Electric Scooter: আপনি যদি একটি ইলেকট্রিক স্কুটার কিনতে চান, তাহলে পুজোর মরশুমে এই বিশেষ স্কুটার আপনার অন্যতম বিকল্প হয়ে উঠতে পারে। এই স্কুটারের দাম এমনিই এক লাখের মধ্যে। তবে এর উপরে আরও ১০ হাজার টাকার ছাড় মিলছে এই মরশুমে। স্কুটারের নাম iVooMi JeetX ZE। ইভূমি এনার্জি সংস্থার সবথেকে ভাল মডেল হল এটি, টপ এন্ড লাইন মডেল বলা চলে। এই বৈদ্যুতিন স্কুটারে ৬০ কিমি প্রতি ঘণ্টার গতি পাবেন আপনি।


iVooMi JeetX ZE একটি বাজেট ফ্রেন্ডলি অর্থাৎ সাশ্রয়ী বৈদ্যুতিন স্কুটার। এই স্কুটারের এক্স শোরুম দাম রয়েছে ৭৯,৯৯৯ টাকা। এই বৈদ্যুতিন স্কুটারে আপনি ১৭০ কিমি পর্যন্ত রেঞ্জ পেয়ে যাবেন একবার সম্পূর্ণ চার্জ দিলে। iVooMi JeetX ZE এখন বাজারে এসেছে ৮টি বিশেষ রঙের ভ্যারিয়ান্টে। এই আটটি রঙের ভ্যারিয়ান্টের মধ্যে থাকছে নার্ডো, গ্রে, ইম্পেরিয়াল রেড, আর্বাল গ্রিন, পার্ল রোজ, প্রিমিয়াম গোল্ড, সেরুলিয়ান ব্লু, মর্নিং সিলভার, শ্যাডো ব্রাউন।


যে কেউ সহজেই এই স্কুটার চালাতে পারবেন


ইভূমি স্কুটারের এই ভ্যারিয়ান্টটি ১৩৫০ মিমির হুইল বেস নিয়ে বাজারে এসেছে। এর দৈর্ঘ্য থাকছে ৭৬০ মিমি এবং সিট হাইট রাখা হয়েছে ৭৭০ মিমি। এর ফলে সকলেই খুব সহজে এই স্কুটারে চড়তে পারবেন। ফুট স্পেস এবং বুট স্পেস দুইই যথাযথ দেওয়া হয়েছে এই স্কুটারে।


ইভূমির এই বৈদ্যুতিন স্কুটার বাজারে এসেছে একটি অ্যাপ্লিকেশনের সঙ্গে যা যে কোনো ব্লুটুথ ডিভাইসের সঙ্গে কানেক্ট করা যায়। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ডিস্ট্যান্স টু এম্পটি, টার্ন বাই টার্ন নেভিগেশন সিস্টেম, কল অ্যান্ড এসএমএস অ্যালার্ট স্ক্রিনে দেখা যাবে আপনার। এছাড়াও জিও ফেসিং অফারও এই স্কুটারে আপনি পেয়ে যাবেন।


iVooMi JeetX ZE স্কুটারে আপনি তিনটি ব্যাটারি প্যাকের সাইজ পেয়ে যাবেন। এর মধ্যে রয়েছে ২.১ কিলোওয়াট আওয়ার, ২.৫ কিলোওয়াট আওয়ার এবং ৩ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক। এই স্কুটারে যে বৈদ্যুতিন মোটর ইনস্টল করা রয়েছে তা ৯.৩৮ বিএইচপি শক্তিসম্পন্ন। এই স্কুটারের ব্যাটারি প্যাক এর মোটরের থেকেও ২০ শতাংশ হালকা হবে। এই সংস্থা ব্যাটারির কুলিং সিস্টেম আরও উন্নত করে তুলেছে, আর এর ফলে এই স্কুটারের কার্যক্ষমতা ২.৪ গুণ বেড়ে গিয়েছে।


আরও পড়ুন; Citroen Basalt: ভারত ক্র্যাশ টেস্টে ফোর স্টার পেল সিট্রয়েনের এই গাড়ি, কত দাম জানেন ?


Car loan Information:

Calculate Car Loan EMI