Royal Enfield Goan Classic 350: ভারতের বাজারে এই ব্রিটিশ গাড়িনির্মাতা সংস্থা রয়্যাল এনফিল্ড আনতে চলেছে একটি নতুন ৩৫০ সিসির বাইক। ভারতে আসতে চলেছে রয়্যাল এনফিল্ড গোয়ান ক্লাসিক ৩৫০। এই মাসেই আগামী ২৩ নভেম্বর আসতে চলেছে এই বাইক। রয়্যাল এনফিল্ডের এটি পঞ্চম বাইক হতে চলেছে যা কিনা জে প্ল্যাটফর্মের (Royal Enfield Goan Classic 350) উপর গড়ে উঠেছে। আগামী মোটোভার্স ২০২৪-এ এই বাইক আসতে চলেছে। পুজোর মরশুমেও কয়েকটি বাইক বাজারে এনেছিল এই সংস্থা। এর আগে ২০২৩ সালে ব্রিটিশ বাইক নির্মাতা সংস্থা বাজারে নিয়ে এসেছিল শটগান ৬৫০ মডেলটি।
রয়্যাল এনফিল্ড গোয়ান ক্লাসিক ৩৫০
এই নতুন বাইকের পাওয়ারট্রেন ক্লাসিক ৩৫০-এর মতই থাকবে বলে জানা গিয়েছে। কিন্তু এই বাইকের স্টাইলিং ফিচার্স খানিক আলাদা হতে চলেছে। ইতিমধ্যেই এই বাইকের ছবি ফাঁস হয়ে গিয়েছে। তাতে দেখা যাচ্ছে যে এই বাইকটি বাজারে আসছে ইউ আকারের হ্যান্ডলবারের সঙ্গে। এই বাইকে থাকছে একটা লম্বা উইন্ডস্ক্রিন। রয়্যাল এনফিল্ডের এই বাইকটি। হোয়াইট ওয়াল টায়ারের সঙ্গে আসছে বাজারে। থাকছে সিঙ্গল সিটের ফিচার্স। পিলিয়ন সিটের বিকল্প পাওয়া যাবে এই বাইকে।
নতুন বাইকের পাওয়ারট্রেন
রয়্যাল এনফিল্ডের এই বাইক জে সিরিজের মোটরসাইকেলের সঙ্গে বাজারে আসছে। এই বাইকে ৩৪৯ সিসির ইঞ্জিন থাকছে। ৫ স্পিডের গিয়ারবক্স এই বাইকের ইঞ্জিনের সঙ্গে যুক্ত থাকবে বলে জানা গিয়েছে। এই বাইকে যে ইঞ্জিন ইনস্টল করা হয়েছে, তা ২০ বিএইচপি শক্তি ও ২৭ এনএম টর্ক উৎপন্ন করে।
নতুন রয়্যাল এনফিল্ডের দাম কত হতে চলেছে
এর আগে গত বছরে রয়্যাল এনফিল্ড বাজারে এনেছিল এই ক্লাসিক ৩৫০ মডেলটি। এই বাইকের এক্স শোরুম দাম ছিল ১.৯৩ লক্ষ টাকা থেকে শুরু এবং সর্বোচ্চ দাম ছিল ২.৩০ লক্ষ টাকা। আর এদিকে এই নতুন গোয়ান ক্লাসিক ৩৫০ মডেলের বাইকটির দাম হতে চলেছে ২ লক্ষের বেশি। কত দাম থাকছে তা বাইকটি বাজারে আসার পরেই ভালভাবে জানা যাবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Gold Price: ৫ দিনে বেশ কয়েক হাজার টাকা দাম কমেছে সোনার, এখনই কেনার সঠিক সময় ?
Car loan Information:
Calculate Car Loan EMI