Electric Vehicle Charging Stations: ভারতে ক্রমশ জনপ্রিয় হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল (Electric Vehicle)। চাহিদা বাড়ছে দু'চাকা থেকে চারচাকা- সব ধরনের ইলেকট্রিক গাড়ির। এর মধ্যেই দারুণ এক ঘোষণা করেছে নরেন্দ্র মোদি সরকার। সম্প্রতি ৮০০ কোটি টাকার একটি প্রোজেক্টের কথা ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে। এই প্রোজেক্টের লক্ষ্য হল ভারতজুড়ে ইলেকট্রিক গাড়ির জন্য চার্জিং স্টেশন (Charging Stations) তৈরি করা। কেন্দ্রীয় মন্ত্রী মহেন্দ্র নাথ পাণ্ডে (হেভি ইন্ডাস্ট্রি বা ভারী শিল্প) সম্প্রতি ঘোষণা করেছে সারা দেশে ৭৪৩২টি ফাস্ট চার্জিং স্টেশন তৈরি হয়। এই চার্জিং স্টেশনগুলি তৈরি করবে ইন্ডিয়ান অয়েল, ভারতে পেট্রোলিয়াম এবং হিন্দুস্থান পেট্রোলিয়াম- এইসব পাবলিক সেক্টর আন্ডারটেকিং অয়েল মার্কেটিং কোম্পানি। পরিসংখ্যান অনুসারে বর্তমানে ভারতে প্রাত ৬৫৮৬টির কাছাকাছি চার্জিং স্টেশন রয়েছে ভারতজুড়ে। এরপরে আরও ৭৪৩২টি চার্জিং স্টেশন তৈরির কথা ঘোষণা করা হয়েছে। দু'চাকার ইলেকট্রিক যান, চারচাকার ইলেকট্রিক যান, হাল্কা বাণিজ্যিক যানবাহন এবং মিনিবাস চার্জ করা যাবে এইসমস্ত চার্জিং স্টেশনে।

 

কোথায় তৈরি হবে এইসব চার্জিং স্টেশন

 

বিভিন্ন হাইওয়ের পাশে এইসব চার্জিং স্টেশন তৈরি হবে। কারণ সরকারের মতে, এই হাইওয়ে দিয়ে যাতায়াত করেন সাধারণ মানুষ। ভারতের সমস্ত মেট্রো শহরে এইসব ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশন তৈরি হবে। এছাড়াও MoHUA- এর ঘোষণা করা স্মার্ট সিটি ও মিলিয়ন প্লাস সিটিগুলোতেও তৈরি হবে ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশন। পাহাড়ি শহর সংলগ্ন রাস্তাঘাটেও এইসব চার্জিং স্টেশন তৈরি হবে। এর পাশাপাশি দেশের বিভিন্ন হাইওয়ে এবং এক্সপ্রেসওয়েতেও তৈরি হবে ইলেকট্রিক ভেহিকেলের চার্জিং স্টেশন।

 

ইতিমধ্যেই ভারতের বিভিন্ন শহরে ইলেকট্রিক ভেহিকেলের জন্য চার্জিং স্টেশন তৈরি করেছে বেশ কিছু স্টার্টআপ সংস্থা

 

বেঙ্গালুরুর ইলেকট্রিক ভেহিকেল (Electric Vehicle) নির্মাণকারী সংস্থা (স্টার্ট আপ) Ather Energy ভারতের ৮০টি শহরে ১০০০- এরও বেশি ফাস্ট চার্জিং স্টেশন (Fast Cahrging Station) ইনস্টল করেছে। এই সমস্ত চার্জিং স্টেশনে Ather Energy কোম্পানির তৈরি করা ইলেকট্রিক স্কুটার চার্জ দেওয়া সম্ভব হবে। জানা গিয়েছে, Ather Energy সংস্থার তৈরি করা এই সমস্ত চার্জিং স্টেশনের নাম Ather Grids। বেঙ্গালুরুর স্টার্ট আপ কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩ সাল অর্থাৎ চলতি বছর শেষ হওয়ার আগে ২৫০০- এর বেশি চার্জিং স্টেশন তৈরি করবে তারা। শুধু ইলেকট্রিক স্কুটার নয়, ইলেকট্রিক গাড়িও চার্জ দেওয়া সম্ভব হবে এই সব চার্জিং স্টেশনে অর্থাৎ Ather Grids- এ। এবছর মার্চ মাস পর্যন্ত এই সমস্ত চার্জিং স্টেশনে ফ্রিতে অর্থাৎ বিনামূল্যে ইলেকট্রিক স্কুটার, বাইক এবং গাড়ি চার্জ দেওয়া যাবে বলে জানা গিয়েছে। ইউজারদের সুবিধার জন্য রয়েছে Ather Grid App। এই অ্যাপের মাধ্যমে ইউজাররা নিজের এলাকার কাছাকাছি চার্জিং স্টেশন সহজেই খুঁজে পাবেন। তারপর সেখানে গিয়ে পরিষেবা নিতে পারবেন।

 


Car loan Information:

Calculate Car Loan EMI