Honda Amaze: দেশের অন্যতম জনপ্রিয় গাড়ি নির্মাতা সংস্থা হোন্ডা এবার তাঁর একটি বিশেষ গাড়ির মডেলে ছাড় দিতে চলেছে। এই পরিস্থিতিতে আপনি যদি একটা নতুন গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে হোন্ডার এই অফার আপনার জন্য (Honda Car Discount) একটা বড় সুখবর এনে দেবে। হোন্ডা অ্যামেজ গাড়ির (Honda Amaze Discount) মডেলে এই সংস্থা ১ লাখ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে এই মাসে। কিনবেন ? দেখে নিন গাড়ির আশ্চর্য সব ফিচার্স।


১ লাখ টাকা পর্যন্ত ছাড়


হোন্ডা সংস্থা তাঁর অ্যামেজ মডেলে ৬৬ হাজার টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। হোন্ডা অ্যামেজের সমস্ত ভ্যরিয়ান্টের জন্যেই এই ছাড় পাওয়া যাবে। এই গাড়ি কিনতে চাইলে এবং এই ছাড় পেতে চাইলে আপনাকে নিকটবর্তী ডিলারশিপের সঙ্গে যোগাযোগ করতে হবে। এই গাড়িতে হোন্ডা অত্যাধুনিক সব ফিচার্স এনে রেখেছে। একইসঙ্গে কম দামে সাশ্রয়ী গাড়ি হিসেবেও হোন্ডার পরিচিতি রয়েছে।


কী ফিচার্স আছে ?


হোন্ডার এই গাড়িতে রয়েছে ৭ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। একইসঙ্গে এলইডি ফগ ল্যাম্প, এলইডি প্রজেক্টর, প্যাডল শিফটার, ক্রুজ কনট্রোল ইত্যাদি ফিচার্সও রয়েছে এই গাড়িতে। এছাড়াও ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ, রিয়ার পার্কিং ক্যামেরা সেন্সর, সেফটি ফিচার্স হিসেবে রাখা হয়েছে হোন্ডা অ্যামেজে।


ইঞ্জিন কত শক্তিশালী


হোন্ডা অ্যামেজে ২টো ইঞ্জিনের বিকল্প রয়েছে। এতে ১.২ লিটারের পেট্রোল ইঞ্জিন রয়েছে যাতে ৯০ বিএইচপি শক্তি এবং ১১০ এনএম টর্ক উৎপন্ন হয়। একইসঙ্গে ১.৫ লিটারের ডিজেল ইঞ্জিন রয়েছে এই গাড়িতে। ১০০ বিএইচপি শক্তি, ২০০ এনএম টর্ক উৎপন্ন হবে এই ইঞ্জিনে। এর দুটি ভ্যারিয়ান্টেই ৫ স্পিডের ম্যানুয়াল গিয়ারবক্স রয়েছে।


দাম কত হবে


এবারে আসা যাক এই গাড়ির দামের আলোচনায়। হোন্ডা অ্যামেজের এক্স শো-রুম দাম শুরু হয়েছে ৭.২০ লাখ টাকা থেকে। এর সর্বোচ্চ দাম হয় ৯.৯৬ লাখ টাকা। একইসঙ্গে এই গাড়িটি মারুতি সুজুকির ডিজায়ার, টাটার টিগোর মডেলকে জোর টেক্কা দেবে। একটা সস্তার গাড়ি কিনতে গেলে হোন্ডার এই অ্যামেজ মডেল অন্যতম একটা বিকল্প হতে পারে আপনার কাছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: EV Car Discount: ১ লাখেই পাবেন দারুণ এই বৈদ্যুতিন গাড়ি ! এক চার্জে ছুটবে ৩২০ কিমি


Car loan Information:

Calculate Car Loan EMI