Honda Activa Scooter: আপনি যদি এই মাসের মধ্যে কোনো নতুন স্কুটার কিনতে চান, তাহলে খানিক অপেক্ষা করলেই বড় চমক দেখতে পারেন আপনি। হোন্ডা (Honda Activa) এই প্রথম তাদের জনপ্রিয় স্কুটার অ্যাক্টিভার একটি বৈদ্যুতিন ভার্সন আনতে চলেছে বাজারে। হোন্ডা মোটরসাইকেল এবং স্কুটার সংস্থা আগামী ২৭ নভেম্বর বহুল জনপ্রিয় অ্যাক্টিভার (Honda Activa Electric Scooter) বৈদ্যুতিন ভার্সন আনতে চলেছে বাজারে। এই বৈদ্যুতিন স্কুটারের টিজারও প্রকাশ করেছে এই সংস্থা। এতে দেখা যাচ্ছে এই বৈদ্যুতিন স্কুটারে ইনস্টল করা হয়েছে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার।
জানা গিয়েছে হোন্ডার এই বৈদ্যুতিন স্কুটারে থাকবে ২টি রাইডিং মোড- স্ট্যান্ডার্ড এবং স্পোর্ট। এই স্ট্যান্ডার্ড মোডে হোন্ডা অ্যাক্টিভা বৈদ্যুতিন স্কুটারে আপনি একবার ফুলচার্জে ১০৪ কিমি রাস্তা যেতে পারবেন। তবে স্পোর্ট মোডে যেহেতু এই স্কুটার আরও বেশি শক্তি ব্যয় করবে, ফলে এর মাইলেজ খানিক কমতে পারে এই মোডের জন্য। এখনও তা জানায়নি সংস্থা।
হোন্ডা অ্যাক্টিভা ইলেকট্রিকের বৈশিষ্ট্য ও দাম
অন্য স্কুটারের মত এই হোন্ডা অ্যাক্টিভা ইলেকট্রিক স্কুটারেও সম্পূর্ণ ডিজিটাল মিটার থাকতে চলেছে যা কিনা স্কুটার আরোহীদের স্মার্টফোনের সঙ্গে সংযোগ সাধনে সক্ষম। সংস্থার পক্ষ থেকে যে টিজার প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে হোন্ডা অ্যাক্টিভা ইলেকট্রিক অনেক ডিসপ্লে ভ্যারিয়ান্টের সঙ্গে বাজারে আসবে। টিজারে দেখা যাচ্ছে দুটি ভিন্ন ডিজিটাল ডিসপ্লে যা এর বিভিন্ন ট্রিমের ক্ষেত্রে ব্যবহৃত হবে।
হোন্ডা অ্যাক্টিভার বৈদ্যুতিন ভার্সনে রয়েছে রাইডার ইন্টিগ্রেটেড নেভিগেশনের সুবিধে যা সহজেই যে কোনো রুট খুঁজে পেতে সাহায্য করবে। এছাড়া রাইডার তাঁর পছন্দ অনুযায়ী গানও চালাতে ও নিয়ন্ত্রণ করতে পারেন এর মাধ্যমে। এই স্কুটারে থাকবে ডুয়াল রাইডিং মোড যার মধ্যে স্পোর্টস ও স্ট্যান্ডার্ড মোড থাকবে। এছাড়াও গ্রাহকরা এই স্কুটারে ব্যাটারির শক্তি ও কত খরচ হল তার রিয়েল টাইম আপডেট পাবেন। এই স্কুটারের দাম শুরু হতে চলেছে ১ লক্ষ টাকা থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা পর্যন্ত।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: EV Cars: রোড ট্যাক্স, রেজিস্ট্রেশন ফি কিছুই দিতে হবে না, বৈদ্যুতিন গাড়িতে অঢেল সুযোগ এই রাজ্যে
Car loan Information:
Calculate Car Loan EMI