Citroen eC3 EV Car at 1 Lakh: দেশের মানুষের মধ্যে বাড়ছে বৈদ্যুতিন গাড়ি কেনার প্রবণতা। জ্বালানির দাম ক্রমেই বাড়ছে আর সেই বর্ধিত দাম থেকে রেহাই দিতে বৈদ্যুতিন গাড়ি কেনার দিকে ঝুঁকছেন বহু মানুষ। তবে পেট্রোল ও ডিজেল চালিত গাড়ির থেকে বৈদ্যুতিন গাড়ির (EV Car Discount) দাম একটু বেশিই হয়। তবে এবার মাত্র ১ লাখ টাকা খরচ করেই বাড়িতে আনতে পারবেন এই সংস্থার বৈদ্যুতিন গাড়িটি।


ফরাসি গাড়ি নির্মাতা সংস্থা সিট্রোয়েন এবার তাদের একটি দারুণ গাড়ি নিয়ে আসছে বাজারে। এই গাড়িতে একবার সম্পূর্ণ চার্জে ৩২০ কিমি পথ যেতে পারবে। এবার মাত্র ১ লাখ টাকাতেই কিনতে পারবেন সিট্রোয়েনের এই গাড়ি। বাজারে (EV Car Discount) এই গাড়ির অনেকগুলি ভ্যারিয়ান্ট পাওয়া যায়। দিল্লিতে এই গাড়ির এক্স শো-রুম দাম ধার্য করা হয়েছে ১২ লক্ষ ১৮ হাজার ৯০২ টাকা। এই গাড়ি কিনতে গেলে মাত্র ১ লাখ টাকা ডাউন পেমেন্ট করেই তা কিনতে পারবেন। এর জন্য আপনাকে প্রতি মাসে ২৩,৬৩৩ টাকা করে টানা ৫ বছর EMI দিতে হবে ৯.৮ শতাংশ সুদের হারে।


দারুণ সব ফিচার্স রয়েছে এই গাড়িতে। প্রথমেই বলতে হয় এই গাড়িটি টিল গ্রে, কসমো ব্লু, পোলার হোয়াইট, প্ল্যাটিনাম গ্রে ইত্যাদি ভ্যারিয়ান্ট কিনতে পারবেন। এই সংস্থার গাড়িতে রয়েছে ১০.২ ইঞ্চির একটি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম যার সঙ্গে আন্ড্রয়েড অটো প্লে এবং অ্যাপল কার প্লে সংযুক্ত করা যেতে পারে। এছাড়া এতে সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের পাশাপাশি চাবিছাড়া এন্ট্রি দেওয়া হয়েছে।


এই গাড়িতে ম্যানুয়াল এসি লাগানো আছে। এই ইভির সেফটি ফিচার্সের কথা বলতে গেলে এতে ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ, এবিএস সিস্টেম, পার্কিং সেন্সর ইত্যাদি ফিচার্স রয়েছে যা আপনাকে দারুণ এক অভিজ্ঞতা দেবে।


রেঞ্জ ও পাওয়ারট্রেন


সিট্রোয়েনের এই গাড়িতে ২৯.২ কিলোওয়াট আওয়ারের একটি ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। এছাড়াও একটি বৈদ্যুতিক মোটর ব্যাটারির সঙ্গে যুক্ত করা আছে যা সর্বোচ্চ ৫৭ পিএস শক্তি ও ১৪৩ এনএম সর্বোচ্চ টর্ক তৈরি করে। সংস্থার মতে, এই ইলেকট্রিক গাড়িটিতে একবার সম্পূর্ণ চার্জ দিলে ৩২০ কিমি পথ যেতে পারে।


আরও পড়ুন: EV Cars: প্রথম বৈদ্যুতিন গাড়ি আনবে ফেরারি, কোটিতে ছুটবে দাম- কী ফিচার্স ?


Car loan Information:

Calculate Car Loan EMI