Tesla In India : টেসলার প্রিমিয়াম লাক্সারি সেডান প্রথমেই আসছে না ভারতের বাজারে (Indian Car Market)। পরিবর্তে বিক্রির কথা মাথায় রেখে কম দামি ইভি (EV দেশে আনার পরিকল্পনা করছে এলন মাস্কের (Elon Musk) কোম্পানি। অন্তত বিভিন্ন রিপোর্ট বলছে এই কথা।
কোন মডেল ভারতে আনতে চলেছে টেসলা
টেসলা ভারতে আনতে চলেছে ভলিউম ফোকাসড এন্ট্রি লেভেল রেঞ্জ, শোনা যাচ্ছে মডেল 3 ও মডেল Y আনবে এলন মাস্কের কোম্পানি। দুই মডেল বেশি বিক্রির কথা মাথায় রেখে ভারতে আনা হচ্ছে। এই দুটিই ভারতের জন্য ভেবেছে টেসলা। বিশ্বব্যাপী পরিচিত মডেল বলতে টেসলার কাছে রয়েছে মডেল S । এই মডেল S যদিও ভারতের জন্য খুব ব্যয়বহুল হবে। মডেল 3 BB ও BB-(এ)-র মতো কিছু BYD-র প্রতিদ্বন্দ্বী গাড়ি ভারতে আনবে কোম্পানি। এগুলি এস সিরিজ মার্সিডিজ-বেঞ্জ সি-ক্লাসের সঙ্গে তুলনা টানা যেতে পারে।
এই দুই মডেল টেসলার জনপ্রিয় গাড়ি
মডেল 3 এবং মডেল Y ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, কারণ মডেল Y হল মডেল 3-এর বৃহত্তর ও আরও ব্যবহারিক সংস্করণ যা এক ধরনের ক্রসওভার বলা যেতে পারে। মডেল ওয়াই বিশ্বব্যাপী সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়িগুলির মধ্যে একটি । এটি ভারতেও আসবে, যখন এটি মডেল 3-এর চেয়ে বেশি ব্যয়বহুল হবে। উভয় মডেলই তাদের দীর্ঘ রেঞ্জ নিয়ে ভারতে আসবে। ভারতে টেসলার মডেল 3 ও মডেল Y তাদের আপডেট করা অবতারে একটি নতুন চেহারা ও উন্নত আপডেট সহ ভারতে আসবে।
কত রেঞ্জ দেবে গাড়িগুলি
বেশি রেঞ্জের মডেলগুলির সর্বনিম্ন 600 কিলোমিটার যেতে সক্ষম হবে। যেখানে 700 কিলোমিটারও যেতে পারে এই দুই গাড়ি। বিশ্বব্যাপী, পারফরম্যান্স সংস্করণও রয়েছে এই মডেলগুলির। এর পারফরম্যান্স অনেক সুপারকারকে হার মানায়।
কত দাম হতে পারে এই গাড়ির
আপাতত আমদানি করা হচ্ছে এই গাড়ি। এর দাম পুরোপুরি আমদানি শুল্ক কমানোর উপর নির্ভর করবে। যদিও এই গাড়ির উত্পাদনের জন্য পরবর্তী পরিকল্পনার কথা বলেনি কোম্পানি। আমরা এখনও পর্যন্ত 50 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকার কাছাকাছি দাম আশা করতে পারি।
Car loan Information:
Calculate Car Loan EMI