Joy E-Bike: ইলেকট্রিক বাইকের দুনিয়ায় এবার নয়া মোড়। অত্যাধুনিক প্রযুক্তি আর অসাধারণ সব ফিচার্স নিয়ে এল WardWizard Innovations and Mobility সংস্থা। বাজারে এসেছে জয় ই-বাইকের নতুন মডেল জয় মিহোস (Joy MIHOS)। হাইড্রোজেন ফুয়েলের ব্যাটারি দিয়ে চলবে ই-বাইক। কিছুদিন আগেই ভারত মোবিলিটি শো-তে এই বাইকের প্রদর্শনী হয়ে গিয়েছে। কী কী ফিচার্স আছে এই বাইকে ?


টপ হাইস্পিড ইলেকট্রিক স্কুটারের পাশাপাশি হাইড্রোজেন পাওয়ারড সেল-ব্যাটারির ইলেকট্রিক স্কুটার নিয়ে এল জয় ই-বাইক। মিহোস ইলেকট্রিক স্কুটার তৈরি হয়েছে ইন্ডাস্ট্রিয়াল রকের সাহায্যে যার রাসায়নিক নাম পলি ডিসাইক্লোপেন্টাডিন। এর আগে এমনই একটি আকর্ষণীয় ই-বাইক নিয়ে এসেছিল মোটোভোল্ট। Motovolt URBN e-bike দামে যেমন সস্তা, তেমনই ফিচার্সেও বেশ আকর্ষণীয়। এই গাড়িতে একবার সম্পূর্ণ চার্জ দিলে চলবে ১২০ কিমি। জয় ই-বাইকে যদিও এই রেঞ্জ ১০ কিমি বেশি মিলছে। মোটোভোল্ট ই-বাইকে যেখানে সর্বোচ্চ গতি উঠত ২৫ কিমি প্রতি ঘণ্টায়, সেখানে জয় ই-বাইক মিহোসে সর্বোচ্চ ৬৫ কিমি প্রতি ঘণ্টায় গতি ওঠে।   


ব্যাটারি


৭২ ভোল্টের এই ব্যাটারিতে লিথিয়াম আয়ন প্রযুক্তির বদলে আনা হয়েছে হাইড্রোজেন ফুয়েল প্রযুক্তি। ৪ থেকে ৫ ঘণ্টার মধ্যেই সম্পূর্ণ চার্জ হয়ে যায় এই ব্যাটারিতে। আর একবার চার্জ দিলে এই স্কুটারে (Joy MIHOS) যাওয়া হবে ১৩০ কিমি।


গতি


এই ইলেকট্রিক বাইকে সর্বোচ্চ ৬৫ কিমি প্রতি ঘণ্টায় বেগ উঠতে পারে। মাত্র ৭ সেকেন্ডের মধ্যেই সর্বোচ্চ গতি তোলা সম্ভব।


অন্যান্য প্রযুক্তি


গাড়িতে (Joy E-Bike) রয়েছে ৪.৩ ইঞ্চির ফুল কালার টিএফটি ডিসপ্লে। তাছাড়া এর মধ্যেই মোবাইল চার্জের ব্যবস্থাও রয়েছে। সঙ্গে আছে জিও-ফেন্সের সুবিধেও। আপনি চাইলে মোবাইলের অ্যাপের মাধ্যমে গাড়ির ইগনিশন চালু রাখতে পারেন। এমনকী মোবাইল অ্যাপের মাধ্যমেই আপনার গন্তব্য ঠিক করে দেখে নিতে পারবেন আগে থেকে, কত চার্জ প্রয়োজন। সেভাবেই ট্রিপ প্ল্যান করতে পারবেন আপনি। ভেহিকল ট্র্যাকিং, রিমোট ডিসেবলিং ইত্যাদি অত্যাধুনিক ফিচার্স দেখা যাবে জয় ই-বাইক (Joy E-Bike) মিহোসে।


সাসপেনশন


টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন, রিয়ারে ডুয়াল শক অ্যাবসর্বার এর স্পেসিফিকেশনের মধ্যেই পড়ে।


ব্রেক ও চাকা


অ্যালয় হুইল এবং তার সঙ্গে ফ্রন্ট ও রিয়ারে ডিস্ক ব্রেক থাকছে জয় ই-বাইকে।


বুকিং


মাত্র ৯৯৯ টাকাতেই জয় ই-বাইকের (Joy E-Bike) ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য জমা করে বুক করা যাবে এই ই-বাইক।  


Car loan Information:

Calculate Car Loan EMI