Car Pollution Certificate: দূষণ এখন সারা বিশ্বে একটা গভীর সমস্যা। দূষণের কারণে বহু জটিল রোগ দেখা দিচ্ছে। কারখানা থেকে, যানবাহন থেকে বেশিমাত্রায় দূষণ ঘটছে আজকাল। আর তাই যানবাহনের কারণে দূষণ নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। যানবাহন কিনলে তা থেকে কত দূষণ হতে পারে তা দূষণ পরীক্ষার মধ্য দিয়ে একটি পলিউশন সার্টিফিকেটের মাধ্যমে জানানো হয়। যিনি গাড়ি কিনছেন, তাঁকে এই সার্টিফিকেটটি করিয়ে রাখতে হয়। প্রত্যেক গাড়িক্রেতার কাছে দূষণ নিয়ন্ত্রণজনিত এই পলিউশন সার্টিফিকেট করিয়ে রাখা বাধ্যতামূলক। গাড়ির চালকের কাছে গাড়ি চেকিংয়ের সময় এই পলিউশন সার্টিফিকেট না পেলে মোটা টাকা জরিমানা দিতে হতে পারে।
কী এই পলিউশন সার্টিফিকেট
সেন্ট্রাল মোটর ভেহিকল রুল, ১৯৮৯ অনুসারে সরকার অনুমোদিত দূষণ পরীক্ষা কেন্দ্রগুলি যানবাহনের কারণে সৃষ্ট দূষণের তথ্য সংগ্রহ করে, একটি নির্দিষ্ট সীমার চেয়ে বেশি দূষণ ঘটাচ্ছে কিনা তা পরীক্ষা করে দেখা হয় এই পরীক্ষাকেন্দ্রে। সরকারের তরফ থেকে যানবাহন দ্বারা দূষণের একটি সীমা নির্ধারণ করা হয়েছে এবং সেই সীমার বাইরে বেরোলে সেই যানবাহন সরকারিভাবে ব্যবহার করা নিষিদ্ধ গণ্য হয়।
কীভাবে PUC সার্টিফিকেট বানাবেন
গাড়ির জন্য PUC সার্টিফিকেট পেতে আপনাকে নিকটবর্তী RTO কেন্দ্রে যেতে হবে দূষণ পরীক্ষা করার জন্য। ইঞ্জেকশন পাইপের মাধ্যমে গাড়ির ধোঁয়া নির্গমন পরীক্ষা করা হবে। গাড়ির নম্বর প্লেটের ছবি তোলার পরে সেই অফিসার আপনার গাড়ির জন্য PUC সার্টিফিকেট তৈরি করে দেবেন। আপনার দুটি ফোন নম্বর থাকলে সেই দুটি নম্বরই এই PUC সার্টিফিকেটের সঙ্গে লিঙ্ক করা থাকবে। এই সার্টিফিকেটের লিঙ্ক মোবাইল নম্বরে পেয়ে যাবেন আপনি।
কীভাবে ডাউনলোড করবেন সার্টিফিকেট
প্রথমে ভেহিকল ট্রান্সপোর্ট পোর্টালে গিয়ে আপনাকে PUC সার্টিফিকেট এই অপশনে ক্লিক করতে হবে। তারপর গাড়ির সমস্ত তথ্য দিয়ে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এবং চেসিস নম্বর লিখে দিতে হবে। এছাড়াও পোর্টালে গিয়ে PUC Details-এ ক্লিক করতে হবে। এর মাধ্যমে স্ক্রিনে ভেসে উঠবে আপনার গাড়ির PUC সার্টিফিকেট।
সময়ে আপডেট করতে হয় PUC সার্টিফিকেট
গাড়ি বা বাইকের জন্য এই পলিউশন সার্টিফিকেট শুধুমাত্র এক বছরের জন্য বৈধ থাকে। এই জন্য প্রতি বছর এই সার্টিফিকেট আপডেট করাও জরুরি। আপডেট করলে তাঁর বৈধতা বেড়ে যায় আরও ৬ মাস। ৬০ টাকা থেকে ১০০ টাকার মধ্যেই আপডেট করে নেওয়া যায় PUC সার্টিফিকেট।
আরও পড়ুন: Hero Bikes: মাত্র ৯ হাজারেই ঘরে আনুন হিরো স্প্লেন্ডার প্লাস বাইক, কী সুবিধে দিচ্ছে হিরো মোটরস ?
Car loan Information:
Calculate Car Loan EMI