Car Number Plate: গাড়ি বিলাসবহুল হয়ে শুনেছেন। গাড়ির দাম আকাশছোঁয়া, অবিশ্বাস্য রকমের বেশি - এসবও এতদিনে গা-সওয়া হয়ে গিয়েছে আমআদমির। কিন্তু গাড়ির নম্বর প্লেটের খরচ কোটি টাকা ! নাহ্ এমন তথ্য সহজে হজম হওয়ার নয়। কিন্তু বাস্তবে এমনটাই হয়েছে। হরিয়ানায় তৈরি হয়েছে 'ন্যাশনাল রেকর্ড'। সৌজন্যে একটি ভিআইপি ভেহিকেল নম্বর। প্রসঙ্গত উল্লেখ্য, ভিআইপি ভেহিকেল নম্বরের একটি নিলাম হয়েছিল। সেখানে HR88B8888 - এই রেজিস্ট্রেশন প্লেটের দাম উঠেছে ১.১৭ কোটি টাকা। ভারতে এর আগে এত দামের গাড়ির রেজিস্ট্রেশন নম্বরের কথা কেউ কখনও শোনেনি, দেখেনি। এ যাবৎ ভারতে বিক্রি হওয়া 'মোট এক্সপেনসিভ কার রেজিস্ট্রেশন নম্বরের' খেতাম জিতে নিয়েছে HR88B8888- এই নম্বরটি।
অনলাইনেই এই নিলাম হয়েছিল হরিয়ানার অফিশিয়াল ভিআইপি নম্বর অকশন পোর্টালের মাধ্যমে। চলতি সপ্তাহের বুধবার বিকেল ৫টায় এই পোর্টাল বন্ধ হয়ে গিয়েছিল। সোনিপত জেলার Kundli RTO সিরিজের আওতায় এই নম্বর রেজিস্টার করা হয়েছে। সারাদিন ধরে এই নম্বর কেনার জন্য জোরদার প্রতিযোগীতা চলেছে। নিলামের দিন দুপুরের দিকে একবার ৮৮ লক্ষ টাকা ছাড়িয়ে গিয়েছিল অকশনের বিডিং অ্যামাউন্ট। পরে এই বিডিং থেমেছে ১.১৭ কোটি টাকায়। ফাইনাল রেকর্ড ফিগার এটিই।
এই নম্বর প্লেটে এইচ এবং আর, প্রথম দুই অক্ষর বুঝিয়েছে হরিয়ানাকে। তারপর রয়েছে দুটো '৮', তারপর একটি 'বি', তারপর আবার চারটে '৮'। সবটা ইংরেজিতে লিখলে মনে হবে পর পর যেন '৮' সংখ্যাটাই লেখা হয়েছে। কারণ ইংরেজি হরফে লেখা 'বি' অতগুলো ইংরেজিতে লেখা '৮'- এর মাঝে একঝলকে '৮' অক্ষরের মতোই লাগবে। আর সেটাই হল এই নম্বর প্লেটের বিশেষত্ব। নিউমেরোলজি নিয়ে যাঁরা আগ্রহী, যাঁআ সংখ্যাতত্ত্ব মানেন এবং যাঁরা শখ পূরণের জন্য প্রায়শই বিলাসবহুল গাড়ি কিনে থাকেন, এই ধরনের লেটার-নম্বর কম্বিনেশন তাঁদের পছন্দের তালিকায় পয়লা নম্বরে থাকে। এই ধরনের গাড়ির নম্বর প্লেট কেনার জন্য গুচ্ছ গুচ্ছ টাকা খরচ করতেও পিছপা হন না তাঁরা। এক্ষেত্রেও তাই-ই হয়েছে।
জানা গিয়েছে, হরিয়ানার ভিআইপি প্লেট বিক্রির ক্ষেত্রে অন্যান্য সময়ের তুলনায় এই সপ্তাহে অংশ্রগ্রহণকারীর সংখ্যাও ছিল অনেক বেশি। HR88 সিরিজের নম্বরের ক্ষেত্রে বেস প্রাইস ছিল ৫০ হাজার টাকা। তবে বিশেষ এই নম্বর প্লেট কেনার জন্য এত হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে যে সেই টাকার অঙ্ক পৌঁছেছে কোটির ঘরে। তাও আবার দেশে এই প্রথমবার।
Car loan Information:
Calculate Car Loan EMI