Tata Punch EV: বছর শেষে নতুন ইলেকট্রিক গাড়ি (EV) লঞ্চ করতে পারে টাটা মোটরস (Tata Motors)। সম্প্রতি শোনা গিয়েছে, চলতি বছর শেষভাগে লঞ্চ হতে পারে টাটা মোটরসের পাঞ্চ ইভি (ইলেকট্রিক ভেহিকেল)। ২০২৩ সাল অর্থাৎ এবছর নভেম্বর মাসে এই গাড়ি (Electric Vehicle) লঞ্চের কথা শোনা যাচ্ছে বিভিন্ন সূত্রে। যদিও নির্দিষ্ট ভাবে এখনও কিছু জানা যায়নি। এমনকি কোনও সঠিক দিনক্ষণও প্রকাশ্যে আসেনি। এর আগে টাটা মোটরসের যে পাঞ্চ মডেল লঞ্চ হয়েছিল সেই গাড়ির সঙ্গে নতুন ইলেকট্রিক মডেলের একাধিক সাদৃশ্য থাকবে। বডি প্যানেল, অ্যালয় হুইল ডিজাইন, ডাইমেনশ (গাড়ির দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা) - এইসব বৈশিষ্ট্যের নিরিখে আগের চিরাচরিত মডেলের সঙ্গে আসন্ন ইভি মডেলের সাদৃশ্য থাকবে। তবে গাড়ির ভিতর এবং বাইরের অংশে থাকবে 'EV' ব্যাজ, যা আসন্ন গাড়িটিকে আলাদা করবে আগের মডেলের থেকে। টাটা পাঞ্চ ইলেকট্রিক ভেহিকেল লঞ্চ হলে সরাসরি তা প্রতিযোগিতায় নেমে পড়বে MG Comet EV এবং Citroen eC3- এই দুই গাড়ির সঙ্গে। টাটা পাঞ্চ ইলেকট্রিক ভেহিকেলের সম্ভাব্য দাম ৯.৫০ লক্ষ টাকা থেকে ১২.৫০ লক্ষ টাকার মধ্যে হতে পারে। যদিও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। 


টাটা পাঞ্চ ইভি মডেলে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে



  • সাত ইঞ্চির একটি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম থাকতে পারে। এছাড়াও থাকতে পারে একটি ইলেকট্রিক সানরুফ। এর সঙ্গে একটি দু-স্পোকের স্টিয়ারিং হুইল থাকতে পারে।

  • শোনা যাচ্ছে নতুন ইলেকট্রিক ভ্যারিয়েন্টে একটি নয়া ডিজাইনের সেন্টার কনসোল থাকতে পারে। সেক্ষেত্রে সাধারণ ভাবে যে গিয়ার লেভেল দেখা যায় তার পরিবর্তে একটি রোটারি ড্রাইভ সিলেকটর থাকার সম্ভাবনা রয়েছে। 

  • টাটা পাঞ্চ ইলেকট্রিক ভ্যারিয়েন্টে একটি ৩৬০ ডিগ্রি ভিউ দেবে এমন ক্যামেরা থাকতে পারে। তবে এই ইলেকট্রিক গাড়িতে কী ধরনের এবং কতটা শক্তি যুক্ত ব্যাটারি থাকতে পারে তা এখনও প্রকাশ্যে আসেনি। 

  • অনুমান করা হচ্ছে এই ইলেকট্রিক হ্যাচব্যাকের ক্ষেত্রে টাটা সংস্থা Ziptron টেকনোলজির ছোঁয়া থাকবে। এক্ষেত্রে একটি লিকুইড কুলড ব্যাটারি লক্ষ্য করা যেতে পারে। এর সঙ্গে থাকতে পারে একটি স্থায়ী চুম্বক যুক্ত মোটর, যা সামনের চাকায় শক্তি প্রদান করবে।  


টাটা পাঞ্চ সিএনজি মডেল


সম্প্রতি টাটা মোটরস ভারতে লঞ্চ করেছে পাঞ্চ মডেলের সিএনজি ভ্যারিয়েন্ট। এর দাম ৭.১০ লক্ষ টাকা থেকে ৯.৬৮ লক্ষ টাকার মধ্যে (শোরুম কস্ট বাদ দিয়ে)। Punch iCNG পাওয়া যাচ্ছে পিওর, অ্যাডভেঞ্চার এবং অ্যাকমপ্লিশড- এই তিনটি ভার্সানে।


আরও পড়ুন- একেবারে যেন ই-গেমিং কার! MG আনল নয়া Comet


Car loan Information:

Calculate Car Loan EMI