Ola Electric Bike: কিছুদিন আগেই জানতে পারা গিয়েছিল বৈদ্যুতিন স্কুটারের পর এবার বৈদ্যুতিন বাইক আনছে ওলা ইলেকট্রিক। তবে জানা ছিল না ঠিক কবে বাজারে আসবে এই বাইক। এবার সেই দিনক্ষণ জানালেন ওলার সিইও ভবীশ আগরওয়াল। বোর্ড অফ ডিরেক্টরসের একটি সাংবাদিক সম্মেলনে এই তথ্য প্রকাশ করেন তিনি। এরই মধ্যে তুঙ্গে রয়েছে ওলা ইলেকট্রিকের আইপিও নিয়ে তোড়জোড়।


ভারতের বাজারে কবে আসবে ওলা বাইক


ওলা ইলেকট্রিকের আইপিও নিয়ে জোর জল্পনার মাঝে জানা গেল আগামী বছর অর্থাৎ ২০২৫-এর শুরুর দিকেই বাজারে আসবে ওলা ইলেকট্রিকের এই নতুন বাইক। ২৯ জুলাই আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান ওলার সিইও ভবীশ আগরওয়াল। তিনি বলেন এই ওলার বাইক আগামী ২০২৫ সালের প্রথম ৬ মাসের মধ্যেই বাজারে আসবে। আর এই বৈদ্যুতিন বাইক সংক্রান্ত সমস্ত তথ্য আগামী ১৫ অগাস্ট ওলার ইভেন্টের সময় জানানো হবে।


বৈদ্যুতিন স্কুটারের হাত ধরে এখন ভবীশ আগরওয়াল ওলাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এছাড়াও গাড়িপ্রেমীরা বৈদ্যুতিন দু-চাকার গাড়ির পাশাপাশি ওলা ইলেকট্রিকের পক্ষ থেকে চার চাকার গাড়িরও প্রত্যাশা করছেন। এখন ওলার এস ওয়ান প্রো, এস ওয়ান এয়ার, এস ওয়ান এক্স বৈদ্যুতিন স্কুটার বাজারে পাওয়া যাচ্ছে এবং সেগুলির চাহিদাও তুঙ্গে।


দেশেই তৈরি হবে ইভির ব্যাটারি


এই সাংবাদিক সম্মেলনে ওলার সিইও ভবীশ আগরওয়াল জানিয়েছেন যে, ভবিষ্যতে যে সমস্ত বৈদ্যুতিন মোটরসাইকেল ভারতে নির্মিত হবে তার ব্যাটারিও তৈরি হবে দেশের ভিতরেই। ওলা জানিয়েছে তাদের এই বৈদ্যুতিন বাইকে সবথেকে বড় ইভি ব্যাটারি দেখা যাবে। বৈদ্যুতিন গাড়ি নিয়েও এদিন নিজের পরিকল্পনার কথা জানান ভবীশ আগরওয়াল। তবে এও স্পষ্ট করে দেন যে এখন তাঁর অগ্রাধিকার বৈদ্যুতিন বাইক নিয়েই।


আসছে ওলা ইলেকট্রিকের আইপিও


আগামী ২ অগাস্ট বাজারে আসবে ওলা ইলেকট্রিকের আইপিও। ৬১০০ কোটি টাকার এই আইপিও নিয়ে ইতিমধ্যেই বিনিয়োগকারীদের মধ্যে জোর জল্পনা চলছে। অ্যাঙ্কর বিনিয়োগকারীদের জন্য আইপিও খুলে যাবে ১ অগাস্ট। এতে প্রায় ৬০০ কোটি টাকার শেয়ার পাবেন আপনি। আগামী ৬ অগাস্ট পর্যন্ত বিড করা যাবে এই আইপিওতে।  



আরও পড়ুন: Ola Electric IPO: ওলা ইলেকট্রিক আইপিও কিনতে কত খরচ ? এই বলিউড তারকাদের বিনিয়োগ রয়েছে কোম্পানিতে


Car loan Information:

Calculate Car Loan EMI