Hero Bikes: হিরো মোটোকর্প এখনও পর্যন্ত তাদের সর্বাধিক জনপ্রিয় প্রিমিয়াম বাইক হিরো মাভেরিক ৪৪০-কে বন্ধ করতে চলেছে। ২০২৪ সালের শুরুতে এই বাইক বাজারে এসেছিল ভারতে। এমনকী এই বাইকটি হার্লে ডেভিডসনের এক্স৪৪০ প্ল্যাটফর্মের (Hero Bikes) উপরে ভিত্তি করেই বানানো হয়েছে। আদপে এটি ছিল একটি নেকেড স্ট্রিট বাই। এই বাইকটি (Hero Motocorp) বাজারে আনার সময় যথেষ্ট প্রত্যাশা ছিল এবং প্রচারের সময় ব্যাপক প্রচেষ্টা দেখা গিয়েছিল সংস্থার। কিন্তু তাতেও প্রত্যাশানুসারে বিক্রি হয়নি এই বাইকের।
প্রত্যাশা অনুসারে বিক্রি হয়নি
সাম্প্রতিক রিপোর্ট অনুসারে গত কয়েক মাসে মাভেরিক ৪৪০-র ডিজিটাল কিংবা অফলাইন কোনওভাবেই ভাল বিক্রি হয়নি বলে জানা গিয়েছে। এর কারণ সংস্থা নিজের পোর্টফোলিও থেকে এই বাইকটিকে নীরবেই বাইরে রাখতে শুরু করেছে। যদিও হিরোর ওয়েবসাইট থেকে এখনও এই বাইকটি সরিয়ে দেওয়া হয়নি। তবু দেশজুড়ে এখন অনেক ডিলারই এই বাইকের বুকিং নেওয়া বন্ধ করে দিয়েছে।
হার্লে ডেভিডসনের প্ল্যাটফর্মের উপরে তৈরি হয়েছিল এই বাইক
হিরো মোটোকর্প এই মাভেরিক ৪৪০ বাইকটি ২ লক্ষ টাকার এক্স শোরুম দামে ভারতের বাজারে এনেছিল। আর এই বাইকটিকেই সংস্থার সবথেকে প্রিমিয়াম বাইক হিসেবে মানা হয়। হার্লে ডেভিডসন এক্স৪৪০ বাইকের প্ল্যাটফর্মের উপরে এই বাইকটি বানানো হয়েছিল। ভারতে তাই হিরো মাভেরিককে মেড ইন ইন্ডিয়া হার্লে ডিএনএ হিসেবে প্রচার করা হত।
ইঞ্জিন ও ফিচার্স
হিরো মাভেরিক ৪৪০ বাইকে ৪৪০ সিসির সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন ছিল যা ২৭ বিএইচপি শক্তি ও ৩৬ এনএম টর্ক উৎপন্ন করে। এতে ছিল ৬ স্পিডের গিয়ারবক্স আর অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ, যা গিয়ারশিফটিংকে মসৃণ ও স্পোর্টি করে তোলে।
১৮ মাসের মধ্যেই বন্ধ হচ্ছে এই বাইক
হিরোর এই প্রিমিয়াম বাইকটি বন্ধ করে দেওয়ার খবর বাইকপ্রেমীদের কাছে খুবই হতাশাজনক। কারণ যে কোনও সাধারণ পণ্য বাজারে টিকে থাকার জন্য কমপক্ষে ২-৩ বছর সময় নেয়। সেখানে লঞ্চের মাত্র ১৮ মাসের মধ্যেই বন্ধ করে দেওয়া হচ্ছে এই বাইক। কারণ বাজারে তেমনভাবে সাড়া ফেলতে পারেনি হিরো মাভেরিক ৪৪০ বাইকটি।
Car loan Information:
Calculate Car Loan EMI