সোমনাথ চট্টোপাধ্যায়: সারা বিশ্বজুড়েই SUV-র চাহিদা ক্রমেই বেড়ে চলেছে। ভারতেও সেইভাবে গাড়ি নির্মাতা সংস্থাগুলি SUV গাড়ি নির্মাণের উপর জোর দিচ্ছে আর চাহিদাও ক্রমে ক্রমে বেড়ে চলেছে। ভাল করে বলতে গেলে মিড সাইজ SUV ক্যাটাগরির গাড়ির বিক্রি ব্যাপক হারে বেড়েছে। আর এমনই একটি SUV গাড়ি নাকি ভারতের বাজারে প্রতি ৫ মিনিটে বিক্রি হয়ে যায়। আর সেই গাড়ি তৈরি করে Hyundai। কোন মডেল, কী রহস্য জানেন কী ?


ভারতের বাজারে সবথেকে বেশি বিক্রি হওয়া গাড়ির মধ্যে আসে হুন্ডাইয়ের ক্রেটা SUV মডেলটি। হুন্ডাই ক্রেটার নতুন SUV মডেলটিই বাজারে এসে সাড়া ফেলেছে। এই গাড়িটিই নাকি প্রতি ৫ মিনিটে এক ইউনিট করে বিক্রি হয়ে যায়। ইতিমধ্যেই প্রায় ৬০ হাজার বুকিং জমা পড়েছে এই গাড়ির। এটি বাজারে লঞ্চ হওয়ার দিন থেকে শুরু করে আজ পর্যন্ত এই ৬০ হাজার বুকিং জমা পড়েছে সংস্থার ঘরে। উল্লেখ্য যে এক মাসও হয়নি এটি বাজারে লঞ্চ হয়েছে। তাঁর মধ্যেই এত বিপুল জনপ্রিয়তা কীভাবে সম্ভব হল ?


৮ বছর ধরে বাজারে বিক্রি হচ্ছে হুন্ডাই ক্রেটার মডেল। আর ৮ বছরে প্রায় ১ মিলিয়ন ইউনিট বিক্রি হয়েছে হুন্ডাই ক্রেটার। নতুন নতুন জেনারেশনের মডেলও এই তালিকায় অন্তর্ভুক্ত আছে। ডোমেস্টিক মার্কেটের কথা ভাবতে গেলে, ক্রেটা ইতিমধ্যেই ১০ লাখ ইউনিটের সীমা পেরিয়ে গিয়েছে।


২০১৫ সালে ভারতের বাজারে লঞ্চ হয়েছিল প্রথম জেনারেশনের ক্রেটা যার দাম ছিল ৮.৫৯ লাখ টাকা। এতে ছিল ১.৬ লিটার পেট্রোল এবং ১.৪ বা ১.৬ লিটার ডিজেল ইঞ্জিনের ভ্যারিয়্যান্ট। সেই সময় থেকেই কম্প্যাক্ট SUV জঁরের মধ্যে মডেল বানাতে শুরু করেছে হুন্ডাই। একটা SUV লুকের সঙ্গে প্রচুর ফিচার্সের সমাহারে গাড়ি বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে হুন্ডাই। এর সেকন্ড জেনারেশনের মডেলটিও আগেরটির থেকে অনেক বেশি বিক্রি হয়েছিল। ২০২০ সালে দ্বিতীয় জেনারেশনের মডেলের দাম ছিল ৯.৯ লাখ টাকা। আর এই জেনারেশনের মডেলেই দেখা যায় প্রথম সানরুফ এবং টার্বো পেট্রোল ইঞ্জিনের উপস্থিতি।


সম্প্রতি হুন্ডাই এনেছে নতুন ক্রেটার মডেল যেটা একটা ফেসলিফট ভার্সন হলেও এতে রয়েছে ১.৫ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিনও থাকছে এতে। স্টাইলের দিক থেকে খুব বেশি কিছু বদলায়নি ঠিকই, তবে এর সেলস হু হু করে বেড়েছে এই কয়েক দিনের মধ্যে। নতুন ক্রেটার মডেলে অতিরিক্ত ফিচার্সের মধ্যে থাকছে ADAS সিস্টেম এবং আরও কত কি। হুন্ডাইয়ের একটি অন্যতম সেরা মডেল এই Creta SUV Facelift।  


আরও পড়ুন: Corolla SUV: নতুনরূপে ফিরছে Corolla-র মডেল ! কী বদল আসছে ?


Car loan Information:

Calculate Car Loan EMI