Bike News: ইলেকট্রিক গাড়ির দুনিয়ায় পরের পর নতুন নতুন মডেল হাজির হচ্ছে ভারতের বাজারে। আগামী কয়েক বছরে বাজার গ্রাস করবে ইভি। পেট্রোল ডিজেলের গাড়ির সঙ্গে পালা দিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে এই ইভির। চার চাকা হোক বা দু'চাকা নিত্য নতুন আপডেটেড মডেল আনছে গাড়ি নির্মাতা সংস্থাগুলি। এবার বাজারে ইলেকট্রিক ক্রুজার (Electric Cruiser) আনল mX Moto সংস্থা। এসে গেল তাঁদের নতুন ইভি মডেল M16 ই-বাইক। কী ফিচার্স, কত দাম এই মডেলের ? চলুন জেনে নেওয়া যাক।


ক্লিক মোবিলিটি সেক্টরে mX Moto সংস্থা অত্যন্ত বিখ্যাত। স্ট্রেন্থ আর ডিউরেবিলিটির দিক থেকে এই সংস্থার বাইক অনেকেই পছন্দ করেন। এবার mX Moto নিয়ে এল তাঁদের নতুন মডেল M16 যার প্রধান ফিচার্স হল মেটাল বডি। সঙ্গে ৮ বছরের ব্যাটারি প্যাকের ওয়্যারান্টিও মিলবে। ৮০ হাজার কিলোমিটার রাস্তা অতিক্রম করার ওয়্যার‍্যান্টি মিলবে এই গাড়ির ক্ষেত্রে। এমনকী মোটর আর কন্ট্রোলারের (Electric Cruiser) ক্ষেত্রেও তিন বছরের ওয়্যার‍্যান্টি আছে এই গাড়ির মডেলে। এর হাইলি রেসিসট্যান্ট মেটাল বডি একে ভারতের রাস্তায় অত্যন্ত শক্তপোক্ত বাইক হিসেবে প্রতিষ্ঠিত করবে বলেই আশা করা যায়।


রেঞ্জের কথা বলতে গেলে, এই সংস্থার বাইক একবার চার্জ দিলে চলবে একটানা ১৬০ কিমি থেকে ২২০ কিমি পর্যন্ত রাস্তা। মোটামুটিভাবে ০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত চার্জ হতে এই বাইকে সময় লাগে কমবেশি ৩ ঘণ্টা। দেখা গিয়েছে একবার সম্পূর্ণ চার্জ দিতে এই গাড়িতে খরচ হয় মাত্র ১.৬ ইউনিট। ফলে অর্থকরী দিক থেকেও অনেক বেশি সাশ্রয়ী এই বাইক। বলে রাখা ভাল এই বাইকের ব্যাটারি প্যাকে কিন্তু রয়েছে লিথিয়াম আয়ন ব্যাটারি।


এক্সটিরিয়রের দিক থেকে দেখলে এর (Electric Cruiser) একটি মাস্কুলার ট্যাঙ্ক রয়েছে, রয়েছে একটি ফ্লাইস্ক্রিন সহ গোল হেডলাইট, একটা সিঙ্গল পিস সিট তাঁর সঙ্গে ক্লাসিক স্টেপ আপ ডিজাইন, অন্যান্য ফিচার্স হিসেবে এতে দেখা যাবে USD ফর্ক, ১৭ ইঞ্চির হুইল, দুটি চাকাতেই ডিস্ক ব্রেক এবং ফরোয়ার্ড ফুট স্টেপ পেগস। বাইকের আকর্ষণীয় ফিচার্সের মধ্যে একটি টিএফটি ডিসপ্লে যাতে একটি ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে, রয়েছে অনবোর্ড নেভিগেশন, ক্রুজ কন্ট্রোল, পার্ক অ্যাসিস্ট, রিভার্স মোড সহ আরও কত কি !


mX Moto M16 বাইকের দাম ১.৯৮ লাখ টাকা। সহজে ইএমআই অপশনও রয়েছে গাড়ি কেনার ক্ষেত্রে।


আরও পড়ুন: Upcoming Cars in India: চলতি বছরে বাজারে নজর কাড়বে এই গাড়িগুলি, জানেন কবে আসবে মার্কেটে ?


Car loan Information:

Calculate Car Loan EMI