Kia India: এক দিনেই বাকিদের টেক্কা দিল কোম্পানি। চার মিটার এসইউভি গাড়ির (SUV Car) বিভাগে সবথেকে বেশি বুকিং হল কিয়া সেলটস ফেসলিফ্টের। স্বাভাবিকভাবেই যারপর উৎসাহিত কোম্পানি।


Auto: কিছুদিন আগেই ভারতে Kia Seltos ফেসলিফ্টের বুকিং শুরু হয়।  কোম্পানি প্রথম দিনেই এই সেগমেন্টের বুকিং পরিসংখ্যান প্রকাশ করেছে। কোম্পানি জানিয়েছে, সেলটস ফেসলিফ্টের জন্য 13,424 ইউনিট বুকিং পেয়েছে, যা এই বিভাগের জন্য সর্বোচ্চ বুকিং। এছাড়াও কোম্পানি কে-কোডের মাধ্যমে 1,973টি বুকিং পেয়েছে। যারা কিয়া সেলটস ব্যবহার করছেন,সেই  গ্রাহকরাই নতুন গাড়ির বুকিং করেছে। কোম্পনি জানিয়েছে,  কে-কোডের মাধ্যমে বুক করা গাড়ি দ্রুত ডেলিভারি করা হবে।


Cars: ১৪ জুলাই থেকে বুকিং শুরু হয়েছে
কোম্পানি 14 জুলাই 2023 থেকে তার নতুন Kia Seltos ফেসলিফ্টের জন্য বুকিং নেওয়া শুরু করেছে। যা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট বা দেশে কোম্পানির অনুমোদিত ডিলারশিপের মাধ্যমে করা যেতে পারে।


Kia Seltos facelift: মেড-ইন-ইন্ডিয়া কিয়া সেলটোস ফেসলিফ্টে কী নতুন রয়েছে
নতুন কিয়া সেলটসের বৈশিষ্ট্যগুলির মধ্যে আগের টাইগার নোজ গ্রিল রয়েছে। নতুন ফিচার হিসেবে রয়েছে এলইডি হেডল্যাম্প, এলইডি-ডিআরএল এবং এলইডি কানেক্টেড টেল-ল্যাম্প ডুয়াল-পেন প্যানোরামিক সানরুফ। বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে 18-ইঞ্চি মিক্সড ম্যাটেরিয়াল হুইল, ডুয়াল-জোন অটোমেটিক এসি, এয়ার-পিউরিফায়ার। 


Cars: এই নতুন 2023 Kia Seltos ফেসলিফ্টে যে পরিবর্তনগুলি করা হয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন হল ADAS লেভেল-2, যার 17টি বৈশিষ্ট্য রয়েছে। ADAS-এর বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ব্লাইন্ড-স্পট সংঘর্ষের সতর্কতা, ব্লাইন্ড-স্পট সংঘর্ষ-এড়িয়ে যাওয়া সহায়তা, রেয়ার ক্রস-ট্রাফিক সংঘর্ষের সতর্কতা ছাড়াও রেয়ার ক্রস-ট্রাফিক সংঘর্ষ এড়ানোর বার্তা।


Auto: ইঞ্জিন ও ভেরিয়েন্ট
নতুন Kia Seltos ফেসলিফটে আগের সেলটোসের মতো একই 115 Hp, 1.5-l পেট্রোল ইঞ্জিন যা 116 Hp, 1.5-l টার্বো-ডিজেল ইঞ্জিন পাচ্ছে। এছাড়াও এতে নতুন 1.5-l টার্বো-পেট্রোল ইঞ্জিনও পাবেন, যা সর্বোচ্চ 160 Hp শক্তি ও 253 NM-এর সর্বোচ্চ টর্ক উৎপন্ন করে।


Kia Seltos facelift: এদের সঙ্গে হবে প্রতিযোগিতা
Kia Seltos ফেসলিফটের সঙ্গে প্রতিযোগিতা হবে Hyundai Creta, Maruti Suzuki Grand Vitara, Toyota Urban Cruiser Highrider, MG Aster, Volkswagen Tiguan, Skoda Kushak-এর।


Cars: ভারতে লঞ্চ হওয়ার পর থেকেই আগ্রহ বাড়ছে এই গাড়ি ঘিরে।  হুন্ডাই এক্সটার (Hyundai Exter) এসইউভি নিয়ে ইতিবাচক মন্তব্য করছেন কার ব্লগাররা। এই পাঁচটি কারণে গাড়িটি (Auto)ঘরে নিয়ে আসতে পারেন আপনি।


আরও পড়ুন : Best SUVs In Water: জল-কাদার বাধা টপকাতে পারে এই এসইউভিগুলি, ভারতের রাস্তায় কে সেরা ?


Car loan Information:

Calculate Car Loan EMI