Hop Oxo Electric Bike Launched: ইলেকট্রিক টু-হুইলার কোম্পানি Hop Electric দেশে তাদের প্রথম বৈদ্যুতিক বাইক Hop Oxo লঞ্চ করেছে। এই বাইকের দাম 1.25 লক্ষ টাকা থেকে শুরু৷ এই বাইকটি দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। গ্রাহকরা কোম্পানির ডিলারশিপের মাধ্যমে ও অনলাইনে এই বাইকটি কিনতে পারবেন।


Hop Oxo: অক্সোর বৈশিষ্ট্য


হপ এই বৈদ্যুতিক বাইকটিকে একটি ফ্রিল-ফ্রি সিটি কমিউটার মডেল হিসাবে ডিজাইন করেছে। এই বাইকটি 72V আর্কিটেকচারে নির্মিত।  বাইকটি 5-ইঞ্চি IP67-রেটেড ডিজিটাল ডিসপ্লে, জিও-ফেন্সিং, 4G কানেক্টিভিটি, রিজেনারেটিভ ব্রেকিং, অ্যান্টি-থেফ্ট অ্যালার্ম, স্পিড কন্ট্রোল, এলইডি টার্ন ইন্ডিকেটর, রাইড স্ট্যাটিস্টিক্স, অক্সো মোবাইল অ্যাপের সংযোগের মতো অনেক বৈশিষ্ট্য পেয়েছে। যদিও বাইকে LED হেডল্যাম্প দেওয়া হয়নি। মানুষের সুবিধা ও আরামের কথা মাথায় রেখে এর আসন বিশেষভাবে তৈরি করা হয়েছে।


Hop Oxo Electric Bike: বাইকটির রেঞ্জ ১৫০ কিমি


বাইকে একটি 3.75 kWh ব্যাটারি প্যাক রয়েছে যা একটি 6,200 ওয়াটের বৈদ্যুতিক মোটরের সঙ্গে যুক্ত। এই বাইকটি মাত্র 4 সেকেন্ডে 0-40 kmph গতি তুলতে পারে। টার্বো মোডে এই বাইক 90 kmph গতিতে চলতে পারে। কোম্পানির দাবি, এই বাইক একবার চার্জে 150 কিলোমিটার রেঞ্জ দেয়।


Hop Oxo: দ্রুত চার্জিং পায়


এই নতুন ইলেকট্রিক বাইকটি ইকো, পাওয়ার ও স্পোর্টের মতো তিনটি মোডে চালানো যাবে। এর পোর্টেবল স্মার্ট চার্জারের সাহায্যে, এই বাইকটি সাধারণত বাড়িতে ব্যবহৃত 16 অ্যাম্পিয়ার সকেট থেকে চার্জ করা যেতে পারে। এই বাইকটি 0 থেকে 80% চার্জ হতে মাত্র 4 ঘণ্টা সময় লাগে।


Hop Oxo Electric Bike: ভারতে কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা


হপ তার ভবিষ্যৎ পরিকল্পনা প্রস্তুত করছে। কোম্পানি তার নতুন পণ্য, চার্জিংয়ের কাঠামো ও উৎপাদন বাড়াতে আগামী বছরের শেষ নাগাদ 200 কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে। কোম্পানির প্রতিষ্ঠাতা ও সিইও কেতন মেহতা জানিয়েছেন, কোম্পানিটি সম্প্রতি 50 কোটি টাকা বিনিয়োগ করেছে ও আগামী এক বছরে কোম্পানি আরও 200 কোটি টাকা বিনিয়োগ করবে৷ যা বিনিয়োগের ক্ষেত্রে একটা বড় খবর।


আরও পড়ুন: Best 7 Seater Cars: কম বাজেটে বড় গাড়ি চান ? এই ৭ সিটার কার পাবেন ১০ লাখের নিচে


Car loan Information:

Calculate Car Loan EMI