Ferrari Roma Spider: ফেরারি মুম্বই সম্প্রতি ভারতে তাদের নতুন গাড়ির মডেল রোমা স্পাইডার নিয়ে এসেছে। এটি একটি কনভার্টিবল গাড়ি যা কিনা সফট টপ রুফের সঙ্গে বাজারে আসে। রোমা মডেলের একটি কনভার্টিবল ভার্সন নিয়ে এসেছে এই গাড়ি (Ferrari Cars)। মূলত দীর্ঘ দূরত্বের পথ যাত্রা করার জন্য এই রোমা স্পাইডার গাড়িটি বিশেষভাবে নির্মিত হয়েছে। একইসঙ্গে গাড়িটিকে প্র্যাক্টিক্যালও বানানো হয়েছে। এই গাড়ির (Ferrari Roma Spider) ক্যানভাসের ছাদ বিভিন্ন রঙে কাস্টমাইজ করা যায়, এই গাড়িতে আবার রয়েছে একটি উইন্ড ডিফ্লেক্টরের সুবিধে।


গাড়ির ইন্টিরিয়র কেমন


রোমার বাইরের লুকের মতই আকর্ষণীয় এই গাড়ির ইন্টিরিয়র লুকস, এতে আছে বড় বড় প্যাডল এবং প্রযুক্তির সম্ভারে পূর্ণ স্টিয়ারিং। এই স্টিয়ারিংয়ে অনেকগুলি বাটন রয়েছে। এগুলি ব্যবহার করাও অনেক সহজ। সেন্টার গিয়ার সিলেক্টর পুরনো ফেরারি গাড়ির ম্যানুয়াল গিয়ারবক্সের মতই দেখতে অনেকটা। এক্ষেত্রে লাগেজ স্পেস খানিকটা কমানো হয়েছে, ছাদ খোলা রাখা হয়েছে। তবে সিটের পিছনে বেশ ভাল স্পেস রয়েছে এই গাড়িতে।


রোমা স্পাইডার গাড়ির ফিচার্স


ফেরারির এই নতুন রোমা স্পাইডার গাড়িতে রয়েছে ৩.৯ লিটারের টুইন টার্বো ভি৮ ইঞ্জিন, যেখানে ৬১২ বিএইচপির ক্ষমতা রয়েছে। এই গাড়ি অত্যন্ত দ্রুত গতির। শহরের মধ্যে চালানোর সময় এই গাড়িকে খানিক নয়েসি মোডে টিউন করে নেওয়া সহজেই। ফেরারির ২৯৬ জিটিএস মডেলের মত এটি কোনও হাইব্রিড গাড়ি নয়।


এই ফেরারি রোমা স্পাইডার গাড়ি অত্যন্ত আরামদায়ক, এর ভি৮ ইঞ্জিন সত্যিকারের ফেরারি চড়ার অভিজ্ঞতা দেবে। এটি এমনই একটি প্র্যাক্টিক্যাল কনভার্টিবল যা আরামদায়ক পরিবেশে চালাতে খুবই আনন্দ পাবেন চালক ও আরোহীরা। তবে এটি চালানোর জন্য অনেক খরচ করতে হবে এটা বলাই বাহুল্য।


এটা বলাই যায় এই গাড়িটি লুকস, পারফরম্যান্স, গুণ ও ব্যবহার্যতার দিক থেকে একেবারে দশে দশ পেতে পারে। তবে এর স্টিয়ারিং কনট্রোল ব্যবহার করা খানিক সমস্যাজনক হতে পারে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


ডিসক্লেমার: এই প্রতিবেদন কোনও নির্দিষ্ট গাড়ির বিপণন করার সহায়তা করে না। গাড়ির ফিচার্স ও তথ্য শিক্ষামূলক উদ্দেশ্যেই পরিবেশন করা হয়। 


আরও পড়ুন: Electric Scooter: সেন্সর দেওয়া স্কুটার এল বাজারে, দুর্ঘটনা থেকে বাঁচতে সতর্ক করবে চালককে


Car loan Information:

Calculate Car Loan EMI