সোমনাথ চট্টোপাধ্যায়: প্রকাশ্যে এসেছে নতুন হুন্ডাই ক্রেটা ফেসলিফটের (Hyundai Creta Facelift) মডেলের ছবি। আর তাই এই পরিসরে নতুন ক্রেটার মডেল এবং পুরনো মডেলটির মধ্যে খানিক তুলনা করাই যায়। এখন যে ক্রেটার মডেল বাজারে চলছে, তা তিন বছর আগে লঞ্চ হওয়ার পরেও বাজারের সেলস চার্টে এখনও পুরনো হয়ে যায়নি। তাই পুরনো মডেলটির সাপেক্ষে নতুনটি কতটা ভাল আর কোন কোন প্রেক্ষিতে ভাল ? চলুন দেখে নেওয়া যাক।


বেশ কিছুদিন ধরেই গাড়িপ্রেমীদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছিল হুন্ডাই ক্রেটার এই নতুন মডেলকে নিয়ে। বাজারে এবার আসতে চলেছে হুন্ডাই ক্রেটা ফেসলিফট ভার্সন (Hyundai Creta Facelift 2024)। সব উত্তেজনার পারদ এবার নিমেষেই লাফ দেবে। নতুন এই কমপ্যাক্ট SUV-র চাবি এখন আমার হাতে চলে এসেছে। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি কেমন এই গাড়ি চালানোর অভিজ্ঞতা। এক্ষেত্রে এটা বলে নেওয়া ভাল যে, গাড়ির মডেলের ক্ষেত্রে কোনও জেনারেশন বদলায়নি। শুধুমাত্র একটি নতুন পাওয়ার ট্রেন থাকার পরেও এই মডেলে কেবলমাত্র একটু সংহত ফেসলিফট ভার্সনের মধ্যে যোগ হয়েছে বেশ কিছু নতুন ফিচার, কিছু বদলও চোখে পড়েছে।


লুকস


বর্তমান মডেলের থেকে নতুন ক্রেটা ফেসলিফট (Hyundai Creta Facelift) দেখতে একেবারেই আলাদা। গ্লোবাল হুন্ডাই ডিজাইনের আদলেই বানানো হয়েছে নতুন ক্রেটার মডেল। এর মধ্যে একটা বক্স-আকৃতির ছাপ রয়েছে। সি-শেপড ডিআরএল আর পোলারাইজড লুকের সঙ্গে গতানুগতিক ধারাতেই নতুন মডেলটির আবেদন অনেকটাই বেশি। গ্রিলের মধ্যে একটা ব্লকের মত প্যাটার্ন রয়েছে। লাইটবার এবং স্কোয়ার-শেপড হেডল্যাম্পের সঙ্গে এর লুক অনেকটাই ভেন্যু ফেসলিফটের মত। এক্ষেত্রে বাম্পারের আকারটিও গিয়েছে বদলে।


ইন্টিরিয়র


গাড়ির ভিতরে যেখানে স্টিয়ারিং হুইল দুটি মডেলেই একইরকম দেখতে, সেখানে ড্যাশবোর্ডের লুক কিন্তু একেবারেই নতুন। জোড়া স্ক্রিন রয়েছে এখানে। এতে (Hyundai Creta Facelift) রয়েছে অভিনব ১০.২৫ ইঞ্চির ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। কেবিনের লুক আরও প্রিমিয়াম হতে পারে বলেই আন্দাজ। এখনকার ক্রেটা মডেলে প্রচুর ফিচার্স থাকলেও নতুন ফেসলিফট মডেলে প্রযুক্তির দিক থেকে অনেক কিছু নতুন জুড়ে গিয়েছে। ভয়েস-এনেবলড প্যানোরমিক সানরুফ, কুলড সিট, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ADAS লেভেল ২ ফিচার্স, ডুয়াল জোন ক্লাইমেট কনট্রোল, আট স্পিকারের বোস অডিও সিস্টেম, ব্লাইন্ড স্পট মনিটরিং সিস্টেম রয়েছে নতুন ক্রেটা ফেসলিফট মডেলে।


ইঞ্জিন


পুরনো ক্রেটার মডেলে ১.৪ লিটার টার্বো এবং নতুন ক্রেটা ফেসলিফট মডেলে (Hyundai Creta Facelift) ১.৫ লিটার পেট্রোল তার সঙ্গে একটি ডিজেল ইঞ্জিনও রয়েছে। অন্যান্য ইঞ্জিনগুলি একইরকম থাকলেও ১.৫ লিটার টার্বো পেট্রলে কেবলমাত্র ডিসিটি অটোমেটিক থাকছে, কোনও ম্যানুয়াল থাকছে না।  


আরও পড়ুন: Hyundai Creta Facelift 2024: প্রকাশ্যে হুন্ডাই ক্রেটার ফার্স্ট লুক ! ইঞ্জিন, ডিজাইন, লুক কেমন ? 


Car loan Information:

Calculate Car Loan EMI