Kawasaki Bikes: বিদেশি বাইক ও গাড়ি নির্মাতা সংস্থা কাওয়াসাকি একটি নতুন বাইকের মডেল লঞ্চ করেছে দেশের বাজারে। ১০ লাখের মধ্যেই দাম হবে এই বাইকের। বাইকের নাম কাওয়াসাকি নিঞ্জা জেড এক্স ৪ আর আর। একটি নতুন কালার স্কিমে (Kawasaki Bikes) বাজারে আনা হয়েছে এই বাইক। মূলত লাইম গ্রিন, ইবোনি এবং ব্লিজার্ড হোয়াইট রঙে পাওয়া যাচ্ছে এই বাইক। তবে এছাড়া এই বাইকে আর কোনো বিশেষত্ব নেই। আর এই বাইকটি (Kawasaki Ninja ZX 4RR) সম্পূর্ণরূপে ভারতের বাইরেই তৈরি হয়েছে।


কাওয়াসাকি বাইকের শক্তি


কাওয়াসাকি নিঞ্জা জেড এক্স ৪ আর আর বাইকে রয়েছে একটি ৩৯৯ সিসির লিকুইড কুলড ইঞ্জিন যাতে রয়েছে ৪ সিলিন্ডারের সুবিধে। এই ইঞ্জিনে ১৪৫০০ আরপিএমে ৭৬ বিএইচপি শক্তি এবং ১৩০০০ আরপিএমে ৩৭.৬ এনএম টর্ক উৎপন্ন হয়। এছাড়া আরও ভাল ইঞ্জিনও পাওয়া যাবে এই বাইকে যার রিভোলিউশন থাকবে ১৫ হাজার আরপিএমের। এই ইঞ্জিনে ৬ স্পিড গিয়ার বক্স এবং বাই ডিরেকশনাল কুইক শিফটার ইনস্টল করা হয়েছে।


নিঞ্জা জেড এক্স ৪ আর আরের ফিচার্স


ভারতের বাজারে পাওয়া যায় এমন একটি দারুণ বাইক হল কাওয়াসাকি নিঞ্জা সিরিজের এই নতুন মডেলটি। এই বাইকে আপনি পাবেন একটি ৪.৩ ইঞ্চির টিএফটি স্ক্রিন, এতে আবার ব্লুটুথ কানেক্টিভিটির সুবিধেও পাওয়া যাবে। মোট ৪টি আলাদা আলাদা রাইডিং মোডও রয়েছে, এর সঙ্গে সঙ্গে বাইকে রাখা হয়েছে এলইডি লাইট।


আরও উন্নত প্রযুক্তির ব্যবহার


এই কাওয়াসাকি বাইকে ইলেকট্রনিক থ্রটল ভালভ, কুইক শিফটার, ইকোনমিকাল রাইডিং ইন্ডিকেটরের সুবিধে পাওয়া যাবে এই বাইকে। এর চেসিস ম্যানেজমেন্ট প্রযুক্তিতে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, হরাইজন্টাল ব্যাক লাইন রিয়ার সাসপেনশন এই বাইকে রয়েছে। আর এর পাওয়ার ও অন্যান্য ফিচার্সের কারণেই অন্য সব বাইকের থেকে এটি আলাদা হয়েছে।


কত দামে পাবেন এই বাইক


কাওয়াসাকি নিঞ্জা হেড এক্স ৪ আর আর বাইকে ২৯০ মিমি ডিস্ক ব্রেক রয়েছে সামনের চাকায় আর পিছনের চাকায় রয়েছে ২২০ মিমি ডিস্ক ব্রেক। এই বাইকের এক্স শোরুম দাম রয়েছে ৯.৪২ লক্ষ টাকা। তবে এর আগের মডেলের দাম ছিল ৯.১০ লক্ষ টাকা। এই বাইকে নতুন তিনটি ফিচার্স যোগ করার পাশাপাশি এর দামও ৩২ হাজার টাকা বাড়িয়েছে বাইক নির্মাতা সংস্থা।


আরও পড়ুন: Royal Enfield: এই মাসে আরেকটি নতুন বাইক আনছে রয়্যাল এনফিল্ড, ৩৫০ সিসির এই মডেল কত দামে পাবেন ?


Car loan Information:

Calculate Car Loan EMI