Jeep India: নতুন প্রজন্মের জিপ কম্পাস আসছে ভারতে, ২০২৬ সালেই বাজারে- কী কী বিশেষ ফিচার্স ?

Jeep Compass India: নতুন এই মডিউলার প্ল্যাটফর্মের (Jeep Compass New) উপর ইভি এবং আইসিই মডেল দুইই তৈরি হতে পারে। আর নতুন প্রজন্মের জিপ কম্পাসের মধ্যে অনেক বেশি স্পেস থাকবে

Continues below advertisement

সোমনাথ চট্টোপাধ্যায়: ভারতে একেবারে নতুন প্রজন্মের কম্পাস মডেল নিয়ে আসবে জিপ ইন্ডিয়া। এই জিপ কম্পাসের আকার আগের থেকে অনেক বড় হবে এবং এই গাড়ি আগের থেকেও অনেক বেশি প্রিমিয়াম লেভেলের হবে। আরেকটি নতুন সাশ্রয়ী মডেলের (Jeep India) জন্য জায়গা ছেড়ে দেবে এই নতুন জিপ কম্পাস। নতুন প্রজন্মের এই জিপ কম্পাস একেবারে STLA মিডিয়াম প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আছে যার অর্থ হল এই মডিউলার প্ল্যাটফর্মটি স্পেস বাড়িয়ে দেবে এবং একইসঙ্গে একটা হাই-এনার্জি ডেনসিটি সিঙ্গল লেয়ার ব্যাটারি প্যাক আর এর মাধ্যমেই এই গাড়িটি (Jeep Compass New) অনেক বেশি দক্ষ হয়ে উঠবে এই আশা করা যায়।

Continues below advertisement

ঠিকই শুনেছেন এই মডিউলার (Jeep India) প্ল্যাটফর্মটি আসলে জিপ কম্পাসের একটি ইভি ভার্সন এবং এতে থাকছে ৪০০ ভোল্টের ইলেকট্রিক আর্কিটেকচার, ৯৮ কিলোওয়াট আওয়ার পর্যন্ত ব্যাটারি প্যাক থাকছে এই গাড়িতে। আর এর স্ট্যান্ডার্ড ব্যাটারি প্যাকে (Jeep Compass New) থাকছে ৫০০ কিমি পর্যন্ত রেঞ্জ। আর পরবর্তী প্রজন্মের জিপ কম্পাসে থাকছে নতুন STLA মিডিয়াম প্ল্যাটফর্ম, আর এই প্ল্যাটফর্মটি স্পেস অনেকখানি বাড়িয়ে দেবে, তাঁর সঙ্গে হাই এনার্জি ডেনসিটি দেবে গাড়িকে। সিঙ্গল লেয়ার ব্যাটারি প্ল্যান্টের জন্য এটি গাড়িকে অনেক বেশি মজবুত করে তুলবে।

নতুন এই মডিউলার প্ল্যাটফর্মের (Jeep Compass New) উপর ইভি এবং আইসিই মডেল দুইই তৈরি হতে পারে। আর নতুন প্রজন্মের জিপ কম্পাসের মধ্যে অনেক বেশি স্পেস থাকবে এবং এটি আকারে অনেক বেশি বড় হবে। তবে শুধু ইভি ভ্যারিয়ান্ট বাজারে আনছে না জিপ ইন্ডিয়া, এর সঙ্গে বাজারে আসছে টার্বো পেট্রল ও ডিজেল মডেলও। নতুন স্টাইলিং থিমে বাজারে হাজির হবে এই গাড়ি। তবে এখনও সমস্ত ডিটেল কীরকম থাকবে তা খসড়া অবস্থায় আছে, ৩০ লাখের উপরেই চলে যেতে পারে এই গাড়ির দাম।

এছাড়া স্টেলান্টিস গ্রুপ ব্র্যান্ডের (Jeep Compass New) অন্যান্য মডেল যেমন সিট্রোয়েনের সঙ্গে পাল্লা দেবে প্রতিযোগিতায় এই নতুন জিপ কম্পাসের মডেলটি। স্টেলান্টিসের মতে, ৪.৩ থেকে ৪.৯ মিটারের যে প্ল্যাটফর্মের উপর গাড়িটি তৈরি হবে তা অনেক বেশি দক্ষ এবং এতে অনেক বেশি স্পেস থাকবে। আর এখন বলাই যায় ভারতের বাজারে জিপ ইন্ডিয়ার মুখ্য ব্যবসার মধ্যে সবথেকে বেশি বিক্রি হয় এই জিপ কম্পাসের মডেল। আগামী ২০২৬ সালের মধ্যেই এই নতুন প্রজন্মের মডেল ভারতের বাজারে এসে যাবে বলেই মনে হয়।

আরও পড়ুন: EV Cars: টাটার ইভি কিনবেন ? টাটা কার্ভের থেকে নেক্সনে বড় বদল কী কী ? দেখুন এক ঝলকে

Continues below advertisement
Sponsored Links by Taboola