Upcoming Cars: গত কয়েক বছরে ভারতের বাজারে হাইব্রিড গাড়ির চাহিদা দ্রুত বেড়ে গিয়েছে। অনেক সংস্থাই এখন পেট্রোল-ডিজেল আর বৈদ্যুতিন গাড়ির মধ্যে ভারসাম্য তৈরি করতে হাইব্রিড প্রযুক্তি নিয়ে কাজ করছে। এখন হোন্ডাও (Honda Upcoming Cars) এই দৌড়ে যোগ দিয়েছে। বর্তমানে ভারতে হোন্ডার একটি মাত্র হাইব্রিড গাড়ি রয়েছে সিটি-ই-এইচইভি। কিন্তু সংস্থাটি এখন আরও সস্তা হাইব্রিড গাড়ি (Upcoming Cars) আনার প্রস্তুতি নিচ্ছে। এর প্রারম্ভিক মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা হতে পারে।
ভারতে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে একটি বড় ঘোষণা করেছে হোন্ডা। সংস্থাটি ২০২৯ সালের মধ্যে দেশে মোট ৫টি নতুন গাড়ি লঞ্চ করতে চলেছে। এর মধ্যে থাকবে একটি হাইব্রিড এসইউভি, নতুন প্রজন্মের হোন্ডা সিটি, সাব-৪ মিটার এসইউভি এবং দুটি বৈদ্যুতিন গাড়ি। এই সমস্ত মডেল হোন্ডার নতুন পিএফ-২ মডিউলার প্ল্যাটফর্মের উপরে ভিত্তি করে তৈরি হবে যা তিনটি পাওয়ারট্রেন – হাইব্রিড, পেট্রোল ও ইভি সমর্থন করবে।
২০২৭- নতুন ৭ সিটার হাইব্রিড এসইউভি
২০২৭ সালে হোন্ডা একটি সম্পূর্ণ নতুন ৭ সিটার এসইউভি বাজারে আনবে যা বর্তমান হোন্ডা এলিভেটের উপরে থাকবে। এই এসইউভিতে ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিন সহ একটি শক্তিশালী হাইব্রিড সিস্টেম থাকবে যা এটিকে টয়োটা ইনোভা হাইক্রসের মত গাড়ির সমকক্ষ করে তুলবে। এই গাড়িটি হোন্ডার পিএফ২ প্ল্যাটফর্মের উপরে ভিত্তি করে তৈরি হবে যা মাল্টি-এনার্জি সাপোর্ট করবে।
২০২৮ সালে লঞ্চ হবে ষষ্ঠ প্রজন্মের হোন্ডা সিটি
২০২৮ সালে হোন্ডা তাদের জনপ্রিয় মডেল সিটির ষষ্ঠ প্রজন্মের মডেল লঞ্চ হবে। এতে থাকবে সম্পূর্ণ নতুন ডিজাইন, আধুনিক প্রযুক্তি ও উন্নত জ্বালানি দক্ষতা সহ শক্তিশালী হাইব্রিড পাওয়ারট্রেন। এর পাশাপাশি নিয়মিত পেট্রোল ইঞ্জিনের বিকল্পও দেওয়া হবে। এর উৎপাদন ২০২৮ সালের মে মাস থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
২০২৯ সালে আসবে সাব-৪ মিটার এসইউভি
২০২৯ সালে হোন্ডা একটি নতুন সাব কমপ্যাক্ট এসইউভি লঞ্চ করবে যা সম্পূর্ণরূপে ভারতীয় গ্রাহকদের কথা মাথায় রেখে ডিজাইন করা হবে। এটি পিএফ২ প্ল্যাটফর্মেও তৈরি করা হবে। এতে ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিন সহ একটি একটি শক্তিশালী হাইব্রিড সিস্টেম অন্তর্ভুক্ত থাকতে পারে।
ইভিও আসবে বাজারে
প্রথম বৈদ্যুতিন গাড়ি হোন্ডা ২০২৬ সালে ইভি এলিভেট নামে বাজারে আনবে। এই গাড়িটি বিদ্যমান হোন্ডা এলিভেটের উপর ভিত্তি করে তৈরি করা হবে। তবে এতে সম্পূর্ণ ব্যাটারি বৈদ্যুতিন পাওয়ারট্রেন থাকবে। সংস্থার পক্ষ থেকে এই ইভিকে বৃহৎ পরিসরে স্থানীয়করণের পরিকল্পনা করেছে যার কারণে এর দাম ১৫ থেকে ১৮ লক্ষ টাকার মধ্যে হতে পারে। ইভি এলিভেটের পরে হোন্ডা ২০২৯ সালের মধ্যে আরেকটি বৈদ্যুতিন এসইউভি লঞ্চ করবে, যা ইভি এলিভেটের নিচে থাকবে।
Car loan Information:
Calculate Car Loan EMI