Bike News: কাওয়াসাকি ইন্ডিয়া ভারতের বাজারে দুটি দারুণ বাইক লঞ্চ করেছে। কিন্তু এই দুটি বাইকের দাম আকাশছোঁয়া। আর এতটাই বেশি দাম (Kawasaki Bikes) এই দুই বাইকের যে এই দামে আপনি চাইলে একটি বিলাসবহুল গাড়িও কিনে ফেলতে পারেন। এই দুটি বাইক হল কাওয়াসাকি জেড এইচ ২ এবং কাওয়াসাকি জেড এইচ ২ এসই। জেড এইচ ২-এর এক্স শোরুম দাম (Kawasaki Z H2 Bikes) রয়েছে ২৪.১৮ লক্ষ টাকা এবং জেড এইচ ২ এসইর এক্স শোরুম দাম রয়েছে ২৮.৫৯ লক্ষ টাকা। এই দুটি বাইক দেখতে অনেকটাই একই রকম, তবে এসই ভার্সন নির্মাণে বাইক নির্মাতা সংস্থা অনেক বেশি প্রিমিয়াম হার্ডওয়্যার নির্মাণ করেছেন।


কাওয়াসাকি বাইকের রঙের ভ্যারিয়ান্ট


কাওয়াসাকি জেড এইচ ২ এসই বাজারে এসেছে মেটালিক ম্যাট গ্রাফিন স্টিল গ্রে এবং মিরর কোটেড কালো রঙে। এই কাওয়াসাকি বাইকের স্ট্যান্ডার্ড মডেল বাজারে পাওয়া যাচ্ছে এমারেল্ড ব্লেজড গ্রিন এবং মেটালিক ম্যাট গ্রাফিন স্টিল গ্রে এই দুই রঙে। এছাড়াও পাওয়া যাবে মেটালিক ডায়াবলো ব্ল্যাক মেশিনও। কাওয়াসাকি বাইকের লুক এবং স্টাইল অনেকটাই আলাদা, যা ভারতের বাজারে উপলব্ধ অন্য সমস্ত মোটরবাইকের থেকে আলাদা।  


শক্তিশালী বাইকের ইঞ্জিনের কত শক্তি


কাওয়াসাকির এই দুই বাইকের ইঞ্জিনে রয়েছে ৯৯৮ সিসির ইনলাইন ৪ সিলিন্ডার লিকুইড কুলড ইঞ্জিন যাতে আবার রয়েছে সুপারচার্জার। এই ইঞ্জিনে ১১ হাজার আরপিএমে ১৯৭.২ বিএইচপি শক্তি এবং ৮৫০০ আরপিএমে ১৩৭ এনএম শক্তি উৎপন্ন হয়। একটি ৬ স্পিডের গিয়ারবক্স মোটরের সঙ্গে যুক্ত করে দেওয়া আছে, এছাড়াও এই বাইকে আপনি পেয়ে যাবেন স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ। কাওয়াসাকির বাইকে আপনি একটি বাই-ডিরেকশনাল কুইক শিফটার পাবেন, যা ২৫০০ আরপিএমের বেশি শক্তিতে কাজ করে।


কাওয়াসাকি বাইকের ফিচার্স


কাওয়াসাকি বাইকের ব্রেকিং সেট আপ নিয়ে কথা বলতে গেলে এই মোটরবাইকে আপনি টুইন ৩২০ মিমি ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং একটি সিঙ্গল ২৬০ মিমি রোটর পেয়ে যাবেন। এই বাইক ট্রেলিস ফ্রেম দিয়ে তৈরি হয়েছে, যা এক প্রকার উচ্চ সহনশীল স্টিল। কাওয়াসাকির এই বাইকের এসই ভার্সনে কাওয়াসাকি ইলেকট্রনিক কনট্রোল সাসপেনশন স্কাইহুক টেকনোলজি থাকবে এই বাইকে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 



Car loan Information:

Calculate Car Loan EMI