Remove Colour Stains: রঙের উৎসব শুরু হয়ে গিয়েছে। সারা জায়গায় চলবে রঙ খেলা, আবির ওড়ান। রাস্তাঘাট, বাড়ির দেওয়াল থেকে শুরু করে সর্বত্র রঙে রঙে ছেয়ে যাবে। আর নিজের গাড়ি বা বাইক থাকলে, তাতেও যে রঙ লাগার সমূহ সম্ভাবনা থেকে যায়। আর একবার রঙ লেগে গেলে সেই রঙ যেন উঠতেই চায় না। ফলে গাড়ির চেহারা নষ্ট হয়ে যায়। তবে অনেকে ভাবেন এই রঙ তুলতে গেলে গাড়ির যে নিজস্ব রঙ তা উঠে যাবে বা হালকা হয়ে যাবে। কিন্তু বেশ কিছু উপায় অবলম্বন করলেই এই সমস্যা (Remove Colour Stains) আর হবে না। খুব সহজে গাড়ির নিজস্ব রঙ বজায় রেখেই গাড়িতে লেগে থাকা হোলির রঙের দাগ তুলে ফেলা যাবে।
গাড়ি-বাইক থেকে কীভাবে রঙের দাগ তুলবেন ?
জামা-কাপড়ে রঙের দাগ লাগলে তা বদলে নেওয়া যায়, কেচে ধুয়ে সেই রঙের দাগ তুলেও নেওয়া যায়। কিন্তু গাড়িতে বা বাইকে রঙ লাগলে সেই দাগ তোলা অনেক কঠিন হয়ে পড়ে। আর সেই দাগ ফেলে রাখলে চিরদিনের মতই বসে থেকে যায়। এর জন্য খুব কড়া পরিস্কারক না ব্যবহার করাই ভাল। কারণ এতে গাড়ির নিজস্ব রঙ নষ্ট হতে পারে।
নরম কাপড় আর সাবান জল
প্রাথমিকভাবে কোনও পরিস্কারক ব্যবহার করার আগে গাড়ির যে অংশে রঙ লেগেছে, সেই জায়গাটা সাবান জলে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এতে রঙের দাগ (Remove Colour Stains) খানিক হালকা হতে পারে। তারপর একটা নরম কাপড় নিয়ে আসতে হবে ধরে ধরে জায়গাটা হাত দিয়ে মুছে দেওয়ার জন্য। ভুলেও ব্রাশ বা শক্ত কিছু ব্যবহার করা যাবে না, এতে গাড়িতে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা বেড়ে যায়।
ওয়াক্সিং করিয়ে নেওয়া যেতে পারে
সাবানগুঁড়ো জলে ভিজিয়ে সেই জল দিয়ে বারবার ধুয়ে নিতে হবে জায়গাটা। তারপর প্রতিবারের শেষে কাপড় দিয়ে মুছতে হবে। ধোয়া হয়ে গেলে মোম বা কোনও পলিশ দিয়ে ওয়াক্সিং করালে গাড়ির যে জায়গায় রঙের দাগ লেগেছিল সেখানটায় আবার কোনও দাগ লাগার সম্ভাবনা এড়ান যায়। তাছাড়া রোদের তাপ, হাওয়া-ধুলো থেকেও বাঁচান যায় ঐ অংশটাকে।
আরও পড়ুন: Most preferred Car Colour: গাড়ির কোন রং পছন্দের তালিকায় শীর্ষে? আপনার সঙ্গে মিলছে?
Car loan Information:
Calculate Car Loan EMI