Maruti Suzuki Grand Vitara: গাড়ি প্রকাশ্যে আসার পর থেকেই তার লঞ্চ ডেট নিয়ে চলছিল জল্পনা। এবার  Maruti Suzuki ২৬ সেপ্টেম্বর তার বহু প্রতীক্ষিত এসইউভি  ভিটারা লঞ্চ করবে।  গত মাসেই এই গাড়িটি প্রকাশ্যে এনেছে কোম্পানি। লঞ্চের আগে এই গাড়িটি ইতিমধ্যেই ৫৫ হাজারেরও বেশি লোক বুক করেছেন। জেনে নিন, এই গাড়ির বিশেষত্ব। 


Grand Vitara Launch: বিশেষত্ব কী গাড়িতে ?
Maruti Suzuki Grand Vitara অল-হুইল ড্রাইভ (AWD) ও 2-হুইল ড্রাইভের মতো দুটি ড্রাইভিং মোড পাবে। হেড-আপ ডিসপ্লে (HUD), 360-ভিউ ক্যামেরা, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম (TPMS), হেডস-আপ ডিসপ্লে, 9-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (ABS), Android Auto ও Apple CarPlay-র মতো ফিচার সাপোর্ট, 6-স্পিকার আরকামিস অডিও সিস্টেম, হিল অ্যাসিস্ট ও ইবিডি, অ্যাম্বিয়েন্ট লাইটিং ফিচার দেওয়া হয়েছে গাড়িতে।  ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, প্যারানমিক সানরুফ, পার্কিং ক্যামেরা ও সেন্সর, স্টেবিলিটি কন্ট্রোল, একাধিক এয়ারব্যাগ পাওয়া যাবে এই গাড়িতে।


Maruti Suzuki Grand Vitara: গ্র্যান্ড ভিটারার ইঞ্জিন
গ্র্যান্ড ভিটারা হাইরাইডারে নিও ড্রাইভ ও হাইব্রিড ট্রিমের মতো হালকা-হাইব্রিড ও ইনটেলিজেন্ট হাইব্রিড প্রযুক্তির থাকবে। গ্র্যান্ড ভিটারায় হালকা-হাইব্রিড ট্রিমে একটি 1.5-L K15C ডুয়াল-জেট পেট্রল ইঞ্জিন পাওয়া যাবে যা 102 Bhp শক্তি ও 137 Nm টর্ক উত্পাদন করতে সক্ষম হবে৷ এটি 5-স্পিড ম্যানুয়াল ও 6-স্পিড অটোমেটিক ট্রান্সমিশনের বিকল্প পাবে। একই ইঞ্জিন Maruti Ertiga ও  XL6 ফেসলিফটেও দেখা যায়।


Grand Vitara Launch: মারুতি সুজুকি গ্র্যান্ড ভিটারা লুক
এই গাড়ির ডিজাইন বিশ্ববাজারে বিক্রি হওয়া S-Cross-এর সাথে অনেকটাই মিলে যাবে। এতে রয়েছে নতুন র‍্যাপ-অ্যারাউন্ড এলইডি টেললাইট, ব্ল্যাক বডি ক্ল্যাডিং, নতুন ডায়মন্ড-কাট অ্যালয় হুইল, রেয়ার ওয়াইপার ও ওয়াশার, ফগ লাইট, একটি নতুন ডুয়াল-পড প্রজেক্টর হেডল্যাম্প সেটআপ, ইন্টিগ্রেটেড এলইডি, ব্ল্যাক-আউট এ, বি, এবং সি- পিলার, নতুন ছাদের রেল, নতুন ডুয়াল-টোন ফ্রন্ট ও রেয়ার বাম্পার অন্তর্ভুক্ত করা হয়েছে।


Maruti Suzuki Grand Vitara: দাম কত হবে গাড়ির ?
Grand Vitara-র দাম সম্পর্কে মারুতির তরফ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে Financial Express-এর রিপোর্ট অনুসারে, এই SUV-এর মোট সাতটি ভেরিয়েন্ট লঞ্চ করা হবে। যার মধ্যে এর বেস মডেল সিগমার দাম 9.50 লক্ষ টাকা, ডেল্টার দাম 11 লক্ষ টাকা, Zeta-র দাম 12 লক্ষ টাকা, আলফার দাম 13.50 লক্ষ টাকা ও Alpha AWD এর দাম 15.50 লক্ষ টাকা রাখা হতে পারে। এ ছাড়াও এর শক্তিশালী-হাইব্রিড মডেল Zeta Plus-এর দাম হতে পারে 17 লক্ষ টাকা ও  Alpha Plus-এর দাম হতে পারে 18 লক্ষ টাকা।


Car loan Information:

Calculate Car Loan EMI