Electric Scooter: ভারতের বাজারে বৈদ্যুতিন দুই চাকার গাড়ির জনপ্রিয়তা ক্রমেই বেড়ে চলেছে। আর বৈদ্যুতিন স্কুটারের চাহিদাও পাল্লা দিয়ে বাড়ছে। এই পরিস্থিতিতে হিরোর একটি স্কুটার বাজারে আসছে যা অনেক সস্তায় (Hero Scooter) কেনার সুযোগ রয়েছে। এই স্কুটারের দাম ৫০ হাজার টাকারও কম। হিরো তার ভিডা ভিএক্স ২ স্কুটারের দাম আরও কমিয়ে দিয়েছে। এই স্কুটারের প্রারম্ভিক দাম (Hero Electric Scooter) রয়েছে ৪৪ হাজার ৯৯০ টাকা।
অর্থাৎ আপনি হিরো ভিডার বেস মডেল ভিএক্স ২ গো ভ্যারিয়ান্টের সঙ্গে BaaS পরিষেবার সঙ্গে অর্থাৎ ব্যাটারি অ্যাজ এ সার্ভিস পরিষেবার সঙ্গে ৪৪ হাজার ৯৯০ টাকার এক্স শোরুম দামে পাওয়া যাবে। আর এই একই মডেল স্থায়ী ব্যাটারির সঙ্গে পাবেন ৮৫ হাজার টাকায়।
টপ ভ্যারিয়ান্টের দাম কত
হিরোর এই ভিডা ভিএক্স ২ স্কুটারের টপ এন্ডের দাম BaaS সুবিধের সঙ্গে পড়বে ৫৮ হাজার টাকা আর ব্যাটারির সঙ্গে এই স্কুটারের ব্যাটারির ভ্যারিয়ান্টের দাম হবে ১ লক্ষ টাকা। আপনাকে বলা দরকার যে এই BaaS মডেলের অধীনে এই বৈদ্যুতিন স্কুটারের ব্যাটারি ভাড়ায় দেওয়া হয় অর্থাৎ এর জন্য আপনাকে মাসে মাসে টাকা দিতে হবে ব্যাটারির ক্ষেত্রে। এই স্কুটারে এক কিমি যেতে খরচ হয় মাত্র ০.৯৬ টাকা। এটি প্রারম্ভিক দাম, টপ এন্ড ভ্যারিয়ান্টে এই খরচ বাড়তে পারে।
হিরো ভিডার এই মডেলের ডিজাইন ও ফিচার্স
মূলত ভিডা জেড কনসেপ্টের উপরে এই স্কুটারের ডিজাইন ও ফিচার্স রাখা হয়েছে। এই কনসেপ্ট প্রথম আনা হয় EICMA- প্রদর্শনীতে। ভিডা ভি২-র থেকে সস্তায় মেলে এই ভিএক্স ২১ ভ্যারিয়ান্টটি। সাশ্রয়ী স্কুটার যার খোঁজেন তাদের জন্যই মূলত এই মডেল বানানো হয়েছে।
বিভিন্ন রঙের বিকল্পের সঙ্গে এই স্কুটারটি বাজারে আসে। এর ব্যাটারি প্যাক তুলনায় ওজনে অনেকটাই হালকা এবং দক্ষ, কার্যকরী। এই বৈদ্যুতিন স্কুটারের বডি ডিজাইন খুবই সরল সাদাসিধে। একটি মিনি টিএফটি ডিসপ্লে রয়েছে এতে যা এই স্কুটারে একটি স্মার্ট টাচ এনে দিয়েছে।
হিরো ভিডা ভিএক্স ২-র গো ভ্যারিয়ান্টটি ৯২ কিমির রেঞ্জের সঙ্গে বাজারে আসে। ২.২ কিলোওয়াট আওয়ারের রিমুভেবল ব্যাটারির সঙ্গে আইডিসি শংসাপত্র অনুযায়ী এই রেঞ্জ বলা হয়েছে সংস্থার তরফে। আর ভিএক্স ২ প্লাস মডেলে আপনি ৩.৪ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাকের সঙ্গে রেঞ্জ পাবেন ১৪২ কিমি।
গো ভ্যারিয়ান্টের সর্বোচ্চ গতি রয়েছে ঘণ্টায় ৭০ কিমি এবং ভিএক্স২ প্লাস ভ্যারিয়ান্টের সর্বোচ্চ গতি রয়েছে ঘণ্টায় ৮০ কিমি।
Car loan Information:
Calculate Car Loan EMI