Honda Cars: হোন্ডা সম্প্রতি চিনের বাজারে তাদের একটি নতুন বৈদ্যুতিন গাড়ি প্রকাশ্যে এনেছে। এটি একই সঙ্গে আবার একটি এসইউভি মডেলও (Honda SUV) বটে। এর নাম রাখা হয়েছে YE S7। এই বৈদ্যুতিন গাড়িতে এক চার্জে টানা ৫০০ কিমি যাওয়া যাবে বলে দাবি করেছে সংস্থা। এমনকী এও দাবি করা হয়েছে এই গাড়িটি নাকি টেসলার গাড়িকেও (Honda Cars) টেক্কা দিতে পারে। বেজিং অটো শো-তে এই বছর প্রদর্শনীতে এই গাড়িটি দেখিয়েছে হোন্ডা মোটরস।


Honda YE S7-এর ডিজাইন


এই নতুন বৈদ্যুতিন এসইউভির কথা বলতে গেলে সংস্থা এই মডেলে এনেছে একটা শার্প এবং আকর্ষণীয় ফ্রন্ট ফ্রাসিয়া। এতে রয়েছে একটি Y আকারের হেডল্যাম্প। এছাড়াও এলইডি ডিআরএলও এই গাড়ির অন্যতম বড় বৈশিষ্ট্য। হোন্ডার এই গাড়িতে ফিচার্সের মধ্যে রয়েছে ফ্লাশ ডোর হ্যান্ডল, ক্যামেরা ভিত্তিক ওআরভিএম। এছাড়াও এলইডি এলিমেন্ট গাড়ির পিছনেও রয়েছে যা গাড়িটিকে একটা আলাদা লুক এনে দেয়।


Honda YE S7-এর ফিচার্স কী কী


এখন এই হোন্ডার গাড়ির বৈশিষ্ট্যের কথা বলতে গেলে এই গাড়িতে রয়েছে বড়সড় মাউন্টেড ডিজিটাল ইনফোটেইনমেন্ট সিস্টেম। এছাড়াও এতে রয়েছে একটি ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে যা কিনা গাড়িচালককে অনেকটাই সুবিধে করে দেয়। এছাড়া ডুয়াল সানরুফ, অ্যাম্বিয়েন্ট লাইটিং এর অন্যতম বৈশিষ্ট্য। ইলেকট্রনিক পার্কিং ব্রেকের মত আরও কিছু অত্যাধুনিক ফিচার্স রয়েছে এই গাড়িতে।


Honda YE S7-এর পাওয়ারট্রেন


হোন্ডার এই নতুন ইলেকট্রিক এসইউভিতে রয়েছে দুটি ব্যাটারি প্যাকের বিকল্প রয়েছে। বর্ন ইলেকট্রিক প্ল্যাটফর্মের উপর গড়ে উঠেছে এই গাড়িটি। এই গাড়িতে আপনি পেয়ে যাবেন একটি সিঙ্গল মোটর আরডব্লিউডি সেটআপ। এতে সর্বোচ্চ ২৬৮ বিএইচপি শক্তি উৎপন্ন হতে পারে।


এছাড়াও হোন্ডা ওয়াইই এস সেভেন মডেলে AWD ডুয়াল মোটর সেট আপ রয়েছে যা থেকে ৪৬৯ বিএইচপি শক্তি উৎপন্ন হতে পারে। এটা মনে করা হয় এই বৈদ্যুতিন এসইউভি গাড়িতে রেঞ্জ পাবেন ৫০০ কিমি অর্থাৎ একবার চার্জ দিলে ৫০০ কিমি রাস্তা যাওয়া যাবে। তবে এর দাম কত হতে পারে তা নিয়ে কিছু এখনও জানানো হয়নি। তবে চিনের বাজারে লঞ্চ হলেও ভারতে এর লঞ্চ নিয়ে কল্পনা বাড়ছে ক্রমেই। টেসলার গাড়িকেও টেক্কা দেবে এই হোন্ডার মডেল।



আরও পড়ুন: Suzuki Two Wheeler: ১ মাসেই ১ লাখ ইউনিট বিক্রি, বাজারে তুমুল চাহিদা এই কোম্পানির বাইক-স্কুটারের


Car loan Information:

Calculate Car Loan EMI