Kawasaki Bike: এই পুজোর মরশুমে গাড়ি এবং বাইকে চলছে দারুণ অফার। বিভিন্ন গাড়ি নির্মাতা সংস্থা তাদের গ্রাহকদের জন্য দারুণ সব অফার (Discount Offer) নিয়ে এসেছে। বিশেষ ডিসকাউন্ট অফার চলছে বিভিন্ন গাড়ি-বাইকে (Kawasaki Bike)। দারুণ ছাড়ে এই সময় গাড়ি-বাইক কেনার সুযোগ রয়েছে। এই সিরিজে কাওয়াসাকি সংস্থাও তাদের বাইকে নিয়ে এসেছে ছাড়ের সুযোগ। কাওয়াসাকির (Kawasaki Ninja 500) জনপ্রিয় নিঞ্জা ৫০০ বাইকে ১০ হাজার টাকার ছাড় পাওয়া যাবে। এই ছাড়ের সুযোগ পাওয়া যাবে ৩১ অক্টোবরের মধ্যে।


এই বাইকের দামের কথা বলতে গেলে এর এক্স শোরুম দাম রয়েছে ৫ লক্ষ ১৪ হাজার টাকা। ভারতেই এই বাইক তৈরি হয়েছে এবং সিবিইউ মোডে ভারতে আনা হয়েছে। এই কারণে নির্দিষ্ট এই সেগমেন্টে এই বাইকটি সবথেকে দামি বলা চলে।


কাওয়াসাকি নিঞ্জা ৫০০-র পাওয়ারট্রেন


কাওয়াসাকি নিঞ্জা ৫০০ বাইকে একটা নতুন লিকুইড কুলড ৪৫১ সিসির প্যারালাল টুইন ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিনে ৪৫ এইচপি শক্তি উৎপন্ন হয় ৯০০০ আরপিএমে এবং ৪২.৬ এনএম টর্ক উৎপন্ন হয় ৬০০০ আরপিএমে। এই ইঞ্জিন আগে থেকে কাওয়াসাকির এলিমিনেটর ৫০০ ক্রুজার মডেলে রয়েছে। এমনকী কাওয়াসাকির ইনোভেটিভ নিঞ্জা ৭ হাইব্রিড মোটরসাইকেলেও রয়েছে।


নিঞ্জা ৫০০ বাইকের বেশিরভাগ অংশই নিঞ্জা ৪০০-র সঙ্গে মিল রয়েছে এবং এতে রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস স্ট্যান্ডার্ড। এর সিট হাইট পাওয়া যাবে ৭৮৫ মিমি, ফলে কম উচ্চতার আরোহীরাও সহজেই এই বাইক চালাতে পারবেন। এছাড়াও কাওয়াসাকি আপনাকে দীর্ঘ সিট অ্যাসিস্ট্যান্ট ভ্যারিয়ান্ট এনে দেবে। যার মাধ্যমে এই সিটের হাইট ৮১৫ মিমি পর্যন্ত বাড়িয়েও নেওয়া যাবে।


নিঞ্জা ৫০০ বাইকে একটা নেভিগেশনাল ক্লাস্টার রয়েছে যা কিনা ব্লুটুথ কানেক্টিভিটির সঙ্গে আসে রাইডারের মোবাইল নোটিফিকেশন, রাইডিং লগ সমস্ত কিছুই আপনি পেয়ে যাবেন এই গাড়িতে বসে বসেই। এতে রয়েছে ১৭ ইঞ্চির অ্যালয় হুইল, টেলিস্কোপিক ফর্ক, মনোশক এবং সিঙ্গল ডিস্ক ব্রেক দুটি চাকাতেই। নিঞ্জা ৫০০ খানিক আলাদা নিঞ্জা ৪০০-এর থেকে। সর্বোপরি, এই বাইক দেখতে খুবই অন্যরকম এবং পেশিবহুল মনে হয়।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Noel Tata: টাটা ট্রাস্টের নতুন চেয়ারম্যান নোয়েল টাটা, কত কোটির সম্পত্তি তাঁর ?


Car loan Information:

Calculate Car Loan EMI