Hero Scooter: সময়ের সঙ্গে সঙ্গে ভারতের বাজারে বৈদ্যুতিন গাড়ির চাহিদা বাড়ছে। বহু গাড়ি-বাইক নির্মাতা সংস্থা তাদের নিত্য নতুন মডেল নিয়ে আসছে বাজারে। পুরনো মডেলের বৈদ্যুতিন ভার্সন নিয়ে আসছে। হিরোর স্কুটার (Electric Scooter) ভারতে খুবই জনপ্রিয়। এই হিরোর ভিডা ব্র্যান্ডের বৈদ্যুতিন স্কুটারের চাহিদা এখন তুঙ্গে। হিরোর বৈদ্যুতিন স্কুটার ভিডায় (Hero Scooter) দারুণ এক ফিচার্স পাওয়া যাবে। এখন আর রাস্তায় বেরিয়ে চার্জিংয়ের সমস্যা থাকবে না। এই ব্যাটারি সম্পূর্ণ রিমুভেবল। বাড়িতে ঘরে এনেও এই ব্যাটারি চার্জ দেওয়া যাবে। আরও কী ফিচার্স ? কত দামে পাবেন ?
বৈদ্যুতিন বাইক-স্কুটারে চার্জ দেওয়ার চিন্তা শেষ
বৈদ্যুতিন দু-চাকার গাড়িগুলির মধ্যে সবচেয়ে বড় আকর্ষণীয় ব্যাপার হল এতে চার্জিং নিয়ে কোনও সমস্যা নেই। এতে রয়েছে রিমুভেবল ব্যাটারি, বিভিন্ন জায়গায় চার্জিং স্টেশনও খোলা হচ্ছে। কিন্তু এই চার্জিং স্টেশনে লাইনে দাঁড়িয়ে স্কুটারে চার্জ দেওয়া খুবই সময়সাপেক্ষ। সেখানে ভিডার দুটি স্কুটারেই রয়েছে রিমুভেবল ব্যাটারি। ফলে যে কোনও সময় যে কোনও জায়গায় চার্জ দেওয়া যাবে এই স্কুটারে।
ভিডার ইলেকট্রিক স্কুটার
ভিডা ভি ওয়ান প্রো এবং ভিডা ভি ওয়ান প্লাস দুটি ব্যাটারি দিয়েই সজ্জিত। ভিডায় ইনস্টল করা ব্যাটারি সহজেই খোলাপড়া করা যাবে। একটির বদলে দুটি ব্যাটারি দিচ্ছে এই স্কুটারে। এর একটি ব্যাটারির ওজন ১১ কেজি। এর একটি ব্যাটারি প্যাক ১.৯২ কিলোওয়াট শক্তি প্রদান করে। দুটি ব্যাটারি প্যাক একসঙ্গে এই ইভিতে আরও ভাল রেঞ্জ দেয়।
ভিডা ভি ওয়ান প্লাস ও ভি ওয়ান প্রো রেঞ্জ
ভিডা ভি ওয়ান প্লাসের ব্যাটারি ক্ষমতা রয়েছে ৩.৪৪ কিলোওয়াট আওয়ারের, এর কারণে স্কুটারটি একবার চার্জ দিলে ১৪৩ কিমি রেঞ্জ দেয়। এই স্কুটারের দাম ১ লক্ষ ২ হাজার ৭০০ টাকা। সেখানে ভিডার ভি ওয়ান প্রো স্কুটারে ৩.৯৪ কিলোওয়াট ব্যাটারি প্যাক সহ আসে বাজারে। এই বৈদ্যুতিন স্কুটারের সার্টিফায়েড রেঞ্জ হল ১৬৫ কিলোমিটার। একবার চার্জ দিলে এই স্কুটারে ১৬৫ কিমি যাওয়া যাবে। এই ইভির দাম ১ লাখ ৩০ হাজার ২০০ টাকা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Income Tax: আয়কর আইনে আসবে বদল ! ই-পোর্টালে আপনিও রাখতে পারেন প্রস্তাব
Car loan Information:
Calculate Car Loan EMI