সোমনাথ চট্টোপাধ্যায়: তিন বছর হয়ে গেল আমেরিকান গাড়ি নির্মাতা এই সংস্থা ভারতের বাজার থেকে তাদের সব গাড়ির বিক্রি রদ করেছে। ভারতের বাজারে এখন আর ফোর্ড (Ford) কিনতে পাওয়া যায় না। তবে চেন্নাইতে তাদের গাড়ির কারখানা বিক্রি হয়নি আজও। গাড়িপ্রেমীদের মনে আশার আলো জাগছে, তবে কি ভারতে ফিরছে ফোর্ড (Ford in India )? তাছাড়া শুধু এটাই কারণ নয়, সম্প্রতি এই আমেরিকান গাড়ি নির্মাতা সংস্থা সম্প্রতি একটি চাকরির বিজ্ঞাপন দিয়েছে এবং প্রচুর কর্মী নিয়োগের কথা জানিয়েছে। আর এতেই জল্পনা উঠেছে তুঙ্গে।


সম্প্রতি ফোর্ড নিজেদের প্ল্যান্ট বা কারখানা রদ করেছে এবং অদূর ভবিষ্যতে ইলেকট্রিক গাড়ি নির্মাণের ব্যাপারে চিন্তাভাবনা করছে। তার পাশাপাশি তাদের নিজেদের গাড়ির জন্য সিবিইউ (CBU) বিক্রিও শুরু করবে এই মর্মে চিন্তাভাবনা চলছে।


ভারতে গাড়ি নির্মাণ শুরু করবে ফোর্ড ?


ভারতের বাজারে শুরু থেকেই ফোর্ড (Ford) গাড়ির একটি বিশাল চাহিদা ছিল, ভাল ব্যবসায়িক সুযোগ ছিল এখানে। আর তাই হয়ত ভারতে ফোর্ডকে ফেরানোর ব্যাপারে ভাবছে সংস্থা। ২০২২ সালে চেন্নাইয়ের কারখানায় ফোর্ড গাড়ি তৈরি বন্ধ করে দেয়। সেখানে ৩৫০ একর জমিতে বছরে প্রায় দেড় লক্ষ গাড়ি তৈরি হত। যদি ফোর্ড ফের গাড়ি নির্মাণ শুরুও করে ভারতে, তবে প্রশ্ন হল কোন ধরনের গাড়ি তৈরি করতে চলেছে তারা? অনেকে মনে করছেন যে, নতুন এনডেভর (Endeavour) মডেলের মতই সিবিউ অপারেশন শুরু করতে পারে ফোর্ড। এনডেভরের (Endeavour) সাম্প্রতিক মডেলটি বিদেশের মাটিতে ভাল বিক্রি হলেও তা ভারতে এখনও আসেনি।


কোন গাড়ির মডেলের দিকে ঝোঁক ?


ভারতে এখন বড় বড় SUV-র বাজার বেশ ভাল। টয়োটা (Toyota) হোক বা ফরচুনার (Fortuner), গাড়িপ্রেমীদের চাহিদা তুঙ্গে। আর তার সঙ্গে পাল্লা দিয়ে ফোর্ড যদি তাদের এনডেভর মডেলের সিবিইউ ভার্সন নিয়ে আসে বাজারে তাহলে তা এক চমকপ্রদ ঘটনা হবে। এর সঙ্গে ভারতে মুস্ট্যাং (Mushtang) এবং রেঞ্জার পিক-আপ (Ranger Pick-up) মডেলও লঞ্চ করতে পারে ফোর্ড। তবে এনডেভরের সিবিইউ (CBU) মডেল ফরচুনারের থেকে অনেক বেশি দামী হবে ঠিকই, কিন্তু এই গাড়ির নির্দিষ্ট অনুরাগীদের জন্য এটা সবথেকে বড় উপহার হতে পারে নতুন বছরে। ভারতের বাজারে ফোর্ডের ফিরে আসার খবর সত্যিই আশাপ্রদ, তবে এই বিষয়ে এখনও সেভাবে স্পষ্ট কিছু জানা যায়নি।


আরও পড়ুন: Auto News: হুন্ডাইকে টেক্কা দেবে কিয়া ! ক্রেটা নাকি সেলটোস ফেসলিফট, কোন গাড়ির কী এক্স ফ্যাক্টর ?


Car loan Information:

Calculate Car Loan EMI