সোমনাথ চট্টোপাধ্যায়: ভারতের বাজারে আবারও ফোর্ডের ফিরে আসা নিয়ে গাড়িপ্রেমীদের মধ্যে এমনিতেই উত্তেজনা তৈরি হয়েছে। জল্পনা এখন তুঙ্গে। আর এবার জানা গেল ভারতের বাজারের জন্য ফোর্ড একটি নতুন ভার্সনের গাড়ি তৈরি করছে। তবে সেই গাড়ি ঠিক কবে ভারতের বাজারে পাওয়া যাবে তা নিয়ে এখনও সন্দেহ রয়েছে। এখনও স্পষ্ট করে কিছুই জানা যায়নি। ফুল সাইজড এনডিভার (Ford SUV) মডেলের নিচেই ভারতের বাজারের জন্য উপযুক্ত হতে পারে ফোর্ড টেরিটরি মডেলটি।
ফোর্ডের নতুন এসইউভি
নতুন এই ফোর্ড টেরিটরি মডেলটি একটি ৫ সিটার এসইউভি (Ford SUV), আকারে এটি এনডিভারের থেকে অনেক ছোট। তবে এটি খানিক ক্রসওভার মডেল বলেই মনে করা হয়। নতুন প্রজন্মের এই মডেলে রয়েছে একটি স্লিম এলইডি। তাঁর সঙ্গে জায়গা করা হয়েছে একটি ১৯ ইঞ্চির হুইলবেস ও অনেক বড় আকারের গ্রিল। এগুলি মিলিয়ে এমন একটা শার্প লুক এসেছে যা একে হ্যান্ডসাম চেহারা এনে দিয়েছে। তবে নতুন এনডিভারের থেকে এর রোড প্রেজেন্স যদিও তুলনায় কম।
কারখানা চালু হবে
চেন্নাইয়ের কারখানা পুরোপুরি কখনই বন্ধ করেনি ফোর্ড আর তাই একটা ক্ষীণ আশা ছিলই যে ভারতের বাজারে ফোর্ডের গাড়ি আবার ফিরবে এই মর্মে। লোকাল অপারেশনস বন্ধ হয়ে গিয়েছিল একথা ঠিক, কিন্তু আবার ফিরবে ফোর্ড। নিয়মিতভাবে সার্ভিসিংয়ের বিজ্ঞাপন দিয়ে গিয়েছে এই সংস্থা, কিন্তু মডেল নির্মাণ হয়নি। বাজার থেকে একেবারে সরেও যায়নি ফোর্ড।
ফোর্ড টেরিটরিতে কী কী থাকছে
ফোর্ড টেরিটরি মডেলে রয়েছে একটি ১.৮ লিটার GTDI ইকোবুস্ট এবং একটা স্ট্যান্ডার্ড ৭ স্পিডের অটোমেটিক ট্রান্সমিশন যা কিনা প্রতিদিনের ড্রাইভিংয়ের কথা ভেবেই তৈরি করা হয়েছে। এর ভিতরে রয়েছে ডুয়াল স্ক্রিন, ক্লাটার-ফ্রি কেবিন লে আউট, সঙ্গে ১২.৩ ইঞ্চির টাচস্ক্রিন। এছাড়াও প্রয়োজনীয় সমস্ত প্রযুক্তিই রয়েছে এই গাড়ির ভিতরে। টেরিটরি হতে পারে প্রিমিয়াম এসইউভির একটা খুব বড়সড় প্রতিদ্বন্দ্বী, নিউ এনডিভারও যে ক্যাটাগরিতে রয়েছে এখন। যদিও এখনও সেভাবে কিছুই স্পষ্ট করে জানা যায়নি। তবে আমাদের ধারণা এই দুই বড় বড় এসইউভিগুলি ভারতের বাজার কাঁপাবে অদূর ভবিষ্যতে।
নতুন ফোর্ড মডেলের বৈশিষ্ট্য কী হবে
তবে ভারতে ফিরে আসার প্রেক্ষিতে নতুন ফোর্ডের মডেল আদপেই একটি সিবিইউ প্রোডাক্টের লাইন আপ নিয়ে আসবে, এনডিভারের মাধ্যমেই এর হাতেখড়ি হবে। তবে লোকাল অ্যাসেম্বলিগুলি ধীরে ধীরে বাজারে লঞ্চ করবে বলেই জানা গিয়েছে। এবার সিবিইউ মডেলের মাধ্যমে ভারতের বাজারে ফোর্ডের এই ফিরে আসা অনেকটা যুক্তিসঙ্গত বলে মনে হল কারণ এর মাধ্যমে খুব তাড়াতাড়ি বাজার ধরে ফেলতে পারবে ফোর্ড আর গাড়ির অ্যাসেম্বলিং শুরু করতে পারবে। এবার আর ভলিউম-নির্ভর মডেল নয়, Figo বা Aspire-এর মত মডেল নয়, এই গাড়িনির্মাতা সংস্থা এবার নিয়ে আসছে CBU অপারেশনস।
আরও পড়ুন: EV Tips: বৈদ্যুতিন গাড়ি ব্যবহার করেন ? প্রচণ্ড গরমে বিস্ফোরণ থেকে বাঁচতে কী কী খেয়াল রাখবেন ?
Car loan Information:
Calculate Car Loan EMI