Force Gurkha Features: ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত হতে চলেছে ফোর্স গোর্খা গাড়ি। ২ হাজার ৯৭৮টি ইউনিট ফোর্স গোর্খার (Force Gurkha) মডেল ইতিমধ্যেই ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর কাছ থেকে অর্ডার জমা হয়েছে। এই অফ রোডিং এসইউভি গাড়িটি ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) প্রতিরক্ষার জন্য কাজ করবে। এই প্রতিরক্ষা বাহিনী বিশেষভাবে জিএস ৪*৪ মডেলের দাবি করেছে।

কত দাম ফোর্স গোর্খা গাড়ির ?

ভারতের বাজারে ফোর্স গোর্খার মূলত থ্রি-ডোর ও ফাইভ ডোরের মডেল পাওয়া যায়। এর থ্রি-ডোর এসইউভি বিকল্পের দাম রয়েছে ১৬.৭৫ লক্ষ টাকা এবং ফাইভ ডোর গোর্খার দাম শুরু হয়েছে ১৮ লক্ষ টাকা থেকে। এগুলি সবই এই গাড়ির এক্স শোরুম দাম। ফোর্স গোর্খা বাজারে মহিন্দ্রা থার রক্সের সঙ্গে প্রতিযোগিতা করবে। এই ফোর্স গাড়িটির সর্বোচ্চ গতি রয়েছে ১৫০ কিমি প্রতি ঘণ্টায়।

ফোর্স গোর্খার ইঞ্জিন ও শক্তি

বাজারে ফোর্স গোর্খা গাড়িটি দুটি আকারে পাওয়া যায়। মূলত এটি থ্রি-ডোর ও ফাইভ ডোর এই বিভাজনে বাজারে আসে। এই দুটি মডেলেই ২.৬ লিটারের টার্বো চার্জড ইন্টার-কুলড ডিজেল ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিনটি ১৪০০ থেকে ২৬০০ আরপিএমে ১৩৮ বিএইচপি শক্তি এবং ৩২০ এনএম টর্ক উৎপন্ন করে। এই গাড়িতে স্থাপিত ইঞ্জিনের মাধ্যমে এর চারটি চাকাতেই শক্তি সরবরাহ হয়। এই গাড়িতে একটি ম্যানুয়াল ৫ স্পিডের গিয়ার বক্স রয়েছে।

কী কী ফিচার্স এই গাড়ির ?

ফোর্স গোর্খার এই অফ রোড এসইউভিতে ১৮ ইঞ্চির অ্যালয় হুইল রয়েছে। এই গাড়িতে একটি ৭ ইঞ্চির ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল রয়েছে। একটি ৯ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম ইন্সটল করা আছে। এই গাড়িটি ২৩৩ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স সহ বাজারে আসে।

নিরাপত্তার দিক থেকে ফোর্স গোর্খা দুটি এয়ারব্যাগ, এবিএস এবং ইবিডির সঙ্গে স্ট্যান্ডার্ড হিসেবে টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম দিয়ে সাজানো রয়েছে। ৫ ডোরের ফোর্স গোর্খা ভারতের বাজারে লাল, সাদা, সবুজ ও কালো রঙের মোট ৪টি বিকল্পে পাওয়া যাবে।

এই এপ্রিল মাসে ভারতের বাজারে আসছে তিন তিনটি নতুন গাড়ি। ইলেকট্রিক স্পোর্টস কারের সঙ্গে সঙ্গে থাকবে প্রিমিয়াম এসইউভি গাড়িও। ফক্সওয়াগন টিগুয়ান আর, স্কোডা কোডিয়াক এবং এমজি সাইবারস্টার এবার ভারতের বাজারে আসতে চলেছে। ফিচার্সের দিক থেকে তিনটি গাড়িই দুর্দান্ত। 


Car loan Information:

Calculate Car Loan EMI