্নাইতে এই স্টার্ট আপ তাঁর প্রথম ইভি নির্মাণ কারখানা খুলে ফেলেছে ইতিমধ্যেই। ৮৫ কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে ৪ একর জমির উপর তৈরি হবে এই ট্রান্সপারেন্ট ই-বাইক (See Through E-Bike)। আর এই নির্মাণকেন্দ্র থেকেই আগামী ২ বছরের প্রতি বছর ১ লক্ষ ইউনিট বাইক তৈরি করা হবে।


ট্রান্সপারেন্ট বাইকের কথা এই প্রথম ভাবা হচ্ছে দেশে। তবে এর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত বাইকের মডেল Revolt RV400 নিয়েও জোর চর্চা চলছে বাইকপ্রেমীদের মধ্যে। ২০১৯ সালে প্রথম এই AI চালিত বাইক বাজারে নিয়ে আসে রিভোল্ট ইন্ডিয়া। প্রাথমিকভাবে এই গাড়ির তিনটি রঙের ভ্যারিয়্যান্টই আগে পাওয়া যেত। কিন্তু সম্প্রতি কিছুদিন আগে হলুদ রঙের একটি মডেল লঞ্চ করেছে এই সংস্থা। একবার সম্পূর্ণ চার্জ দিলে এই বাইকটি প্রায় ১৫০ কিমি. রাস্তা যেতে পারে, সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ৮৫ কিমি.। উল্লেখ্য যে মাত্র ৪৯৯ টাকা দিলেই এই বাইকটি (Revolt RV400) আপনি বুকিং করতে পারেন।


আরও পড়ুন: Revolt RV 400: দেশের প্রথম AI চালিত বাইক ! রিভোল্টের এই মডেলের বুকিং ৫০০ টাকারও কমে ?


Car loan Information:

Calculate Car Loan EMI