সোমনাথ চট্টোপাধ্যায়: আশা করা যাচ্ছে এই বছরের শেষ দিকে হুন্ডাই তাঁর ক্রেটার ইভি ভার্সন তৈরির কাজ শুরু করবে। আর এর পরের বছর অর্থাৎ ২০২৫ সালের শুরুর দিকেই এই ক্রেটা ইভি বাজারে লঞ্চ করবে হুন্ডাই। এখন এই ইভি এসইউভি (Hyundai Creta EV) গাড়ির ফিচার্স নিয়েই বেশি চর্চা চলছে গাড়িপ্রেমীদের মধ্যে। আর ক্রেটার যে আইসিই মডেল আগে থেকেই আছে বাজারে, তাঁর সঙ্গে এর ফিচার্সের কিছু কিছু মিল আছে। গত বছর এই ক্রেটার আইসিই মডেলটিতেও বেশ কিছু আপগ্রেড এসেছে।


আশা করা যাচ্ছে ক্রেটার ইভি ভার্সনে (Hyundai Creta EV) ইভি স্পেসিফিক টায়ার লাগানো থাকবে, আলাদা রকমের চাকা থাকবে এবং থাকবে এয়ারো ইনসার্ট অপশনটিও। এর মানে ফিচার্সের দিক থেকে ক্রেটা ইভিতে থাকতে চলেছে ডুয়াল জোন ক্লাইমেট কনট্রোল, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ADAS লেভেল ২, পাওয়ারড হ্যান্ড ব্রেক, পাওয়ারড ড্রাইভার সিট। এছাড়াও হুন্ডাই আরও এক ধাপ এগিয়ে যাবে এই ক্ষেত্রে। আরও কিছু স্পেশাল ফিচার্স যোগ হবে এই গাড়িতে। এর মধ্যে যেমন থাকছে হিটেড বা কুলড সিট, থাকছে কার টেক ফিচার্স যেমন ইভি স্পেসিফিক স্ক্রিন, ইনফোটেইনমেন্ট সিস্টেম ইত্যাদি কত কি। ক্রেটা ইভিই এখন হতে চলেছে হুন্ডাইয়ের সবথেকে বড় ইভি গাড়ি। আগামী বছরের শুরুর দিকেই বাজারে আসবে এই হুন্ডাই ক্রেটা ইভি।


এই ক্রেটা ইভি ছাড়াও আরও কিছু ইভি (Hyundai Creta EV) বাজারে আনতে চলেছে হুন্ডাই। আশা করা যায় এতে থাকবে V2V বা V2L, টাটার নেক্সন ইভিতেও থাকছে এই ফিচার্সটি। আমরা আরো আশা করতে পারি যে এতে থাকবে মাল্টি লেভেল রেগান ব্রেকিং সিস্টেম। ব্যাটারি প্যাক এতে থাকবে ৫০-৬০ কিলোওয়াট আওয়ারের। ইঞ্জিন থাকবে সিঙ্গল মোটরের। কম্পিটিটিভ ইভি সেগমেন্টে এই ইভি আশা করা যাচ্ছে ভারতের গাড়িপ্রেমীদের মন জিতে নেবে।


স্ট্যান্ডার্ড আইসিই ক্রেটার থেকে এই ক্রেটা ইভি (Hyundai Creta EV) অনেকটাই আলাদা হতে চলেছে বলে আশা করা যাচ্ছে। একটা ব্ল্যাঙ্কড অফ ফ্রন্ট এন্ড, সাইড প্রোফাইল একই থাকবে বলেই মনে করা হচ্ছে। বাজারে লঞ্চ হলে মারুতির ইভিএক্স মডেলটির সঙ্গে পাল্লা দিয়ে প্রতিযোগিতা করবে ক্রেটা ইভি। সঙ্গে আরও টেক্কা দেবে টাটার কার্ভ ইভি এবং অন্যান্য আরও কিছু মডেল।


আরও পড়ুন: EV Cars: টাটার ইভি কিনবেন ? টাটা কার্ভের থেকে নেক্সনে বড় বদল কী কী ? দেখুন এক ঝলকে


Car loan Information:

Calculate Car Loan EMI