Hero Vida V1 Plus: আগেই বাজারে এসেছিল হিরোর এই ইলেকট্রিক স্কুটারের মডেল। পুরনো মডেল আবার এল নতুন রূপে। হিরো রি-লঞ্চ করল ভিডা ভি ওয়ানের মডেল, এবার নাম ভিডা ভি ওয়ান প্লাস। দেশে যে হারে ইলেকট্রিক স্কুটারের চাহিদা বাড়ছে, সেখানে বাইক বা স্কুটার নির্মাতা সংস্থাগুলিও এই ইভি নির্মাণের দিকে জোর দিয়েছে। ভিডা ভি ওয়ানের পুরনো সংস্করণই (Hero Vida V1 Plus) ফিরল আবার। দামও এবার অনেকটা সাধ্যের মধ্যে। নতুন কিছু ফিচার্স যুক্ত হয়েছে কি ?


দেশের মধ্যে অন্যতম জনপ্রিয় দু-চাকার গাড়ি নির্মাতা সংস্থা হিরো মোটোকর্প ফের লঞ্চ করল ভিডা ভি ওয়ান প্লাসের এই মডেলটি। গত বছর মে মাসেই এই মডেলের দামে FAME II ভর্তুকি সহ ২৫০০০ টাকা ছাড় পাওয়া যাচ্ছিল সংস্থার তরফে। ভিডা ভি ওয়ান প্লাস (Hero Vida V1 Plus) মডেলের এন্ট্রি লেভেলের দাম ছিল ছাড়ে ১.০৩ লাখ টাকা আর প্রো লেভেলের দাম ছিল ১.২০ লাখ টাকা। ওলা ইলেকট্রিকের S1 Pro-র মডেলটি যেখানে ১৮১ কিমি রেঞ্জ দেয় সেখানে এই হিরোর স্কুটারের রেঞ্জ ১৪৩ কিলোমিটার। কীভাবে ওলার সঙ্গে পাল্লা দেবে এই বাইকটি ?


নয়া দিল্লিতে কিনলে এই স্কুটারটি পাওয়া যাবে ৯৭৮০০ টাকায় আর কেউ যদি কলকাতায় কিনতে চান সেক্ষেত্রে স্কুটারের দাম বেড়ে যাবে। কলকাতায় হিরো ভিডা ভি ওয়ান প্লাস মডেলের দাম ১.১৫ লাখ টাকার আশেপাশে। এর প্রিমিয়াম ভার্সন ভিডা প্রো-র দাম এর থেকে আরও ৩০০০০ টাকা বেশি।  


হিরো ভিডা ভি ওয়ান প্লাসের রেঞ্জ ১৪৩ কিমি অর্থাৎ একবার সম্পূর্ণ চার্জে এই বাইকে যাওয়া যাবে ১৪৩ কিলোমিটার রাস্তা। মাত্র ৬৫ মিনিটের কম সময়েই এই স্কুটারে ০-৮০ শতাংশ চার্জ হয়ে যায়। সর্বোচ্চ গতি ওঠে ৮০ কিমি প্রতি ঘণ্টায়। আর মাত্র ৩.৪ সেকেন্ডের মধ্যেই এই ইলেকট্রিক স্কুটারে ৪০ কিমি প্রতি ঘণ্টায় বেগ উঠতে পারে।


এই স্কুটারের (Hero Vida V1 Plus) ব্যাটারি প্যাক ৩.৪৪ কিলোওয়াট আওয়ারের যাতে ৮ বিএইচপি শক্তি ও ২৫ এনএম টর্ক জেনারেট করে। ফিচার্সের মধ্যে হিরো ভিডা ভি ওয়ান প্লাস মডেলে একাধিক ড্রাইভিং মোড, স্মার্টফোন কানেক্টিভিটি, এলইডি লাইটিং ইত্যাদি ফিচার্স পাওয়া যাবে। এছাড়া রয়েছে ফুল ডিজিটাল ইলেকট্রনক্স ক্লাস্টার এবং একসঙ্গে ইকো, রাইড ও স্পোর্ট এই তিনটি রাইড মোডের সুবিধে। নতুন ফিচার্স জুড়েছে হ্যান্ডল লক, ক্রুজ কন্ট্রোল, অ্যান্টি থেফট অ্যালার্ম, ফলো মি হেডল্যাম্প ইত্যাদি।


আরও পড়ুন: Hyundai Creta: সাধারণ ক্রেটা নাকি ক্রেটা এন লাইন, কোথায় কোথায় আলাদা এই দুই মডেল ?


Car loan Information:

Calculate Car Loan EMI