নয়াদিল্লি: সামনে এল হুন্ডাইয়ের আরও একটি গাড়ির খোঁজ। হুন্ডাইয়ের (Hyundai) এন লাইন রেঞ্জ (N Line Range)-এর ভাঁড়ার থেকে যে আরও একটি গাড়ি আসবে তা আগেই জানা গিয়েছিল। এবার হুন্ডাই ভেনু নতুন ভাবে আসছে। সংস্থার এই মডেল এবার পাবে এন লাইন ট্রিটমেন্ট (N Line Treatment)। শুধু তাই নয়, ভেনু হুন্ডাইয়ের প্রথম কোনও এসইউভি যা এন লাইন রেঞ্জে যোগ হচ্ছে। ঠিক যেমন আই টোয়েন্টি এন লাইন (Hyundai i20 N Line) হয়েছে, ঠিক তেমন ভাবেই আনা হবে ভেনু এন লাইন, যা লুকসের দিক থেকে অনেক বেশি স্পোর্টিং হবে। যে যে বদল আসবে তা শুধু বাইরের ডিজাইনেই থেমে থাকবে না। অন্দরসজ্জা থেকে শুরু করে বেশ কিছু ফিচারের তালিকাতেও বদল আসতে চলেছে।
কী কী বদল নয়া মডেলে:নয়া ভেনু এন লাইনে (Hyundai Venue N Line) বেশ কিছু বদল আনার কথা রয়েছে। সেগুলি হল,
- ডিস্ক ব্রেক (Disc Brake)
- ডুয়াল ক্যামেরার সঙ্গে ড্যাশক্যাম (DascCam)
- নতুন ক্রোম গ্রিল
- টেলগেট স্পয়লার
- এন লাইন লোগো (N Line Logo)
- এক্সটেরিয়ার হাইলাইটস
- সামনে রেড ব্রেক ক্যালিপারস
- কালো রঙের অন্দরসজ্জা
- এন লাইন সিরিজের স্পেশাল ১৬ ইঞ্চির ডায়মন্ড কাট অ্যালয় হুইল (Alloy wheel)
আগামী মাসের ৬ তারিখ নাগাদ ভেনু এন লাইন (Hyundai Venue N Line) লঞ্চ হতে পারে। এখন বাজারে যে ভেনু রয়েছে তার চেয়ে কিছুটা বেশি দাম হতে পারে। এখন যা গাড়ির বাজার রয়েছে তা দেখলে এটা বলা যায় যে এখনই হুন্ডাইয়ের এই মডেলকে কোনও প্রতিযোগিতার মধ্যে পড়তে হবে না। নিজের সেগমেন্টে একাই রয়েছে হুন্ডাইয়ের এই মডেল। কারণ ফিচার ও কাজ ও সেই তুলনায় দামের দিক থেকে এখনই এর সমকক্ষ কোনও এসইউভি নেই। ভারতে এন লাইন রেঞ্জ এসেছিল আই টোয়েন্টি এন লাইনের (Hyundai i20 N Line) হাত ধরে। সেই মডেল গাড়ি উৎসাহীদের মধ্যে যথেষ্ঠ জনপ্রিয় হয়েছিল। কারণ নিজের সেগমেন্টে এটি ভারতের একমাত্র পারফরম্যান্স হাচব্যাক। ভেনু এন লাইন নিয়েও একইরকম আশাবাদী হুন্ডাই (Hyundai)।
আরও পড়ুন: আরও বিলাসিতা এবং বৈশিষ্ট্যযুক্ত, কেমন হল নতুন রেঞ্জ রোভার ?
Car loan Information:
Calculate Car Loan EMI