Electric Scooters: ব্যাটারি টেক স্টার্টআপ Log9 Materials মঙ্গলবার হায়দরাবাদ-হেডকোয়ার্টার ইভি ফার্ম কোয়ান্টাম এনার্জির সাথে অংশীদারিত্বে ভারতের দ্রুততম-চার্জিং টু-হুইলার বাণিজ্যিক বৈদ্যুতিক যান (CEV) লঞ্চ করার ঘোষণা করেছে।
দুটি কোম্পানি যৌথভাবে 'Bzinesslite InstaCharged by Log9' নামে একটি নতুন গাড়ির মডেল উন্মোচন করেছে যা Log9 এর RapidX 2000 ব্যাটারি দ্বারা চালিত, এটিকে 12 মিনিটের মধ্যে জিরো থেকে জিপ করতে সক্ষম করে।
Log9 এবং Quantum Energy 2024 সালের মার্চের মধ্যে ভারত জুড়ে 10,000 2W InstaCharged EVs মোতায়েন করার লক্ষ্য পূরণ করতে হাতে হাত মিলিয়ে কাজ করবে। ই-কমার্স, খাদ্য সরবরাহ ও কুরিয়ার পরিষেবার ক্ষেত্রে ও লজিস্টিকসে সেক্টরে কাজ করবে এই স্কুটার। এই বিষয়ে Log9 সহ-প্রতিষ্ঠাতা ও COO কার্তিক হাজেলা বলেছেন,"আমাদের দ্রুত-চার্জিং ও দীর্ঘস্থায়ী RapidX 2000 ব্যাটারি Quantum's 2W, Bzinesslite-এ জোড়া রয়েছে। আমরা লজিস্টিক সেক্টরে ভারতের দ্রুততম চার্জিং ইলেকট্রিক 2W নিয়ে আসছি, যা গ্রীষ্মমন্ডলীয় জলবায়ু পরিস্থিতির জন্য উপযুক্ত।"
Electric Scooters: কী বলছে কোম্পানি
কোম্পানিগুলি শীঘ্রই হুইজি লজিস্টিকসের মাধ্যমে হায়দ্রাবাদে 200 Bzinesslite e-2Ws স্থাপন করবে -- একটি লজিস্টিক ফ্লিট পরিষেবা প্রদানকারী যা স্থানীয় জায়গায় পরিবহণের কাজে সক্ষম। নতুন এই স্কুটারের বিষয়ে কোয়ান্টাম এনার্জির ডিরেক্টর সি চক্রবর্তী বলেন, "আমরা Log9-এর সাথে অংশীদারিত্বে তৈরি আমাদের বিপ্লবী পণ্য 'Bzinesslite' চালু করতে পেরে রোমাঞ্চিত৷ একে প্লাগ করুন দ্রুত চার্জ সম্পূর্ণ হবে। ফলে ক্রেতা চাপমুক্ত থাকবেন।" Bzinesslite e-2W পাবলিক চার্জারগুলিও সাপোর্ট করে, যা বর্তমান চার্জিং পরিকাঠামোতে পাওয়া যায়।
Ola Prime Plus: ক্যাব (Cab) বুক করেছেন, অথচ চালক রাইড ক্যানসেল করেনি, জীবনে এমন ভাল অভিজ্ঞতা বোধহয় কারও নেই। অন্তত একবার হলে ক্যাব বুক করার পরে চালকের দ্বারা রাইড ক্যানসেল হওয়ার সমস্যায় পড়ে ভোগান্তি হয়েছে প্রায় সকলেরই। এই বিষয়ে চালকের সঙ্গে বচসা, ক্যাব সংস্থার বিরুদ্ধে অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় হুল্লোড়- এইসবও করেছেন অনেক যাত্রী। তবে এবার ক্যাব যাত্রীদের জন্য সুখবর দিয়েছে ওলা (Ola) কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ওলা কর্তৃপক্ষ একটি নতুন প্রিমিয়াম সার্ভিস (Premium Service) চালু করেছে যার নাম ওলা প্রাইম প্লাস (Ola Prime Plus)। তবে এখনই তা দেশের সব শহরে পাওয়া যাবে না।
Car loan Information:
Calculate Car Loan EMI