E Motorad: দেশে বৈদ্যুতিন বাইক এবং স্কুটারের বিরাট চাহিদা তৈরি হয়েছে। আর এই বৈদ্যুতিন দু-চাকার সঙ্গে এসেছে বৈদ্যুতিন সাইকেলও (Electric Cycle)। বহু মানুষ যারা সাইকেল চালাতে ভালবাসেন, তারা দীর্ঘ দূরত্ব যাওয়ার জন্য এই ধরনের বৈদ্যুতিন সাইকেল কিনছেন। এটি শহরের মধ্যে চালানোর জন্য সবথেকে ভাল এবং শহরের বাইরেও চাইলে এই সাইকেলে চড়ে বহুদূর যাওয়া যায়। ই-মোটরাড (E Motorad) ভারতের বাজারে তাদের নতুন বৈদ্যুতিন সাইকেল T-Rex Air লঞ্চ করেছে। এই সাইকেলে আপনি একবার সম্পূর্ণ চার্জ দিয়ে ৫০ কিমিরও বেশি রাস্তা যেতে পারবেন।


কী বিশেষত্ব


ই-মোটোরাড সংস্থা তাদের এই নতুন ই-সাইকেল টি-রেক্স এয়ারে ২৭.৫ ইঞ্চির চাকা দিয়েছে। মূলত অরেঞ্জ ব্লেজ এবং ট্রপিক্যাল গ্রিন এই দুটি রঙের ভ্যারিয়ান্টে পাওয়া যাবে এই ই-সাইকেল। এছাড়াও এই বৈদ্যুতিন সাইকেলে হাই টেনসিল স্টিলের ফ্রেমের সঙ্গে সামনের টেলিস্কোপিক ফর্ক দেওয়া হয়েছে। এমনকী এই সাইকেলের উভয় চাকায় ডিস্ক ব্রেক দেওয়া রয়েছে।




পাবেন দারুণ সব ফিচার্স


এই বৈদ্যুতিন সাইকেলের ফিচার্সের কথা বলতে গেলে ই-মোটোরাড সংস্থা এতে একটি ৫ ইঞ্চির এলইডি ক্লাস্টার দিয়েছে। এর সাহায্যে রাইডাররা ব্যাটারি ও গতির সঙ্গে প্যাডেল অ্যাসিস্ট লেভেল ও ওডোমিটার সম্পর্কেও তথ্য পাবে। এছাড়া এতে একটি চমৎকার হর্নও দেওয়া হয়েছে। এই ই-সাইকেল কিনলে আপনি পাবেন 2A চার্জার। এই ব্যাটারির সাহায্যে এই বৈদ্যুতিন সাইকেলে ২ ঘণ্টা ৩০ মিনিটের মধ্যেই ০ থেকে ৮০ শতাংশ চার্জ হয়ে যায়।




রেঞ্জও পাবেন দুরন্ত


এই নতুন বৈদ্যুতিন সাইকেল T-Rex Air-এ দুরন্ত রেঞ্জ মিলবে। এতে রয়েছে একটি ২৫০ ওয়াটের বৈদ্যুতিন মোটর। এছাড়াও এতে একটি ১০.২ এএইচের অপসারণযোগ্য লিথিয়াম আয়ন ব্যাটারিও দেওয়া হয়েছে। ৫ লেভেলের প্যাডেল অ্যাসিস্ট সহ বাজারে মিলছে এই দুরন্ত বৈদ্যুতিন সাইকেল।


এই ব্যাটারি ও মোটরের সাহায্যে এই ই-সাইকেলে আপনি চাইলে ৫০ কিমিরও বেশি রাস্তা যেতে পারেন। একই সময়ে যখন ব্যাটারি ডিসচার্জ হয়, তখন এটি একটি গিয়ারযুক্ত সাইকেল হিসেবেও আপনি ব্যবহার করতে পারেন। এই বৈদ্যুতিন সাইকেলে সর্বোচ্চ ২৫ কিমি প্রতি ঘণ্টায় গতিবেগ ওঠে।


কত দামে পাবেন


ই মোটোরাড সংস্থা তাদের এই নতুন সাইকেলের দাম ধার্য করেছে ৩৪ হাজার ৯৯৯ টাকা। এই সাইকেলকে আপনি ব্যাটারি এবং গিয়ার দেওয়া সাইকেল দু-ভাবেই ব্যবহার করতে পারেন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Upcoming Bikes: অগস্টেই বাজারে আসবে এই ৩ বাইক, হিরো-টিভিএস রয়েছে সামিল


Car loan Information:

Calculate Car Loan EMI