Hero Bikes: হিরো মোটোকর্পের ইলেকট্রিক ব্র্যান্ড ভিডা আবারও খবরে এসেছে। কারণ এর নতুন সাশ্রয়ী বৈদ্যুতিন স্কুটার ভিডা, ভিডা এক্স২ আসতে চলেছে ভারতের বাজারে। আগামী মাসে অর্থাৎ জুলাইতেই বাজারে আসবে হিরোর এই দুই বাইক। আসলে এই স্কুটারটিকে (Hero Electric Scooter) ঘিরে অধিক আকর্ষণের কারণ হল এটি একটি বিশেষ আকর্ষণী সাবস্ক্রিপশন মডেলে আনা হচ্ছে বাজারে। অর্থাৎ এটি বাজারে আনা হবে ব্যাটারি অ্যাজ এ সার্ভিস (Hero Vida X2) হিসেবে যা এই স্কুটারের দামকে খুবই সাশ্রয়ী করে তুলবে।
BaaS মডেলটি আসলে কী
ব্যাটারি অ্যাজ এ সার্ভিস মডেল হল এমন একটি সিস্টেম যেখানে গ্রাহকরা স্কুটারের ব্যাটারি কেনার বদলে ভাড়া নিতে পারেন। যেমন আমরা মোবাইল ডেটা বা গ্যাস সিলিন্ডার রিফিল করি, যতটা প্রয়োজন ততটাই টাকা জমা (Hero Electric Scooter) দিই, সেইভাবেই এই ব্যাটারির জন্যও সাবস্ক্রিপশন দেওয়া হবে। এই মডেলের সবথেকে বড় সুবিধে হল এটি ভিডা ভিএক্স ২ স্কুটারের প্রারম্ভিক মূল্য (Hero Vida X2) অনেক কমিয়ে দেবে। আর গ্রাহকরা তাদের প্রয়োজন অনুযায়ী একাধিক ব্যাটারি সাবস্ক্রিপশন বেছে নিতে পারবে।
কী কী পরিকল্পনা থাকতে পারে
ভিডা ভিএক্স২ এই বৈদ্যুতিন স্কুটারের সম্ভাব্য সাবস্ক্রিপশন পরিকল্পনাগুলি হবে 'ডেইলি কমিউটার প্ল্যান' যারা প্রতিদিন অফিসে বা কাজে যাওয়ার জন্য এই স্কুটার ব্যবহার করবেন তাদের জন্য। যারা মাঝেমধ্যে স্কুটার ব্যবহার (Hero Electric Scooter) করবেন তাদের জন্য 'উইকএন্ড প্ল্যান'। আর যারা প্রতিদিন দীর্ঘ দূরত্ব ভ্রমণ করেন, তাদের জন্য আনা হবে আনলিমিটেড প্ল্যান। আর এইক্ষেত্রে তাদের আরও বেশি মাইলেজের সুবিধে থাকবে।
ডিজাইন ও ফিচার্স
ভিডা ভিএক্স২-এর ফিচার্সগুলি ভিডা জেডের ধারণার উপর ভিত্তি করে তৈরি যা প্রথম EICMA-তে চালু হয়েছিল। ভিএক্স ২ ভিডা-র ভি২ মডেলের থেকে খানিক সস্তার মডেল বলা চলে, এটি সাশ্রয়ী মূল্যের স্কুটার অনুসন্ধানকারীদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।
এতে থাকছে মিনি টিএফটি ডিসপ্লে, যা স্কুটারটিকে একটি স্মার্ট টাচ এনে দেবে। এটি হবে ভিডার এখনও পর্যন্ত সবথেকে সস্তার স্কুটার।
বুকিং ও ডেলিভারি
হিরো মোটোকর্প সংস্থা ইঙ্গিত দিয়েছে যে ভিডা ভিএক্স২ এর বুকিং এবং ডেলিভারি লঞ্চের সঙ্গে সঙ্গে শুরু হবে। লঞ্চের পরে এটি দেশের প্রধান শহরগুলিতে উপলব্ধ করা হবে।
Car loan Information:
Calculate Car Loan EMI