Hero Splendor Plus: ভাল মাইলেজ দেয় এমন বাইকের বেশ চাহিদা আছে ভারতের বাজারে। আর এমন বেশ কিছু সংস্থার বাইক ভারতীয় বাইকপ্রেমীদের তালিকায় প্রথম দিকেই থাকে। এই ভাল মাইলেজের সেগমেন্টে ভারতের মধ্যে সবথেকে বেশি বিক্রি হওয়া বাইক (Hero Splendor Plus) হল হিরো মোটোকর্পের হিরো স্প্লেন্ডার প্লাস। এর দাম, শক্তিশালী ডিজাইন এবং দুর্দান্ত মাইলেজের কারণে এটি বাইকপ্রেমীদের কাছে খুবই পছন্দের হয়ে উঠেছে। আপনি যদি এই বাইক কিনতে চান, তাহলে খুব সাশ্রয়ী মূল্যেই পেয়ে যাবেন। কীভাবে মাত্র ৯০০০ টাকা খরচ করেই ঘরে আনতে পারবেন হিরোর এই মডেল ?


স্প্লেন্ডার প্লাসের এই ভ্যারিয়ান্টের দাম কত


হিরো স্প্লেন্ডার প্লাসের (Hero Splendor Plus) ব্ল্যাক ও অ্যাক্সেন্ট ভ্যারিয়ান্টের এক্স শো-রুম দাম ৭৩,৩৯৬ টাকা থেকে শুরু। বিভিন্ন ট্যাক্স ও ফি দেওয়ার পরে এর অন রোড প্রাইস হবে ৮৮,৪৭৯ টাকা। একবারে ক্যাশ টাকায় এই বাইক কিনতে চাইলে আপনাকে দিতে হবে ৮৮,০০০ টাকা। এক্ষেত্রে একবারে পুরো টাকা দিতে না চাইলে আপনি কিছু টাকা ডাউন পেমেন্ট করে বাকি টাকা ইনস্টলমেন্টে দিতে পারেন মাসিক কিস্তিতে।


কীভাবে হবে EMI


হিরো স্প্লেন্ডার প্লাস কিনতে হলে হিরো মোটোকর্পের ওয়েবসাইটে গিয়ে অনলাইন ইএমআই ক্যালকুলেটরে দেখা যায় এই বাইক (Hero Splendor Plus) কেনার জন্য আপনি যদি ৯ হাজার টাকা ডাউন পেমেন্ট করেন, তাহলে আপনাকে ঋণ নিতে হবে ৭৯,৪৭৯ টাকা। এর উপর ব্যাঙ্ককে আপনাকে বার্ষিক ৯.৭ শতাংশ হারে সুদ দিতে হবে। এর ফলে ৩ বছরের জন্য ঋণ নিলে প্রতি মাসে আপনাকে ২৫৫৩ টাকা EMI দিতে হবে। আর এই ঋণ অনুমোদন হয়ে গেলে খুব সহজেই আপনি এই বাইক বাড়ি নিয়ে যেতে পারবেন।


মাইলেজ কত এর ভ্যারিয়্যান্টের


হিরো মোটোকর্পের দাবি হিরো স্প্লেন্ডার প্লাসের ভ্যারিয়্যান্ট ১ লিটার তেলে ৮০.৬ কিমি পর্যন্ত যেতে পারে। এই বাইকের ক্ষেত্রে ARAI অনুমোদিত মাইলেজ এটাই।


সম্প্রতি জানা গিয়েছে দেশে সিএনজি বাইক নিয়ে আসতে চলেছে বাজাজ অটো। এটাই হতে চলেছে বিশ্বের প্রথম সিএনজি বাইক। ২০২৪ সালের জুন মাসেই বাজারে আসতে চলেছে এই সিএনজি মোটরসাইকেল। ডুয়াল ফুয়েল সিস্টেম, মনোশক রিয়ার হুইলে, টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক ইত্যাদি থাকছে এই বাইকের ফিচার্সের মধ্যে।


আরও পড়ুন: Bajaj CNG: বিশ্বের প্রথম সিএনজি বাইক আনবে এই সংস্থা, কবে আসবে ভারতে ?


Car loan Information:

Calculate Car Loan EMI