Toyota Innova Hycross: লঞ্চ হওয়ার আগে সামনে এল ইনোভা হাইক্রসের আরও অনেক ছবি। এবার কেবিনের ছবিও ফাঁস হল অটো সাইটগুলিতে। চলতি মাসেই টয়োটা হাইলাক্সের ডিজাইন নিয়ে সামনে আসতে চলেছে নতুন টয়োটা ইনোভা হাইক্রস। এমপিভি হলেও এর ডিজাইন অনেকটাই এসইউভির মতো করা হয়েছে। দেখলেই নজর কাড়বে আপনার।
Auto News: হাইলাক্সের সঙ্গে ডিজাইনে মিল
ইনোভা হাইক্রসে একটি হাইব্রিড ইঞ্জিন পাবেন ক্রেতা। টয়োটা এই গাড়ি সম্পূর্ণ অন্য প্ল্যাটফর্মে তৈরি করেছে। এটি বর্তমান ইনোভা ক্রিস্টা থেকে অনেকটাই আলাদা। এর ডিজাইন দেখে, এটি স্পষ্টতই একটি SUV-এর মতো দেখায়, যার ফ্রন্ট-এন্ড লুক ফরচুনারের মতো। পিছনের দিকে থেকে দেখলে গাড়িটি হাইলাক্সের মতো মনে হয়। এর গ্রিল ও বাম্পারও ক্রিস্টার থেকে এনেক বেশি আক্রামণাত্মক।
Innova Hycross: অনেক বেশি ফিচার রয়েছে গাড়িতে ?
ইনোভা হাই ক্রসে একটি বড় টাচস্ক্রিন, প্যানোরামিক সানরুফ ও 360-ডিগ্রি ক্যামেরা সহ বিলাসবহুল ক্যাপ্টেন সিট ও অন্যান্য অনেক বৈশিষ্ট্য পাবে। ফ্রন্ট-হুইল ড্রাইভ হওয়ায় নতুন ইনোভা হাইক্রস এখন আরও জায়গা পাবে। এর হাইব্রিড পাওয়ারট্রেন একটি 2.0-লিটার পেট্রল ইঞ্জিন ও বৈদ্যুতিক মোটর সহ আসবে। এটি প্রায় 20 kmpl এর মাইলেজ পাবে বলে আশা করা হচ্ছে।
Toyota Innova Hycross: বাইরে ভিতরে কতটা বদল ?
বড় গ্রিল সহ বেশ চওড়া বাম্পার দেওয়া হয়েছে গাড়ির সামনে। কিছু MPV স্টাইলিং থাকায় গাড়ি যে এসইউভি নয়, তা বুঝতে পারবেন আপনি। দৈর্ঘ্যের দিক থেকে নতুন ইনোভা হাইক্রস প্রায় 4.7 মিটার লম্বা হবে। এখনকার ক্রিস্টা থেকে চওড়া হবে এই গাড়ি। আপনি দেখে অবাক হবেন যে, নতুন ইনোভাকে SUV-র মতো দেখতে। এর হেডল্যাম্প ডিজাইন ও নিচের বাম্পার ডিজাইনের দিক থেকে ফরচুনারের মতোই। এর পিছনের দিকেও পরিবর্তন দেখা যাবে, পাশ থেকে এটি সম্পূর্ণরূপে একটি SUV-এর মতো দেখায়।
Toyota Innova Hycross: চলতি মাসের এই তারিখ লঞ্চ
ইনোভা হাইক্রস চলতি মাসেই চালু হওয়ার পর ২০২৩ অটো এক্সপোতে লঞ্চ করা হবে। নতুন ইনোভা হাইক্রস টপএন্ড ভেরিয়েন্টে একটি হাইব্রিড পাওয়ারট্রেন ও আরও বিলাসবহুল বৈশিষ্ট্য সহ আসবে বলে আশা করা হচ্ছে। বর্তমান ক্রিস্টাকে কোম্পানি একটি সাশ্রয়ী মূল্যের বিকল্প হিসাবে বিক্রি করবে। ২৫ তারিখ প্রকাশ্যে আসার পর এর অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে।
আরও পড়ুন: Super Meteor 650: জানুয়ারিতেই ভারতে লঞ্চ, সুপার মিটিয়র ৬৫০ আনছে রয়্যাল এনফিল্ড
Car loan Information:
Calculate Car Loan EMI