Kinetic Scooter: কাইনেটিক হোন্ডা ডিএক্স এখন ভারতের বাজারে বৈদ্যুতিন অবতারে পাওয়া যাচ্ছে। নতুন এই কাইনেটিক ডিএক্স বৈদ্যুতিন স্কুটার রেট্রো বক্স ডিজাইন (Kinetic DX Electric Scooter) এবং আধুনিক বৈদ্যুতিন ফিচার্স নিয়ে এসেছে। তবে এই স্কুটারে (Electric Scooter) প্রতিবারই কিছু না কিছু নতুন ফিচার্স যোগ করা হয় গ্রাহকদের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য।

কেমন এর ডিজাইন

কাইনেটিক ডিএক্স স্কুটারের সবথেকে ভাল বিষয় হল এর ডিজাইন যা কিনা সম্পূর্ণরূপে কাইনেটিক হোন্ডা ডিএক্সের মতই। বক্সি বডি স্টাইল বজায় রেখে এখন সেই ডিএক্স স্কুটারে আরও তীক্ষ্ণ ও স্পষ্ট লাইন দেওয়া হয়েছে, যা এই স্কুটারটিকে ক্লাসিকের পাশাপাশি আধুনিকও করে তুলেছে। এতে রয়েছে একটি এলইডি আলো, একটি সুন্দর কাইনেটিক লোগো, আর একটি এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার যা পুরনো স্কুটারের ডায়ালের কথা মনে করিয়ে দেয়।

সাইজ ও স্টোরেজ

কাইনেটিক ডিএক্স ইলেকট্রিক স্কুটারের হুইলবেস ১৩১৪ মিমি, সিটের উচ্চতা ৭০৪ মিমি আর সিটের নিচে স্টোরেজ রয়েছে ৩৭ লিটার। এই স্টোরেজ ক্ষমতা এই সেগমেন্টের অন্যান্য স্কুটারের তুলনায় অনেক ভাল এবং এটিকে একটি ব্যবহারিক পারিবারিক স্কুটার করে তোলে।

ব্যাটারি, রেঞ্জ ও চার্জিং

কাইনেটিক ডিএক্স বৈদ্যুতিন স্কুটারটি দুটি ভ্যারিয়ান্টে পাওয়া যায়। ডিএক্স আর ডিএক্স প্লাস। এই দুই ভ্যারিয়ান্টই ৪.৮ কিলোওয়াট ব্যাটারি এবং ২.৬ এলএফপির কনফিগারেশন রয়েছে। ডিএক্স ভ্যারিয়ান্টের রেঞ্জ ১০২ কিমি আর ডিএক্স প্লাসের রেঞ্জ পাবেন ১১৬ কিমি। দুটি স্কুটারই ৪ ঘণ্টার মধ্যেই সম্পূর্ণ চার্জ হয়ে যায়। ফলে দৈনন্দিন কাজ, অফিসে যাতায়াতের জন্য এই স্কুটার একটি দুর্দান্ত বিকল্প।

দাম ও ভ্যারিয়ান্ট

কাইনেটিকের ডিএক্স ভ্যারিয়ান্টটির এক্স শোরুম দাম রয়েছে ১.১০ লক্ষ টাকা, আর ডিএক্স প্লাস ভ্যারিয়ান্টের দাম রয়েছে ১.১৭ লক্ষ টাকা। প্রিমিয়াম দাম হলেও এর রেট্রো ডিজাইন ব্র্যান্ড ভ্যালু এবং স্মার্ট ফিচার্সের জন্য এটি একটি দুর্দান্ত কম্বিনেশন দিয়ে থাকে।

স্মার্ট ফিচার্স কী কী পাবেন

এই স্কুটারে আপনি পাবেন কি-লেস ইগনিশন, পাসওয়ার্ড স্টার্ট সিস্টেম, ইনবিল্ড স্পিকার, তিন রাইডিং মোড, ক্রুজ কন্ট্রোল, আর ডিএক্স প্লাস মডেলে থাকছে জিওফেন্সিংয়ের সুবিধে। কাইনেটিক স্কুটারের ফিনিশিং ও ডিটেলিং এত ভাল যে এই স্কুটারকে অত্যন্ত প্রিমিয়াম লুক এনে দেয়। কাইনেটিক ডিএক্সের ভাল ডিজাইনের কারণেই এটি সবার থেকে আলাদা হয়েছে।


Car loan Information:

Calculate Car Loan EMI