New Honda SP125: ভারতে ২ চাকার বাইকের চাহিদা তুঙ্গে এখন। তবে এই সেগমেন্টে দু-তিনটি সংস্থা বা ব্র্যান্ডের উপরেই মানুষের ভরসা সবথেকে বেশি। আর এই দু-তিনটি ব্র্যান্ডের বাইক দারুণ বিক্রি হয় বাজারে, বিপুল (Honda SP 125 Bike) চাহিদা রয়েছে। হোন্ডা এর মধ্যে বাজারে ১২৫ সিসির (Honda Bikes) একটি নতুন বাইক নিয়ে এসেছে। বাজারের বাড়তি চাহিদার (Bike News) কথা মাথায় রেখেই হোন্ডার এসপি ১২৫ বাইকের নয়া ভার্সন এনেছে বাজারে। এতে আরও অনেক আপডেটও এসেছে।


এই নতুন হোন্ডা বাইকের এক্স শোরুম দাম রয়েছে ৯১ হাজার ৭৭১ টাকা। হোন্ডার নয়া এসপি ১২৫ বাজারে প্রিমিয়াম লুক এবং স্টাইল নিয়ে হাজির হয়েছে। সংস্থার মতে, ১২৫ সিসির এই নতুন বাইকে আরও বেশ কিছু আপডেট এসেছে। এটি যাত্রীবাহী নিত্যদিনের বাইক (Honda SP 125 Bike) হিসেবে একেবারে এন্ট্রি লেভেলের মডেল বলা চলে।


ডিজাইন ও ফিচার্স


হোন্ডা বাইকের ডিজাইন ও ফিচার্সের কথা বলতে গেলে এটিতে অনেক কিছু অত্যাধুনিক বৈশিষ্ট্য জুড়ে গিয়েছে। এতে রয়েছে শার্প ফ্রন্ট, টেল সেকশন এবং ফুল এলইডি লাইটিং। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে দেশের সমস্ত ডিলারশিপের কাছে এই নতুন হোন্ডা এসপি ১২৫ বাইক (Honda SP 125 Bike) কিনতে পারবেন আপনি। মোট ৫টি রঙের ভ্যারিয়ান্টে পাওয়া যাবে এই হোন্ডার নতুন বাইকটি। এই রঙের মধ্যে রয়েছে সাইরেন ব্লু, ইম্পেরিয়াল রেড মেটালিক, পার্ল ইগনিয়াস ব্ল্যাক, ম্যাট মার্ভেল ব্লু মেটালিক, ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক।


ফিচার্স ও পাওয়ারট্রেন


নতুন ফিচার্সের কথা বলতে গেলে এই বাইকে (Honda SP 125 Bike) রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি, হোন্ডা রোডসিঙ্ক অ্যাপ কমপ্যাটিবিলিটি, ৪.২ ইঞ্চির টিএফটি স্ক্রিন, টার্ন বা টার্ন ন্যাভিগেশন, ইউএসবি সি চার্জিং পয়েন্ট ইত্যাদি। নতুন হোন্ডা এসপি ১২৫ বাইকে ১২৪ সিসির একটি সিঙ্গল সিলিন্ডার ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন রয়েছে, এতে ১০.৭ বিএইচপি শক্তি উৎপন্ন হয় এবং ১০.৯ এনএম টর্ক উৎপন্ন হয়। এতে ৫ স্পিডের গিয়ারবক্স পাওয়া যাবে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Royal Enfield: রয়্যাল এনফিল্ডের বুলেট নাকি হান্টার, কোন বাইকে পাবেন বেশি মাইলেজ ? দামেই বা কী ফারাক ?


Car loan Information:

Calculate Car Loan EMI