Kawasaki Vulcan S: কাওয়াসাকির এই বাইকে এল বড় আপডেট। এই সংস্থা নতুন রঙের বিকল্প নিয়ে বাইকটি (Kawasaki Vulcan S) লঞ্চ করেছে দেশে। এই নতুন বাইকের রঙ এসেছে পার্ল ম্যাট সেজ গ্রিন। এছাড়াও অন্য কোনো পরিবর্তন আসেনি এই বাইকে। কাওয়াসাকির (Kawasaki Bike) এম ওয়াই ২৪ মডেলের বাইকে সেভাবে আর কোনো বদল চোখে পড়েনি। এমনকী এই সংস্থা বাইকের দামেও কোনো বদল আনেনি।


কাওয়াসাকির নতুন ভ্যারিয়ান্টের ক্ষমতা


কাওয়াসাকি ভালকান মডেলে সেভাবে প্রযুক্তিগত বা ফিচার্সের দিক থেকে কোনো বদল আনা হয়নি, শুধু রঙের বিকল্প এসেছে নতুনভাবে। এই বাইকে রয়েছে ৬৪৯ সিসির প্যারালাল টুইন লিকুইড কুলড ইঞ্জিন। এই ইঞ্জিন ৭৫০০ আরপিএমে ৬০ বিএইচপি ক্ষমতা উৎপন্ন করে এবং ৬৬০০ আরপিএমে ৬২.৪ এনএম টর্ক উৎপন্ন করে। এই বাইকের ইঞ্জিনটি একটি ৬ স্পিডের গিয়ার বক্সের সঙ্গে সংযুক্ত রয়েছে। লো এবং ওয়াইড হ্যান্ডল বারটি বাইকে যে ইনস্টল করা আছে তা আরামদায়ক রাইডিং অভিজ্ঞতা এনে দেয়। এমনকী দীর্ঘ দূরত্বের যাত্রাপথের ক্ষেত্রেও অনেক বেশি গুরুত্ব রাখে।




কাওয়াসাকি ভালকান এসের ফিচার্স


কাওয়াসাকি ভালকান এস বাইকে রয়েছে একটি ১৪ লিটারের ফুয়েল ট্যাঙ্ক। বাইকের সামনে লাগানো রয়েছে ১৮ ইঞ্চির চাকা এবং পিছনে রয়েছে ১৭ ইঞ্চির অ্যালয় হুইল। এই বাইকের দুটি চাকাতেই রয়েছে সিঙ্গল ডিস্ক ব্রেক। এছাড়াও ডুয়াল চ্যানেল এবিএস সিস্টেমও এই বাইকে দেখা গিয়েছে। এই বাইকে আবার রয়েছে সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল। এর সঙ্গে সঙ্গে ব্লুটুথ কানেক্টিভিটির ফিচার্সও রয়েছে যা কাওয়াসাকির বাইকের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলা চলে।


কাওয়াসাকির নতুন ভ্যারিয়ান্টের দাম


কাওয়াসাকি বাইকের নতুন রঙের ভ্যারিয়ান্ট ভালকান এসের এক্স শোরুম দাম ধার্য করা হয়েছে ৭.১০ লক্ষ টাকা। এই বাইক এখনকার বহু মডার্ন রেট্রো বাইককেও দারুণ টেক্কা দেবে বাজারে। এর মধ্যে রয়্যাল এনফিল্ডের সুপার মিটিওর ৬৫০, বিএসএ গোল্ডস্টার ৬৫০ ইত্যাদি বাইকের সঙ্গেও পাল্লা দিয়ে প্রতিযোগিতা করবে কাওয়াসাকির এই বাইকটি।


রয়্যাল এনফিল্ড বাইকের অন রোড দাম রয়েছে ৪ লক্ষ ১৭ হাজার ৯৮০ টাকা। আর দিল্লিতে বিএসএ গোল্ডস্টার বাইকের এক্স শোরুম দাম প্রায় ৩ লক্ষ টাকা। দেশের অন্যান্য রাজ্যে এই দামে হেরফের দেখা যেতে পারে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Skoda Kylaq : এবার আসছে স্কোডা কাইলাক, কুশাকের ছোট সংস্করণ ? দেখে নিন প্রথম ছবি


Car loan Information:

Calculate Car Loan EMI