কলকাতা: নতুন বছরের জন্য নতুন গাড়ি হুন্ডেইয়ের (Hyundai)। ২০২৪ সালে বাজারে আসছে Hyundai Tucson facelift. ইতিমধ্যেই সামনে এসেছে এর ডিজাইন। প্রিমিয়াম ডিজাইনের এই SUV মডেলটিতে বেশ কিছু ডিজাইনের পরিবর্তন রয়েছে। Tucson গাড়ির বাজারে বেশ নতুন। তবে সামনের বছরে এই বিশেষ মডেলটি  (India spec refreshed model) সামনের বছরে আসবে। 


খুব বেশি বড় আপডেট না হলেও ফ্রন্ট ডিজাইনে (Front Design) বেশকিছু পরিবর্তন আনা হচ্ছে নতুন মডেলে (New Model)। পাশাপাশি অন্দরসজ্জাতেও (Car Interior) বেশ কিছু বদল আনা হচ্ছে। গাড়ির সামনে   Parametric grile-এর ডিজাইনে বেশ কিছু বদল আনা হচ্ছে। আরও আকার বৃদ্ধি হচ্ছে বাম্পারে (Muscular Bumper)। Skid Plate-ও মোটা হচ্ছে। বাম্পারে অ্যাঙ্কুলার লুকও আসছে। গাড়ির দুপাশের ডিজাইনেও আপডেট আসছে। Hyundai Tucson Facelift-এ  নতুন ডিজাইনের অ্যালয় হুইল (Alloy Wheel) আসছে, ভারী ক্ল্যাডিং (Heavy Cladding) হচ্ছে। অন্দরসজ্জাতেও নানা বদল আসছে, গাড়ির ডিসপ্লে (curved twin screen display)-তে বদল আসছে। বিশ্ব বাজারে যে  Hyundai SUV-তে যেরকম ডিসপ্লে থাকে সেরকমই এখানে থাকবে।                     


স্টিয়ারিং হুইলেও (Steering Wheel) বদল এসেছে, সেন্ট্রাল কনসোল (Central Console) লে-আউটে নতুন লুক (New Look) এসেছে। এই গাড়িতে থাকছে নতুন Button Design. ক্লাইমেট কন্ট্রোল ফাংশন (Climate Control Function) এর ফিজিক্যাল কন্ট্রোলও (Physical Control) রয়েছে এখানে। গাড়িটিতে full width aircon vents বদল করা হয়েছে। কেবিনও (Cabin) প্রিমিয়ামও করা হয়েছে। অনেক বেশি ইউজার ফ্রেন্ডলিও ((User Friendly) করা হয়েছে। 


যদিও নতুন এই Facelift-এ পাওয়ারে বদল বেশ কিছু আসনি। 2.0L পেট্রল এবং ডিজেল ইঞ্জিনই থাকছে Hyundai Tucson facelift-এ। ইঞ্জিন অপশনেও (Engine Option) কিছু বদল আসছে। আর বাকি আপডেট খুব বেশি কিছু হচ্ছে না। তবে Hyundai নতুন ধরনের যে ডিজাইন করছে সেইরকমই থাকছে এতেও। ভারতের বাজারে গত বছর থেকেই বিক্রি হচ্ছে Tucson- ওই সেগমেন্টের অন্য গাড়ি প্রস্ততকারক সংস্থার SUV-এর সঙ্গে টক্করও দিচ্ছে। এবার আসতে চলেছে Tucson-একই Facelift.         


আরও পড়ুন: ২০২৪-এ বাজার কাঁপাবে এই পাঁচটি গাড়ি! আপনার পছন্দ কোনটা?
                    


Car loan Information:

Calculate Car Loan EMI