সোমনাথ চট্টোপাধ্যায় : SUV-র চাহিদা দিনে দিনে বাড়তেই থাকছে। বিলাসবহুল গাড়ির দুনিয়ায় তাই একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছে গাড়ি নির্মাতা সংস্থাগুলি। তার মধ্যে নিজেদের নতুন মডেল নিয়ে হাজির হতে চলেছে Hyundai। পিছিয়ে নেই তারাও। তবে বিলাসিতার পাশাপাশি যুগের সঙ্গে তাল মিলিয়ে এবার EV-র দিকে নজর দিল Hyundai। আগামী বছর বিভিন্ন দামের বেশ কিছু SUV মডেল বাজারে নিয়ে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে এই সংস্থা। পরপর বেশ অনেকগুলি গাড়িই বাজারে আসবে তাদের।


কী কী গাড়ি বাজারে আনছে Hyundai?


ইতিমধ্যেই Hyundai-এর প্রিমিয়াম SUV গুলির মধ্যে জনপ্রিয় মডেল Creta, সদ্য বাজারে আসা Exter এবং Venue। আর আগামী বছর Hyundai নিয়ে আসতে চলেছে Creta-র একটি EV মডেল। বছরের শুরুতেই এই গাড়ি নির্মাতা সংস্থা নিয়ে আসবে Creta Facelift EV। ১.৫ লিটার টার্বো পেট্রল ইঞ্জিনের সঙ্গে আরো নতুন বেশ কিছু ফিচার্স জুড়ে গিয়েছে এই মডেলে। আর অন্যদিকে একইসঙ্গে বাজারে এসেছে Tuscon Facelift যা ফেসলিফট গাড়ি হিসেবে একটু হালকা। তবে এর বাইরের ডিজাইন এবং ভিতরের ইন্টিরিয়রে বেশ কিছু পরিবর্তন হলেও পুরনো মডেলের খোলনলচে সেভাবে কিছুই বদলায়নি। এক বছর হতে চলল Hyundai ভারতে তার Tucson গাড়িটি লঞ্চ করেছিল। এই গাড়ির একটি নতুন ভ্যারিয়েন্ট নিয়ে এসেছে সংস্থাটি। সেই Hyundai Tucson Facelift ভার্সনে রয়েছে একাধিক আপগ্রেড। এছাড়াও Hyundai-এর হাত ধরেই আগামী বছর আসবে New Alcazar মডেলটি। নতুন Creta মডেলের মতই এর গড়ন, তবে এতে রয়েছে থ্রি রো ভার্সন।




কোথায় আলাদা Creta EV?


এত কিছুর সঙ্গে Creta EV-র কথা ভুলে গেলে চলবে না। Creta-র এই ইলেকট্রিক ভার্সনটির গঠন অনেকটাই New Creta-র মত হলেও কিছু জায়গায় তা আলাদা। ৫০ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক, রেঞ্জ ৪৫০-৫০০ কিমি।


কোন SUV ভাল লাগবে গাড়িপ্রেমী ক্রেতাদের, তা নিয়ে এখনও স্থির সিদ্ধান্তে আসতে পারেনি Hyundai। তাই তারা চায় বিভিন্ন ধরনের মডেল বাজারে আনতে যাতে নানা মানুষের নানাবিধ চাহিদা পূরণ হতে পারে। এমনিতেই বছর ঘুরলে নানা ব্র্যান্ডের বিভিন্ন EV এবং SUV আসতে চলেছে বাজারে। ফলে তার সঙ্গে পাল্লা দিয়ে প্রতিযোগিতায় নামবে Hyundai।  


আরও পড়ুন: Hyundai Kona: যাত্রী সুরক্ষায় ফোর স্টার রেটিং পেয়েও সমালোচিত, কী সমস্যা হুন্ডাই কোনার ?


Car loan Information:

Calculate Car Loan EMI